চিনের পর্যটন উৎসবে ঝাড়গ্রামের নৃত্যশিল্পী |
এ বার চিনের দু’টি পর্যটন উৎসবে নৃত্য পরিবেশন করে এলেন ঝাড়গ্রামের বিশিষ্ট নৃত্যশিল্পী গৌরী বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি চিনের ‘সাংহাই ইন্টারন্যাশন্যাল কালচারাল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যালে’ ষাটটি দেশের শিল্পী ও কলাকুশলীদের আমন্ত্রণ জানানো হয়েছিল। ভারতীয় নৃত্যশিল্পীদের মধ্যে ঝাড়গ্রামের ‘মৃদঙ্গ’ নৃত্যসংস্থার অধ্যক্ষা পঞ্চাশোর্ধ্ব গৌরীদেবীও ছিলেন। গত ১৫, ১৬ ও ১৭ সেপ্টেম্বর চিনের ওই পর্যটন উৎসবের সাংস্কৃতিক-মঞ্চে ভারতীয় শিল্পীদের সঙ্গে গুজরাতের ডান্ডিয়া নৃত্য পরিবেশন করেন গৌরীদেবী। এ ছাড়াও ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর চিনের ‘লুওয়াং ইন্টারন্যাশন্যাল কালচারাল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যালে’ নৃত্যনুষ্ঠান পরিবেশন করেন গৌরীদেবী।
|
টাকা ফেরতের প্রতিশ্রুতি সহারার |
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তিন মাসের মধ্যেই লগ্নিকারীদের ২৪ হাজার কোটি টাকা ফেরত দেবে সহারা গোষ্ঠী। পূর্ণ রূপান্তযোগ্য ডিবেঞ্চারের মাধ্যমে ওই টাকা তুলেছিল সহারার দুই শাখা সংস্থা সহারা ইন্ডিয়া রিয়েল এস্টেট ও সহারা হাউসিং ইনভেস্টমেন্ট। তা ফেরত দেওয়ার ব্যাপারে সুপ্রিম কোর্টে শুক্রবার প্রতিশ্রুতি দিয়েছে তারা। শীর্ষ আদালতের নির্দেশ মেনে সহারা এখনও নথিপত্র দাখিল করেনি বলে বুধবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সেবি।
|
পরিকাঠামো শিল্পে বৃদ্ধি ২.১ শতাংশ |
পরিকাঠামো শিল্পে উৎপাদন বৃদ্ধির হার অগস্টে দাঁড়াল ২.১%। জুলাইয়ের হার ১%। তবে গত বছর অগস্টে তা ছিল অনেকটাই বেশি, ৩.৮%। সরকারি সূত্রে খবর, অশোধিত তেল, সার, সিমেন্ট, প্রাকৃতিক গ্যাসের উৎপাদন সরাসরি কমার জেরেই কমেছে ৮টি পরিকাঠামো শিল্পের বৃদ্ধির এই হার। পাশাপাশি, ইস্পাত ও বিদ্যুৎ উৎপাদন বাড়লেও, তা যৎসামান্য।
|
সেনসেক্স ১৪ মাসে সর্বোচ্চ |
শুক্রবার ১৮৩ পয়েন্ট বেড়ে সেনসেক্স পৌঁছে যায় গত ১৪ মাসে সর্বোচ্চ অঙ্কে। বিশ্ব বাজারে চাঙ্গা ভাব এবং দেশে আর্থিক সংস্কার জোরকদমে চলার আশাই এতটা উপরে উঠতে সাহায্য করে সূচককে।
|
কলকাতায় দৃষ্টিহীনদের জন্য ব্রেল ব্যবস্থার কথা বলা এটিএম চালু করল ইউনিয়ন ব্যাঙ্ক। বাইপাসের পাসপোর্ট অফিস সংলগ্ন এটিএমটি উদ্বোধন করে সিএমডি দেবব্রত সরকার জানান, দৃষ্টিহীনরা হেডফোন লাগিয়ে ব্রেল-কি বোর্ডের সাহায্যে তা ব্যবহার করবেন। ব্যবহার করতে পারবেন অন্যরাও। |