নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
বাঁকুড়া (উত্তর) বনবিভাগের সোনামুখী, বেলিয়াতোড় ও পাত্রসায়র রেঞ্জের জঙ্গলে বিচ্ছিন্ন হয়ে থাকা দলমা-ময়ূরঝর্নার প্রায় ১৩০টি হাতির দাপাদাপি চলছে। সোনামুখী থেকে দামোদর পেরিয়ে এই দলেরই ২২টি হাতি ঢুকে পড়েছিল বর্ধমানে। তিনদিন সেখানে কাটিয়ে বনকর্মী ও এলাকার বাসিন্দাদের তাড়া খেয়ে রবিবার ফের সোনামুখীতে ঢুকেছে দলটি। গ্রামবাসীদের দাবি, এদের আশপাশে রয়েছে আরও প্রায় ২০টি রেসিডেন্ট দাঁতাল। সামনে পুজো। প্রায় দেড়শ হাতির ভয়ে তাঁদের প্রাণ ওষ্ঠাগত। ঘর ভাঙছে শস্য ও সব্জি খেত নষ্ট করছে। বনকর্মীদের দেখা মিলছে না। ডিএফও (বাঁকুড়া উত্তর) এস কুলন ডেইভাল বলেন, “বিচ্ছিন্ন হয়ে থাকা হাতির দু’টি দলকে একত্রিত করে খেদানোর কাজ শুরু হয়েছে। আশা করছি পুজোর আগেই দলমা পাহাড়ে পাঠানো সম্ভব হবে।”
|
নাগাল্যান্ডে কুকুর পাচার, ত্রিপুরায় ধৃত ৩ |
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
ত্রিপুরা থেকে কুকুর পাচার করতে গিয়ে ধরা পড়ল একটি দল। বেশ কিছু দিন ধরেই উত্তর ত্রিপুরার কমলপুর এলাকার বাসিন্দারা থানায় কুকুর চুরির অভিযোগ জানাচ্ছিলেন। রাস্তার কুকুর ছাড়াও, বাড়ির পোষা কুকুর চুরি যাওয়ার অভিযোগও থানায় জমা হচ্ছিল। কোনও ভাবেই অভিযোগগুলির কিনারা করতে পারচ্ছিল না পুলিশ। গত কাল পাচারকারী দলটি হাতেনাতে ধরা পড়ার পর পুলিশ অনেকটাই নিশ্চিত, এলাকার চুরি হওয়া কুকুরগুলিকে পাচারকারীরা নাগাল্যান্ডের বাজারেই বিক্রি করে দিয়েছে। নাগাল্যান্ডের বাজারে কুকুরের মাংসের চাহিদা থাকায় ত্রিপুরা থেকে কুকুর পাচার হচ্ছিল। ৭ কুকুরকে বস্তাবন্দি করে পাচারের সময় মসিয়া ডারলং, বাইকোয়া ডারলং এবং মানা মিঁয়া নামে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। কমলপুর থানার অফিসার রণবীর জামাতিয়া জানান, ‘‘ধৃত তিন জনই কৈলাশহরের বাসিন্দা।”
|
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
পাচারকারীদের থেকে উদ্ধার করা ১৬টি কচ্ছপকে গরুমারা জাতীয় উদ্যানে ছাড়া হল। গত রবিবার বিকালে কলকাতা থেকে আনা কচ্ছপগুলিকে গরুমারার চুকচুকি এলাকার একটি জলাশয়ে ছাড়া হয়েছে সেই সঙ্গে কলকাতা থেকে উদ্ধার করা দুটি রক পাইথনকেও গরুমারার জঙ্গলে ছাড়া হয়েছে। জলপাইগুড়ি বন্যপ্রাণী ২ বিভাগের ডিএফও সুমিতা ঘটক জানিয়েছেন, কচ্ছপগুলির সুবাদে এখন গরুমারা অভয়ারণ্যের সুনাম বাড়বে।
|
ফের বুনো হাতি ঢুকে পড়ল লোকালয়ে। রবিবার রাতে ঘটনাটি ঘটে কুমারগ্রাম ব্লকের ময়নাবাড়ি গ্রামে। বুনো হাতির দল গ্রামে ঢুকে ময়নাবাড়ি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ঘরের প্রাচীর ভেঙে দুই কুইন্টাল মিড ডে মিলের চাল সাবাড় করে। নষ্ট করে অন্তত ১০ বিঘা জমির ধান। তিনটি বাড়ির রান্না ঘর ভেঙে লবণ, চাল ও আটা চেটেপুটে খায়। বনদফতর সূত্রে জানা গিয়েছে, এ দিন গভীর রাতে ১৪টি হাতির একটি দল ওই গ্রামে ঢুকে পড়ে। |