বিনোদন মমতার ডাকে সাড়া দিয়ে
চলচ্চিত্র উৎসবে অমিতাভ

বাদশার পর শাহেনশাহ।
তাঁর সরকারের প্রথম বছরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছিলেন শাহরুখ খান। দ্বিতীয় বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পা রাখছেন অমিতাভ বচ্চন। সব কিছু ঠিকঠাক চললে আগামী ১০ নভেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে উৎসবের উদ্বোধন করবেন ‘ডন নম্বর ওয়ান’। শুক্রবার বিকেলেই মুম্বই থেকে অমিতাভের সম্মতিপত্র এসে পৌঁছেছে মহাকরণে।
অর্থাৎ? টলিউড ছাপিয়ে বলিউডেও মমতার ‘রাজ্য বিস্তার’ জোর কদমে এগোচ্ছে। গত বার উদ্বোধনের মঞ্চেই শাহরুখকে পশ্চিমবঙ্গের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ করার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। শাহরুখ সেই প্রস্তাব গ্রহণও করেন। পশ্চিমবঙ্গে পর্যটনের প্রসার ঘটাতে যে বিজ্ঞাপনীচিত্র নির্মাণ করা হচ্ছে, তাতে অভিনয় করছেন শাহরুখই। এর পর সঙ্গীতমেলা উপলক্ষে লতা মঙ্গেশকরকে আমন্ত্রণ জানিয়েছিল রাজ্য সরকার। লতা আসতে না পারলেও ব্যক্তিগত ভাবে চিঠি লিখেছিলেন মমতাকে। দু’জনের মধ্যে উপহার আদানপ্রদানও হয়েছিল। চলচ্চিত্র উৎসব উদ্বোধনের আমন্ত্রণ পেয়ে অমিতাভও চিঠি লিখেছেন মমতাকে। সংক্ষিপ্ত সেই চিঠিতে মমতাকে ‘রেসপেক্টেড মমতাজি’ বলে সম্বোধন করে বচ্চন লিখেছেন, ‘‘এই আমন্ত্রণ পেয়ে আমি সম্মানিত বোধ করছি।’’
মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে অমিতাভ জানিয়েছেন, ১০ নভেম্বর কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। রাজ্য সরকারের এক মুখপাত্র জানাচ্ছেন, বিগ বি’র চিঠির প্রাপ্তিস্বীকার করে আজ, শনিবার তাঁকে জবাবি চিঠি লিখতে পারেন মমতা।

২০১১-র উদ্বোধনে শাহরুখ

২০১২-য় আসতে রাজি
কলকাতা চলচ্চিত্র উৎসবের সঙ্গে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির যোগ বাড়ানো এবং সেই সঙ্গে উৎসবকে আরও জনমুখী করার দিকে গোড়া থেকেই জোর দিয়েছেন মমতা। শুধু চলচ্চিত্র উৎসবই নয়। মমতাকে ঘিরে চিত্রতারকাদের সমাবেশ বিভিন্ন উপলক্ষেই সামনে এসেছে। তাঁর সরকারের জন্মমুহূর্ত থেকেই টালিগঞ্জের বেশির ভাগ কলাকুশলী মমতার পাশে থেকেছেন তা সে ক্ষমতায় আসার পর ২১ জুলাইয়ের ব্রিগেড-মঞ্চই হোক, চলচ্চিত্র উৎসবই হোক, নানাবিধ পুরস্কার অনুষ্ঠানই হোক বা এফডিআই-বিরোধী প্রতিবাদসভাই হোক। তৃণমূলের টিকিটে বিধায়ক-সাংসদ হয়েছেন টালিগঞ্জের চার নায়ক-নায়িকা। মমতা নিজে আগ্রহ করে দেব-এর ‘খোকাবাবু’ দেখতে ছুটে গিয়েছেন এসআরএফটিআই-তে।
বাম আমলে শুরু হওয়া কলকাতা চলচ্চিত্র উৎসব বুদ্ধদেব ভট্টাচার্যদের জমানায় আবর্তিত হত মূলত নন্দন প্রেক্ষাগৃহকে ঘিরেই। মমতা এসে তার অভিমুখ ঘুরিয়ে দিয়েছেন। তিনি চান, আরও বেশি সংখ্যক দর্শক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকুক। সেই মতো, নতুন সরকারের আমলে উৎসব-উদ্বোধনের নতুন ঠিকানা হয়েছে নেতাজি ইনডোর স্টেডিয়াম। এ বারেও তার ব্যতিক্রম হচ্ছে না। সেই সঙ্গে বাম রেওয়াজের বদল ঘটিয়ে উদ্বোধন-মঞ্চে বলিউড তারকাদের টেনে আনার পরিকল্পনাও বজায় থাকছে। সেই সূত্রেই গত বার শাহরুখের পর এ বার অমিতাভকে আনার প্রয়াস।
অমিতাভ এর আগে উত্তরপ্রদেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন। বর্তমানে তিনি গুজরাতের জন্য নির্মিত পর্যটনীচিত্রের নায়ক। এ রাজ্যের জন্যও অমিতাভকে নিয়ে মমতার কোনও বিশেষ ভাবনা আছে কি? গুঞ্জন কিন্তু শুরু হয়ে গিয়েছে। মমতার সরকারের আমলেই কিন্তু একাধিক বলিউড ছবির জন্য জনপ্রিয় লোকেশন হিসেবে উঠে আসতে শুরু করেছে কলকাতা। ‘কহানি’ এবং ‘বরফি’র সাফল্যের পর সম্প্রতি যশরাজ ফিল্মসও তাদের নতুন ছবি ‘গুন্ডে’-র জন্য কলকাতাকে লোকেশন করছে। শু্যটিংয়ের জন্য প্রয়োজনীয় সব রকম সহায়তা দিচ্ছে রাজ্য সরকার। এই আবহে ‘বাঙালির জামাই’ অমিতাভ বচ্চন উৎসবে এলে চলচ্চিত্রের জাতীয় মানচিত্রে আরও এক বার নজর কেড়ে নেবে এ শহর। তাঁর কর্মজীবনের গোড়ার দিকটা কলকাতায় কেটেছিল বলে অমিতাভও বরাবরই কলকাতার প্রতি ‘নস্টালজিক’। তার পর হালে ‘কহানি’ ছবিতে নিজের গলায় রবীন্দ্রসঙ্গীত গেয়ে সেই নস্টালজিয়া আরও উস্কে দিয়েছেন তিনি। তবে গত বারের উদ্বোধনে শাহরুখ কিন্তু একা আসেননি। তাঁর সঙ্গে ছিলেন শর্মিলা ঠাকুর। এ বার অমিতাভের সঙ্গে আর কোনও চমক থাকবে কি? সেটা এখনও চূড়ান্ত নয়। তবে রাজ্য সরকার ঠিক করেছে, অমিতাভ বচ্চনকে সম্মান জানাতে সপ্তাহব্যাপী এই উৎসবে তাঁর অভিনীত ছবির একটি ‘রেট্রোস্পেকটিভ’ করা হবে। কোন কোন ছবি দেখানো হবে, তার তালিকা চূড়ান্ত করা হচ্ছে। পাশাপাশি কলকাতা চলচ্চিত্র উৎসবের সুনাম এবং তার ‘আন্তর্জাতিক’ চরিত্রের কথা ছড়িয়ে দিতে একটি বিজ্ঞাপনীচিত্রও তৈরি করা হচ্ছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.