টুকরো খবর
লাভপুরে ‘প্রহৃত’ বিজেপিকর্মী
বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকালে লাভপুরের চৌহাট্টা লক্ষ্মীতলা এলাকার ঘটনা। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। গত ২০ সেপ্টেম্বর বন্ধের দিন বিজেপির আমোদপুর পার্টি অফিসে দুষ্কৃতীরা ভাঙচুর চালিয়েছিল। ওই ঘটনায় অভিযোগ উঠেছিল তৃণমূলের দিকে। ওই ঘটনার প্রতিবাদে গত বৃহস্পতিবার আমোদপুরে বিজেপি প্রতিবাদ সভা ও মিছিলের আয়োজন করে। বিজেপি-র অভিযোগ, ওই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় মিছিলগামী গাড়ি থেকে বিজেপির কর্মীদের নামিয়ে তৃণমূলের স্থানীয় পার্টি অফিসে মারধর করা হয়। বিজেপির জেলা সম্পাদক কাশীনাথ মিশ্র বলেন, “আমোদপুরে প্রতিবাদ মিছিলে যোগ দিরে যাওয়ার অপরাধে তৃণমূলী দুষ্কৃতীরা দলীয় কর্মীদের মারধর করে।” যদিও অভিযোগ অস্বীকার করে লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, “বিজেপি সমর্থকেরাই আমাদের দুই কর্মীকে মারধর করে। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।” পুলিশ জানিয়েছে, উভয় পক্ষের মোট ২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

ট্রেনে খুনে তদন্তের নির্দেশ
নিহতের বাড়িতে ভিড়। নিজস্ব চিত্র।
যোগবাণী-কলকাতা এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় দুষ্কৃতীদের হাতে খুন হওয়া কমলেশ ঝাঁঝরের (৪০) পরিবার রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন। শুক্রবার মালদহ মেডিক্যাল কলেজে নিহতের দাদা রাজা ঝাঁঝড় বলেন, “সংরক্ষিত কামরায় একজনকে গুলি করে খুন করা হল। কোনও পুলিশ কর্মী ছিলেন না। কেউ কিছু করতেও পারলেন না!” ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। ডিআরএম অনুজ শর্মা বলেন, “দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” রেল পুলিশ জানিয়েছে, সাইথিয়ার মারোয়ারিপাড়ার অরুণ পারেখের ভুট্টা, চাল গমের গদিতে কমলেশবাবু কাজ করতেন। গত মঙ্গলবার ব্যবসার টাকা আনার জন্য তিনি কাটিহারে যান। ওই ট্রেনে তিনি বাড়ি ফিরছিলেন।

দফতরে ভাঙচুর
বিদ্যুৎ দফতরের সাবস্টেশনে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল এলাকাবাসীর বিরুদ্ধে। সারাদিন বিদ্যুৎহীন থাকায় বৃহস্পতিবার রাতে নলহাটির ওই সাবস্টেশনে চড়াও হন বাসিন্দাদের একাংশ। নলহাটি সাবস্টেশন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে চামটিবাগান সহ কুরুমগ্রাম ফিডার লাইনে মেরামতির কাজ চলার কারণে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা ছিল। সন্ধ্যায় মেরামতির কাজ শেষ হওয়ার পর কুরুমগ্রামে বিদ্যুৎ সংযোগ চালু হয়। কিন্তু কুরুমগ্রাম এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু হয় নি। বিদ্যুৎ পরিষেবা না পেয়ে চামটিবাগানের বাসিন্দারা নলহাটি সাবস্টেশনে ভাঙচুর চালায়। শুক্রবার এ বিষয়ে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন কোম্পানির রামপুরহাট মহকুমা বিভাগীয় বাস্তুকার (রক্ষণাবেক্ষণ) প্রদীপ মণ্ডল নলহাটি থানায় অভিযোগ দায়ের করেছেন।

নিখোঁজ শিশু উদ্ধার
দু’সপ্তাহ আগে নিখোঁজ হওয়া এক শিশুকে উদ্ধার করল শিশু কল্যাণ সমিতি। শুক্রবার তাঁরা ওই শিশুটিকে তাঁর মায়ের কোলে তুলে দিয়েছে। বোলপুর জেলা শিশু কল্যাণ সমিতির চেয়ারপার্সন সংযুক্তা ভট্টাচার্য বলেন, “মায়ের বকুনির ভয়ে ওই শিশু পালিয়েছিল। দীঘা থেকে উদ্ধার করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাকে আমাদের পূর্ব মেদিনীপুর শাখার হাতে তুলে দেয়।” গত ১৪ সেপ্টেম্বর বোলপুরের বেরু গ্রামের বাসিন্দা বুড়ি দেবীর ওই ছেলে নিখোঁজ হয়েছিল।

‘বিষমদে’ অসুস্থ ৭
‘বিষমদ’ খেয়ে বৃহস্পতিবার রাতে অসুস্থ হলেন একই পরিবারের সাত জন। প্রত্যেকের বাড়ি নলহাটির আইলতলা গ্রামে। অসুস্থেরা রামপুরহাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থদের দাবি, তাঁরা আবগারি দফতরের অনুমোদিত দোকান থেকে মদ তৈরির সরঞ্জাম কিনেই মদ তৈরি করেছিলেন। আবগারি দফতরের নলহাটির অফিসার-ইন-চার্জ দেবাশিস রায় বলেন, “খোঁজ নিয়ে দেখছি।”

প্রতিবাদে মিছিল
বিনা অপরাধে তিন যুবককে গ্রেফতারের অভিযোগে শুক্রবার রামপুরহাটে আলাদা করে মিছিল করল সিপিএম ও কংগ্রেস। ঘটনার প্রতিবাদে এ দিন আইএনটিইউসি, সিপি ও যুব কংগ্রেস কর্মীরাও রামপুরহাট থানায় ঘণ্টাখানেক বিক্ষোভ দেখায়। অন্য দিকে, সিপি এক ছাত্রের গ্রেফতারের ঘটনায় শনিবার এলাকার সমস্ত স্কুল-কলেজ বন্ধের ডাক দিয়েছে।

সিলিন্ডার চুরি
নৈশপ্রহরীদের বেঁধে রেখে গ্যাস গোডাউন থেকে ২৩৪টি গ্যাস সিলিন্ডার চুরি করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে ময়ূরেশ্বর থানার মল্লারপুরের ঘটনা। গ্যাস গোডাউন সূত্রে জানা গিয়েছে, ১০৫টি ভর্তি ও ১২৯টি খালি সিলিন্ডার চুরি গিয়েছে। গ্যাস এজেন্সির মালিক সুজিত মণ্ডল থানায় অভিযোগ করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।

পার্টি অফিসে হামলায় ধৃত ৩
তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা চালানোর অভিযোগে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ভোরে অভিযান চালিয়ে শেখ মান্নান, সইবুল শেখ ও নুরুল হক নামে তিনজনকে ধরা হয়েছে। সকলেই কাঁকরতলার বাসিন্দা। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে একটি পাইপগান, একটি কার্তুজ ও ১১টি তাজা বোমা উদ্ধার হয়েছে। শুক্রবার দুবরাজপুর আদালতে হাজির করানো হলে বিচারক ধৃতদের ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.