টুকরো খবর |
ঘরে ফেরাতে ছাত্রদের দাবি |
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
গোষ্ঠী সংঘর্ষের জেরে ধুবুরির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া বাসিন্দাদের ফেরানোর দাবি তুলল সারা অসম ছাত্র সংস্থা। সোমবার সংগঠনের বিলাসিপাড়া শাখার সদস্যরা ওই দাবিতে বেলা ১২ টা থেকে স্থানীয় জেপি রোড ১ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখান। প্রশাসনের হিসেব অনুসারে ধুবুরি জেলার ১২৬ টি শরণার্থী শিবিরে অন্তত ৯১ হাজার জন রয়েছেন। এর মধ্যে বিলাসিপাড়া মহকুমায় ৭৮ টি শিবিরে শরণার্থী রয়েছেন অন্তত ৪৩ হাজার ৫০০ জন। বিলাসিপাড়ার ৯৯টি নিম্ন প্রাথমিক এবং প্রাথমিক স্কুল, ৬ টি হাইস্কুল, ১ টি কলেজে শিবিরগুলি রয়েছে। গত ২৩ জুলাই থেকে শিবিরগুলিতে বাসিন্দারা রয়েছেন। জেলার স্কুলগুলিতে ৩১ জুলাই গরমের ছুটি শেষ হওয়ার পরও পড়াশোনা শুরু করা যায়নি। সংগঠনের বিলাসিপাড়া শাখার উপদেষ্টা দীপক শর্মা বলেন, “দিনের পর দিন এ ভাবে পড়াশোনার ২ দিনের মধ্যে শরণার্থীদের সরিয়ে স্কুলগুলিতে পড়াশোনা চালু করার ব্যবস্থা না করা হলে বড় ধরনের আন্দোলন হবে।”
|
কংগ্রেসের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করল জেভিএম |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ইউপিএ সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল বাবুলাল মরান্ডির নেতৃত্বাধীন ঝাড়খণ্ড বিকাশ মোর্চা (প্রজাতান্ত্রিক)। আজ রাঁচিতে জেভিএম-এর কেন্দ্রীয় কমিটির বৈঠকে কংগ্রেসের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সিদ্ধান্তের কথা জানিয়ে জেভিএম-এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব রাজীব রঞ্জন বলেন, “দুর্নীতি ও জন-বিরোধী কাজের জন্য কেন্দ্রীয় সরকারের উপর থেকে সমর্থন তুলে নেওয়া হচ্ছে।” উল্লেখ্য, এই মুহূর্তে জেভিএমের দু’জন সাংসদ রয়েছেন। জেভিএম-এর ওই সিদ্ধান্তের প্রেক্ষিতে এ দিন ঝাড়খণ্ড প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা রাজ্যসভার সদস্য প্রদীপ বালমুচু বলেন, “জেভিএমের ওই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের উপর কোনও প্রভাব ফেলবে না। কারণ জেভিএম তো কেন্দ্রীয় সরকারের শরিক ছিল না। ২০০৯ সালের লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে নির্বাচনী আঁতাত হয়েছিল জেভিএম-এর। তার অতিরিক্ত কোনও সম্পর্কই ওদের সঙ্গে কংগ্রেসের ছিল না।” কংগ্রেসের সঙ্গে জেভিএমের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত একেবারেই অপ্রত্যাশিত ঘটনা নয়। বছর খানেক ধরেই রাজ্যে কংগ্রেসের সঙ্গে জেভিএম-এর সম্পর্ক তলানিতে। ঝাড়খণ্ডে গত রাজ্যসভার ভোটে কংগ্রেসের বিরোধিতা করতে গিয়ে ভোটদানে বিরত থাকে জেভিএম। হাটিয়া বিধানসভার উপ-নির্বাচনেও প্রার্থী দাঁড় করিয়ে কংগ্রেসের বিরোধিতায় নামে জেভিএম। কার্যত তখনই কংগ্রেস-জেভিএম পুরনো নির্বাচনী আঁতাত আনুষ্ঠানিকভাবে ভেঙে যায়। তার পর থেকে কংগ্রেসের সঙ্গ ত্যাগ করে নির্বাচনে একলা চলার কথা বারংবার বলে আসছিলেন জেভিএম প্রধান বাবুলাল মরান্ডি।
|
বিহারে বিষ মদে মৃত ১১ |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
বিষ মদ খেয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের মধ্যে স্থানীয় পঞ্চায়েতের এক মহিলা ওয়ার্ড সদস্যাও রয়েছেন। ঘটনাটি ঘটেছে মুজফফ্রপুরের দেওরিয়া থানার নেকনামপুর গ্রামে। পুলিশ তিন জনকে ধরেছে। স্থানীয় মানুষ মদের দোকানটিতে আগুন লাগিয়ে দেয়। মৃতদের পরিবারকে জেলা প্রশাসন থেকে অন্ত্যেষ্টির জন্য ১৫০০ টাকা এবং পরিবার পিছু ইন্দিরা আবাস যোজনায় ঘর দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
|
হাফলঙে সংঘর্ষ, কার্ফু |
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
কার্ফু শিথিল হতেই হাফলং-সহ অসমের ডিমা হাসাও জেলার বিভিন্ন স্থানে সক্রিয় হল অ-ডিমাসা আন্দোলনকারীরা। অ-ডিমাসা জেলার দাবিতে আন্দোলনকারীরা এক দিকে লাগাতার বন্ধের ডাক দিয়েছে। সেই বন্ধ চলছে। অন্য দিকে, বন্ধকে ঘিরে হিংসাত্মক ঘটনায় জেলা প্রশাসন জেলা জুড়ে কার্ফু বলবৎ করেছে। আজ ঘন্টা চারেকের জন্য কার্ফু শিথিল করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এবং ওই সময়েই আন্দোলনকারীদের সঙ্গে জেলার বিভিন্ন অংশে পুলিশের সংঘর্ষ বেধে যায়। পুলিশকে লাঠি, রবার বুলেট চালাতে হয়। হারাঙ্গাজাওয়ে শূন্যে গুলিও চালাতে হয়।
|
সিএজি মুনিম নয়, বলল শীর্ষ আদালত |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সিএজি-র সমর্থনে মুখ খুলল দেশের শীর্ষ আদালত। কোর্টের মতে, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) শুধুমাত্র এক জন ‘মুনিমের’ (হিসাবরক্ষক) কাজ করে না। কয়লা বণ্টন সংক্রান্ত সিএজি-র হিসেবকে চ্যালেঞ্জ করে একটি জনস্বার্থ মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে। তার শুনানিতেই শীর্ষ আদালতে আর এম লোঢা এবং এ আর দাভের বেঞ্চ জানিয়েছে, সরকারি তহবিলের হিসেবনিকেশ করাটাই সিএজি-র একমাত্র কাজ নয়। সম্পদ যাতে ঠিকমতো ব্যবহার হয়, সেটা দেখাও সিএজি-র দায়িত্বের মধ্যে পড়ে। সংবিধান অনুযায়ী সিএজি রাজস্ব বণ্টনের বিষয় খতিয়ে দেখার পাশাপাশি অর্থনীতি সংক্রান্ত বিষয়ও দেখে। এর পরে সংসদ ঠিক করবে সিএজি-র রিপোর্ট গ্রহণযোগ্য নাকি বাতিল করা উচিত। এই মত জানিয়ে জনস্বার্থ মামলাটি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।
|
বিচারপতিদের আবাসন না মেলায় ভর্ৎসনা |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
অবসরপ্রাপ্ত বিচারপতিরা সরকারি আবাসন পাননি বলে কেন্দ্রকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। আদালতের বক্তব্য, “আপনারা তো ঘুমে মগ্ন। আদালত আপনাদের ঘুম ভাঙাবে? আমরা যা করতে চাই না, তা আমাদের করতে বাধ্য করেন কেন? ঈশ্বরই আপনাদের দেখুন আর এই দেশকে দেখুন।” ওই বিচারপতিরা একটি ট্রাইব্যুনালের সদস্য। সরকারি আইনজীবীর দাবি, ট্রাইব্যুনালের সদস্যরা সরকারি বাড়ি পান না, তাঁরা বাড়ি ভাড়া করলে সেই ভাড়া মিটিয়ে দিতে পারে সরকার। কিন্তু সুপ্রিম কোর্ট সরকারি আইনজীবীকে বলেছে, “নিয়ম অনুযায়ী ওই বিচারপতিদের বাড়ি পাওয়ার কথা। যদি ফাঁকা বাড়ি থাকে, তা না দেওয়ার কোনও কারণ নেই। অবসরপ্রাপ্ত বিচারপতিরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবেন?”
|
ধৃত দীপঙ্কররা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কুড়ানকুলামের আন্দোলনে সংহতি জানাতে গিয়ে তামিলনাড়ু পুলিশের হাতে গ্রেফতার হলেন সিপিআই (এম-এল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য এবং দলের অন্যান্য নেতা, কর্মী, সমর্থকেরা। কুড়ানকুলামে পরমাণু বিদ্যুৎ চুল্লিতে জ্বালানি ভর্তির বিরুদ্ধে সমুদ্র ও বালুচরে মানবশৃঙ্খল তৈরি করে স্থানীয় মানুষ যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তার প্রতি সংহতি জানাতে যাচ্ছিলেন তাঁরা।
|
ট্রেন বেলাইন, ২৫ আহত কর্নাটকে |
সংবাদসংস্থা • বেঙ্গালুরু |
হড়পা বানে ভেসে গিয়েছিল রেল লাইনের একটি অংশ। ফলে ট্রেন বেলাইন হয়ে কর্নাটকে আহত হয়েছেন ২৫ জন। আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বেলগাঁওয়ের কাছে বেলাইন হয়ে যায় হুবলি-মিরাজ যাত্রিবাহী ট্রেনের সাতটি কামরা। মেডিক্যাল সাহায্য নিয়ে ক্যাসল রক, হুবলি ও মিরাজ থেকে বিশেষ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রথমে নয়াদিল্লিতে রেল মন্ত্রকের মুখপাত্র জানান, দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। পরে তিনি জানান, মৃত্যুর খবর ভুল। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।
|
গডকড়ীর মামলা |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহের বিরুদ্ধে মানহানির মামলা করলেন বিজেপি সভাপতি নিতিন গডকড়ী। কয়লা কেলেঙ্কারিতে তাঁর নাম জড়ানোয় এই মামলা।
|
ফেসবুক-সন্ত্রাস |
সংবাদসংস্থা • জয়পুর |
ফেসবুকে ১৮ সেপ্টেম্বর হুমকি এসেছিল উড়িয়ে দেওয়া হবে সঙ্গানের বিমানবন্দর। অভিযোগ, আদিল খিলিজ নামে এক তরুণ ভুয়ো অ্যাকাউন্ট থেকে এই কাণ্ড ঘটিয়েছে।
|
গ্রেফতার অফিসার |
সংবাদসংস্থা • লখনউ |
চলন্ত ট্রেনে মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল আইএএস অফিসারের বিরুদ্ধে। নাম শশী ভূষণ। গ্রেফতার হয়েছেন ওই আইএএস অফিসার।
|
ডাকাতির কিনারা |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
এটিএম ভ্যান ডাকাতির ঘটনায় গ্রেফতার হল আরও ৪ সন্দেহভাজন। এই নিয়ে মোট ৭ জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া ৫ কোটি টাকাও।
|
অগ্নিদগ্ধ ৬ |
সংবাদসংস্থা • রামেশ্বরম |
ঘরে আগুন লেগে যাওয়ায় পুড়ে মৃত্যু হল ৪ শিশু-সহ একই পরিবারের ছ’জনের সদস্যের।
|
জঙ্গি-যোগে ধৃত |
সংবাদসংস্থা • জালন্ধর |
খলিস্তান জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখায় এক ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ। অভিযোগ খলিস্তানিদের আর্থিক সাহায্য করত ওই ব্যক্তি।
|
জঙ্গি হত |
সংবাদসংস্থা • শ্রীনগর |
নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হল পাঁচ হিজবুল মুজাহিদিন জঙ্গি। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫টি একে ৪৭ রাইফেল-সহ প্রচুর অস্ত্র।
|
বাড়বে জনসংখ্যা |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
২০৫০ সালের মধ্যে ভারতীয় জনসংখ্যা বৃদ্ধি পাবে ৬০ শতাংশ পর্যন্ত। এই জনসংখ্যার ২০ শতাংশই হবেন বয়স্কেরা। রাষ্ট্রপুঞ্জের সমীক্ষা থেকে উঠে এল এই তথ্য।
|
জরিমানার ৩২ লক্ষ |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
শুধু জরিমানা বাবদই গত দু’বছরে ৩২ লাখ টাকা আয় হয়েছে দিল্লি মেট্রোর। মেট্রোর মহিলা কামরায় উঠলে পুরুষদের জরিমানা ২০০ টাকা।
|
রক্ষা বহুগুণার |
সংবাদসংস্থা • দেরাদুন |
অল্পের জন্য বাঁচলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বিজয় বহুগুণা। ওড়ার পরই তাঁর হেলিকপ্টার হাই টেনশন বিদ্যুতের তার ছুঁয়ে ফেলে। আগুনের ঝলক দেখা গেলেও বিপদ ঘটেনি। টিহরি জেলার ঘটনা। |
|