টুকরো খবর
রাস্তা নিয়ে জেরবার
ছবি: রমাপ্রসাদ গঙ্গোপাধ্যায়
দীর্ঘদিনের বেহাল রাস্তা সংস্কারের দাবি তুললেন উলুবেড়িয়ার ধূলাশিমলা ও হীরাপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ মাঝে মধ্যে পঞ্চায়েতের তত্ত্বাবধানে কখনও কখনও রাস্তায় মেরামতির ছোঁয়া লাগলেও তা কখনই ঠিকঠাক ভাবে করা হয়নি। উলুবেড়িয়ার ধূলাশিমলা থেকে হীরাপুর পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার ইটের রাস্তার বিভিন্ন জায়গায় ছোট-বড় গর্ত হয়ে গিয়েছে। বৃষ্টি হলে রাস্তার বিভিন্ন অংশে জল জমে যায়, তখন সেখান দিয়ে যেতে নাভিঃশ্বাস ওঠে। তা সত্ত্বেও নিরুপায় হয়ে উত্তর হীরাপুর, দাদপুর, শাখাভাঙা, মদাই, দক্ষিণ রামচন্দ্রপুর প্রভৃতি গ্রামের কয়েক হাজার মানুষ গুরুত্বপুর্ণ ওই রাস্তা দিয়েই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। দক্ষিণ রামচন্দ্রপুর হাইস্কুলের শিক্ষক কমল কুমার রাউত বলেন, “আমাকে প্রতিদিনই কলকাতা থেকে এই রাস্তা পেরিয়ে স্কুলে আসতে হয়। রাস্তাটি বহু দিন ধরেই চলাচলের অযোগ্য। প্রায় দু’বছর আগে রাস্তায় লাল মাটি ফেলা হয়েছিল। বৃষ্টিতে মাটি কাদা হয়ে গিয়ে সমস্যা আরও বেড়েছে।” তিনি আরও বলেন, “রাস্তার দু’ধারে অসংখ্য পুকুর থাকায় খুব সাবধানে যাতায়াত করতে হয়। বাইক আরোহীরা পুকুরেও পড়েছেন।” হীরাপুর এলাকার পঞ্চায়েত প্রধান শেখ মোস্তাকিন বলেন, “প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনায় এই রাস্তাটি পাকা করবার জন্য আমি জেলা পরিষদকে অনুরোধ করছিলাম। সেই মত মাপজোকের কাজও হয়ে যায়। কিন্তু বেশ স্কুল, কিছু বাড়ি ও দোকান রাস্তার একেবারে গায়ে থাকায় সমস্যা তৈরি হয়। তখন কাজও থেমে যায়। রাস্তাটি পাকা করার ব্যাপারে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আনন্দ চট্টোপাধ্যায় আশ্বাস দিয়ে বলেন, “সমস্যা মিটিয়ে রাস্তাটি পাকা হবে।”

খুনের নালিশ
এক তরুণীর গলায় ফাঁস দিয়ে খুনের অভিযোগ উঠেছে স্বামী-সহ শ্বশুরবাড়ির ৮ জনের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে আরামবাগের গৌরহাটি বেহালা বাজারে। শুক্রবার সকালে পুলিশ গিয়ে রূপা সিংহ (২২) নামে ওই বধূর দেহ উদ্ধার করে। তাঁর স্বামী মানিক সিংহ এবং পরিবারের লোকজনের খোঁজ মেলেনি। পুলিশ জানায়, বছর চারেক আগে বাড়ির অমতে মানিককে বিয়ে করেছিলেন রূপা। তাঁদের একটি মেয়েও আছে। বিয়ের সময় মানিক ভিন রাজ্যে সোনার দোকানে কাজ করতেন। ওই কাজ ছেড়ে নিজে ব্যবসা শুরু করবেন বলে বিয়ের বছর দু’য়েক পরে শ্বশুরবাড়ির কাছে টাকা দাবি করেন। রূপার বাবা দিনমজুরের কাজ করেন। অভিযোগ, তিনি জামাইয়ের দাবি মেটাতে না পারায় মেয়ের উপরে অত্যাচার শুরু করেন মানিক এবং তাঁর বাড়ির লোকজন। রূপার মা লীলা দলুইয়ের কথায়, “প্রায়দিনই মারধর করে নাতনি এবং মেয়েকে তাড়িয়ে দিত। এ নিয়ে একাধিকবার মেয়ের শ্বশুরবাড়ির লোকের সঙ্গে আলোচনা হয়েছে। জামাই মাঝেমধ্যেই মেয়েকে মেরে ফেলার হুমকি দিত। শেষমেশ এই পরিণতি হবে ভাবতে পারিনি।”

ধৃত দুই দুষ্কৃতী
দু’দিনে আরামবাগ মহকুমা থেকে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের শুক্রবার আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। বৃহস্পতিবার রাতে পুড়শুড়ার দেউলপাড়া সংলগ্ন কানারিয়া সেতুতে টহল দেওয়ার সময় শুকদেব সাউকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় বৈকুণ্ঠপুরের বাসিন্দা শুকদেবের কাছ থেকে এক রাউন্ড গুলি এবং একটি দেশি রিভলভার মিলেছে। শুকদেবের বিরুদ্ধে হুগলি, বর্ধমান, কলকাতার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, মোটরবাইক ছিনতাই-সহ বেশ কিছু মামলা রয়েছে। অন্য দিকে, বুধবার রাতে আরামবাগের কালীপুর মোড়ে ধরা পড়ে সঈদুল আলি নামে এক দুষ্কৃতী। তার কাছ থেকে একটি পিস্তল এবং দু’রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। ধৃতের বাড়ি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। ওই রাতে অপরাধমূলক কাজের জন্য সে কালীপুরে গিয়েছিল।

ফুটবল লিগ
মহকুমা সুপার লিগ ফুটবলের দ্বিতীয় সেমি ফাইনালে দক্ষিণ রসুলপুর নেতাজি সুভাষ সঙ্ঘ ২-০ গোলে বাজুয়া সারদাময়ী সেবা সঙ্ঘকে পরাজিত করে। গোল করেন সুরজিৎ সোরেন, তাপস মান্না। ফাইনাল খেলা হবে রসুলপুর নেতাজি সুভাষ সঙ্ঘ বনাম আরামবাগ বিদ্যুৎ অ্যাথলেটিক ক্লাব। ফাইনাল খেলার তারিখ এখনও নির্দিষ্ট হয়নি। আরামবাগ মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় জুবিলি পার্ক মাঠে খেলা হয়েছে।

জলে ডুবে মৃত্যু
দ্বারকেশ্বরে ডুবে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। নাম মদনমোহন রাজ পণ্ডিত (৭৬)। বাড়ি আরামবাগের সালেপুরে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে দ্বারকেশ্বরে পড়ে গিয়েছিলেন মদনমোহনবাবু। শুক্রবার ঘটনাস্থল থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে তাঁর দেহ উদ্ধার হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.