ভোপালে জল দূষণের দাবি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ভোপালের পরিত্যক্ত ইউনিয়ন কার্বাইড কারখানার আশপাশের এলাকার জল বিষাক্ত। সম্প্রতি এই মর্মে সুপ্রিম কোর্টে একটি রিপোর্ট পেশ করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টক্সিকোলজি রিসার্চ (আইআইটিআর)। তাদের সমীক্ষা থেকে পাওয়া তথ্য অনুসারে, কারখানা-সংলগ্ন এলাকার জলে দস্তা, নাইট্রেট এবং নিকেল বিপজ্জনক পরিমাণে থাকায় তা বিষাক্ত হয়ে পড়েছে। তবে এতে স্থানীয় বাসিন্দাদের অসুবিধা হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে তারা। কারণ, ওই এলাকায় পাইপের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হয়। সরকারি সূত্র অনুসারে, ১৯৮৪ সালে ভোপালের ওই ইউনিয়ন কার্বাইড কারখানার গ্যাস-বিপর্যয়ে মারা গিয়েছিলেন প্রায় ১৫০০০ মানুষ। তবে তার চেয়েও বেশি সংখ্যক মানুষ পাকাপাকি ভাবে অসুস্থ হয়ে পড়েন ওই দুর্ঘটনায়। সম্প্রতি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা দাবি করেছে, এখনও বিপুল পরিমাণ দূষিত বর্জ্য পরিত্যক্ত কার্বাইড কারখানাটিতে জমা রয়েছে।
|
ফের হনুমানের তাণ্ডব, অবরোধ
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
ফের হনুমানের আক্রমণে জখম হলেন কয়েক জন গ্রামবাসী। গুরুতর জখম অবস্থায় দু’জনকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হনুমান ধরার দাবিতে স্থানীয় গাঁড়াপোতা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় এবং শুক্রবার সকালে বনগাঁ-বাগদা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার লোক। এ দিন অবরোধের ফলে যানজটে নাকাল হন যাত্রীরা। যদিও প্রতি বারের মতো এ বারও এলাকায় কর্মীদের পাঠানোর আশ্বাস দিয়েছে বন দফতর। হনুমান ধরার দাবিতে এর আগেও বহুবার সড়ক অবরোধ হয়। প্রতিবারই বন দফতর হনুমান ধরার প্রতিশ্রুতি দিলে কাজ হয়নি বলে অভিযোগ।
|
দশ লক্ষ নয়া প্রজাতির সন্ধান
সংবাদসংস্থা • লন্ডন |
নতুন প্রজাতির খোঁজে তিন বছর ধরে সমুদ্রে ঘুরে বেড়িয়েছে একটি ফরাসি গবেষণা সংস্থা। পার হয়েছে অতলান্তিক, প্রশান্ত আর ভারত মহাসাগর। এই ঘুরে বেড়ানোর মধ্যেই অন্তত ১০ লক্ষ নতুন প্রজাতি খুঁজে ফেলেছেন বলে দাবি করেছেন গবেষকরা। বেশির ভাগই প্লাঙ্কটন (অণুবীক্ষণিক উদ্ভিদ প্রজাতি)। নতুন প্রজাতির ছবি আর তথ্য শীঘ্রই লন্ডন সায়েন্স মিউজিয়ামে প্রকাশ করা হবে।
|
সাপের ছোবলে পুড়শুড়ার ভাঙামোড়া গ্রামে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। নাম সনাতন মালিক (৪৫)। |