টুকরো খবর
হিনা-বিলাবল গুজব: ক্ষুব্ধ আইএসআই
পাক বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার এবং পিপিপি প্রধান বিলাবল ভুট্টো জারদারিকে জড়িয়ে খবর ছড়ানোয় আইএসআইয়ের হাত আছে বলে দাবি করেছিল এক ব্রিটিশ দৈনিক। তাদের খবরকে ‘অদ্ভুত ও ভিত্তিহীন’ বলেছেন পাক সেনার এক মুখপাত্র। তাঁর মতে, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করে দেশকে দুর্বল করার লক্ষ্যেই এমন মর্যাদাহানিকর প্রচার চালানো হচ্ছে। দৈনিকটির উচিত ছিল, খবরের সত্যতা যাচাই করা। পিপিপি নেতাদের একাংশকে উদ্ধৃত করে দৈনিকটি বলেছিল, হিনার মর্যাদাহানির পিছনে আইএসআইয়ের চক্রান্ত থাকতে পারে। পাক নিরাপত্তা বাহিনীর হাতে আটক বহু মানুষেরই খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। দৈনিকটির বক্তব্য, এ ব্যাপারে রাষ্ট্রপুঞ্জকে তদন্ত করার সুবিধা করে দিচ্ছিলেন হিনা। তাই আইএসআই তাঁকে বদনাম করতে চাইছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক পিপিপি নেতারা তাদের জানিয়েছেন। এই সব অভিযোগই উড়িয়ে দিয়ে পাক সেনার বক্তব্য, আইএসআইয়ের সঙ্গে তাদের বিদেশ মন্ত্রকের কোনও বিরোধ নেই।

নেপালে ধস, মৃত রাজ্যের ৭
প্রবল বৃষ্টিতে ধস নেমেছিল জাতীয় সড়কে। তার মধ্যেই পাঁচটি গাড়ি আটকে পড়ে মৃত্যু হল সাত জনের। পূর্ব নেপালের ইলমের কাছে মেচি জাতীয় সড়কে গত কাল গভীর রাতে ধস নামে। মৃতেরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের দার্জিলিঙের বাসিন্দা। দার্জিলিঙের জেলাশাসক সৌমিত্র মোহন বলেন, “মৃতরা সুখিয়া থানার বাসিন্দা বলে জানা গিয়েছে।” নিখোঁজ অনেকেই। তাঁদের মধ্যেও দার্জিলিঙের বাসিন্দা থাকার সম্ভাবনা রয়েছে। বিষ্ণু হরি ঘিমির নামে এক পুলিশ অফিসার জানান, গত রাতে মেচি জাতীয় সড়ক ধরে ঝাপা থেকে ইলম শহরের দিকে যাচ্ছিল কয়েকটি গাড়ি। হঠাৎই ধসের মধ্যে আটকে পড়ে সেগুলি।

ব্লু-স্টার খ্যাত ব্রার আক্রান্ত
লন্ডনে আক্রান্ত হলেন প্রাক্তন সেনা অফিসার লেফটেন্যান্ট জেনারেল কুলদীপ সিংহ ব্রার। ১৯৮৪-তে খলিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে অপারেশন ব্লু-স্টারের নেতৃত্বে ছিলেন তিনি। রবিবার রাতে ব্রারকে লন্ডনের একটি হোটেলের সামনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জনা চারেক দুষ্কৃতী। তাদের উদ্দেশ্য জানা যায়নি। তবে ব্রারের আঘাত গুরুতর নয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ব্রারের স্ত্রী সঙ্গে ছিলেন। আক্রমণকারীদের মুখে দাড়ি ছিল বলে জানান তিনি। তবে তারা শিখ কিনা তা তিনি নিশ্চিত নন। অপারেশন ব্লু-স্টারের নেতৃত্ব দেওয়ায় অনেক জঙ্গি সংগঠনের খতম তালিকায় ছিলেন ব্রার।

আত্মঘাতী হানা
আত্মঘাতী জঙ্গি হামলায় আফগানিস্তানের খোস্ত শহরে প্রাণ হারালেন অন্তত ২০ জন। আফগান সেনা-ন্যাটোর যৌথ টহলদারি বাহিনীর উপর এই হামলা হয়।

মৃত ৫ পর্যটক
ট্যুরিস্ট বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা লেগে চিনে মারা গেলেন ৫ জার্মান পর্যটক-সহ মোট ছ’জন। বাসটিতে আগুন ধরে গেলেও বাকি পর্যটকরা নেমে আসেন।

অভিনয়ের স্বার্থে
পরের ছবিতে নিকোল কিডম্যানের চরিত্রটা একটু অন্য রকম। তাই ১৫ পাউন্ড ওজন বাড়িয়েছেন নিকোল। চেহারায় চটক কমাতে মেকআপও নিজেই করছেন।

জাপানে টাইফুন
জাপানে শক্তিশালী জেলাওয়াত টাইফুন। প্রাণ হারালেন দু’জন। আহত ১৮০। পশ্চিম জাপানে বিমান-বুলেট ট্রেন আপাতত বন্ধ।

গান রুখতে গুলি
নমাজের সময়ে বিয়েবাড়িতে গান-বাজনা হচ্ছিল, এই অভিযোগে মাদ্রাসার কিছু ছাত্র এলোপাথারি গুলি চালাল অতিথিদের উপর। এই ঘটনায় আহত হন দু’জন।

কেটের শোক
লিউকেমিয়ায় আক্রান্ত ১৫ বছরের জাকওয়ান আনুয়ারকে ‘সাহসী’ বলেছিলেন কেট মিডলটন। তাঁর মৃত্যুর খবর পেয়ে শোকবার্তা পাঠালেন কেট এবং উইলিয়ম।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.