টুকরো খবর
প্রধান শিক্ষককে হেনস্থা
তোলা না দেওয়ায় ছাত্রছাত্রীদের সামনেই প্রধান শিক্ষকের জামা ছিঁড়ে নিল একদল যুবক। সোমবার সকালে মুরারইয়ের গোয়ালমাল গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিগ্রহের এমন নমুনাই দেখতে পাওয়া গেল। প্রধান শিক্ষক জগন্নাথ মাল পাইকর অবর বিদ্যালয় পরিদর্শক ও মুরারই ২ ব্লকের বিডিওকে অভিযোগ জানিয়েছেন। ওই শিক্ষকের অভিযোগ, এলাকারই কয়েকজন যুবক স্কুলের পড়ুয়াদের পোশাকের জন্য বরাদ্দ টাকার ভাগ চেয়ে চড়াও হয় স্কুলে। তারা প্রধান শিক্ষকের জামা টেনে ছিঁড়ে দেয়। প্রকাশ্য দিবালোকে এই ভাবে স্কুলে ঢুকে শিক্ষক নিগ্রহের ঘটনায় ওই স্কুলের অন্যান্য শিক্ষক ও পড়ুয়াদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।পাইকর অবর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিদর্শক অনঙ্গমোহন আলিপাত্র বলেন, “গণ্ডগোলের খবর পেয়েছি। কী হয়েছে খোঁজ নিয়ে দেখব।” মুরারই ২ ব্লকের বিডিও অরূপ দত্ত বলেন, “টাকা চেয়ে কয়েকজন যুবক ওই প্রধান শিক্ষককে হেনস্থা করেছে বলে খবর পেয়েছি। সংশ্লিষ্ট অবর বিদ্যালয় পরিদর্শককে বিষয়টি দেখার জন্য বলেছি।” বহু বার চেষ্টা করেও জগন্নাথবাবুর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

বধূর ঝুলন্ত দেহ উদ্ধার
দরজা ভেঙে বাড়ি থেকে এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করলেন গ্রামবাসীদের একাংশ। পরে পুলিশ গিয়ে দেহটি ময়না তদন্তে পাঠায়। মৃতার নাম মইদা বিবি (২৬)। বাড়ি নলহাটি থানার কুখুড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আট বছর আগে নলহাটি থানার কয়থা মোড়লপাড়ার বাসিন্দা আব্দুল আজিমের মেয়ে মইদার সঙ্গে বিয়ে হয় কুখুড়া গ্রামের বাসিন্দা স্কুলশিক্ষক সফিকুল আলমের। শনিবার সকালে দরজা বন্ধ দেখে সন্দেহ হয় মৃতার পাঁচ বছরের মেয়ের। পড়শিদের সাহায্যে দরজা ভেঙে মাকে ঝুলন্ত অবস্থায় দেখে মেয়েটি। ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোনও অভিযোগ করবেন না বলে জানিয়েছেন মৃতার বাবা আব্দুল আজিম।

জয়ী কংগ্রেস
দিঘুলি কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে জয়ী হলেন কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। রবিবার নির্বাচনে ৯টি আসনই কংগ্রেসের দখলে যায়। এর আগে ওই সমবায় সমিতির পরিচালন কমিটি বামপন্থীদের দখলে ছিল। সিপিএমের রামপুরহাট ২ জোনাল সম্পাদক কালাম মোল্লা বলেন, “কংগ্রেস-তৃণমূল জোট শক্তির কাছে পরাজয় হয়েছে। তবে আমাদেরও কিছু ত্রুটি ছিল।” যদিও রামপুরহাট ২ ব্লক কংগ্রেস সভাপতি বিজয় সিংহের দাবি, “তৃণমূল ওখানে ছিল না। আমাদের পূর্ণ শক্তি এই জয় এনে দিয়েছে।”

পরিদর্শনে জেলা জজ
বোলপুর আদালত ঘুরে দেখলেন জেলা জজ সুরঞ্জন কুণ্ডু। সোমবার তিনি বোলপুর আদালতের নতুন ভবনের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন। পাশাপাশি জায়গার অভাবে চলা ফাস্ট ট্র্যাক আদালতের জন্য প্রস্তাবিত ঘরও সুরঞ্জনবাবু ঘুরে দেখেন। বোলপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক তপনকুমার দে বলেন, “বোলপুর ফাস্ট ট্র্যাক আদালতে জায়গার অভাব দেখা দেওয়ায় বিনা ভাড়ায় বার অ্যাসোসিয়েশনের দোতলায় ওই আদালত করার জন্য আমরা জেলা জজকে প্রস্তাব দিয়েছি।” প্রসঙ্গত, রাজ্যের ২৪টি ফাস্ট ট্র্যাক আদালতকে অতিরিক্ত জেলা আদালতে রূপান্তরিত করা হচ্ছে। তার মধ্যে বোলপুরের নামও রয়েছে।

অ্যাবেকার বিক্ষোভ
নিয়ম বর্হিভূত বিল প্রত্যাহার, ২০০৯-১০ সালে অস্থায়ী স্যালো- সাবমার্সিবল পাম্পের সংযোগের জন্য জমা নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত-সহ ১৩ দফা দাবিতে গত বৃহস্পতিবার ইলামবাজার গ্রুপ ইলেকট্টিক সাপ্লাই দফতরে বিক্ষোভ দেখিয়েছে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন ‘অ্যাবেকা’। বিক্ষোভ শেষে তাঁরা দফতরে স্মারকলিপিও দেন। অ্যাবেকার বীরভূম জেলা সভাপতি অসিত মজুমদার বলেন, “দাবিগুলির বিষয়ে বারবার বিদ্যুৎ দফতরের দৃষ্টি আকর্ষণ করেও কোনও লাভ হয়নি।” স্টেশন ম্যানেজার শুভেন্দু সাহা দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

কংগ্রেসে যোগদান
রাজগ্রাম পঞ্চায়েতের এক সদস্য-সহ বেশ কিছু সিপিএম কর্মী গত বুধবার কংগ্রেসে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন মুরারই ১ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা কংগ্রেস নেতা প্রদীপ কুমার ভকত। সিপিএমের মুরারই জোনাল কমিটির সম্পাদক বরকতউল্লাহ বলেন, “বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখব।”

সেচ খালে জলের দাবি
একে বৃষ্টি নেই তার উপর সরকারি সেচ খাল থেকেও মিলছে না জল। ময়ূরেশ্বরের ঢেকা পঞ্চায়েত এলাকায় সরকারি সেচ খালের উপরের এলাকায় যে চাষিরা নির্ভর করেন তাঁরা সেচের জল বাঁধ দিয়ে আটকে রাখায় ওই খালের নিচের এলাকায় চাষিরা জল পাচ্ছেন না। ফলে সেচের অভাবে নষ্ট হচ্ছে জমির ধান। চাষিরা তাই জলের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। ময়ূরেশ্বর ২ পঞ্চায়েত সমিতির কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ নিতাই ঘোষ বলেন, “সেচ খালের জল যাতে সমভাবে বন্টন করা হয় সেই বিষয়ে আমরা সেচ দফতরের দৃষ্টি আকর্ষণ করেছি। বিকল্প সেচ ব্যবস্থার জন্যও জেলা স্তরে প্রস্তাব পাঠানো হয়েছে।”

পুলিশের বৈঠক
মাদক নেশার ভয়াবহতা এবং পোস্ত চাষ নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনার নির্দেশে শনিবার বৈঠক হয়েছে। উপস্থিত ছিলেন বোলপুর থানার বিভিন্ন এলাকার পঞ্চায়েত প্রধান, স্বেচ্ছাসেবী সংস্থা, বিভিন্ন ক্লাব এবং বোলপুর পুরসভার বিভিন্ন এলাকার প্রতিনিধিরা। ইতিমধ্যে মদ ও জুয়ার ঠেক ভাঙতে মহকুমা জুড়ে হয়েছে অভিযান শুরু হয়েছে। ইলামবাজার থানা এলাকা থেকে বিভিন্ন অপরাধমূলক কাজকর্মে যুক্ত থাকার অভিযোগে ৮ জনকে রবিবার গ্রেফতার করছে পুলিশ।

রামপুরহাটে চুরি
ফের চুরি হল রামপুরহাট শহর লাগোয়া এলাকায়। শনিবার গভীর রাতে রামপুরহাট মহকুমা হাসপাতালে সামনে এক ব্যবসায়ীর বাড়িতে চুরি হয়। নগদ টাকা, মোটরবাইক, ল্যাপটপ চুরি হয়েছে বলে রবিবার লিখিত অভিযোগে তিনি জানিয়েছেন। পুলিশ জানায়, তদন্ত চলছে।

অবস্থান-বিক্ষোভ
পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দামবৃদ্ধি ও এফডিআই-এর প্রতিবাদে সোমবার মুরারই ১ ব্লক প্রশাসনিক ভবন চত্বরে অবস্থান-বিক্ষোভ করল তৃণমূল। বিডিও আবুল কালাম তাদের দাবির বিষয়গুলি কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দেন।

কিশোরের অপমৃত্যু
কীটনাশক খেয়ে মৃত্যু হল এক কিশোরের। পুলিশ জানিয়েছে, মৃতেরা নাম ভাগ্য মাল (১৪)। তার বাড়ি নলহাটি থানার সরেহা গ্রামে। রবিবার রাতে রামপুরহাট হাসপাতালে তার মৃত্যু হয়।

দেহ উদ্ধার
রামপুরহাট স্টেশন লাগোয়া এলাকা থেকে সোমবার মধ্য বয়স্ক অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। দেহটি উদ্ধার করে রামপুরহাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

স্মারকলিপি
মুরারই এলাকায় যানজটে জেরবার সাধারণ মানুষ। যানজট মুক্ত করা-সহ নানা দাবিতে সোমবার মুরারই থানায় স্মারকলিপি দিল তৃণমূল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.