এভারেস্ট ছোঁয়ার স্বপ্ন নিয়েই তাঁরা বিমানে যাত্রা শুরু করেছিলেন নেপাল থেকে। গন্তব্য ছিল বেস ক্যাম্পের নিকটবর্তী শহর লুকলা। কিন্তু উড়ানের পর পরই বিমানটি ভেঙে পড়ল। তাতে প্রাণ হারালেন মোট ১৯ জন।
শুক্রবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল সওয়া ছ’টার সময় ১৯ জন আরোহীকে নিয়ে লুলকার উদ্দেশে রওনা দেয় সীতা বিমান সংস্থার ওই ডরনিয়ার বিমানটি। মাটি ছেড়ে আকাশে পাড়ি দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বিমানটির সঙ্গে পাখির ধাক্কা লাগাতেই এই দুর্ঘটনা ঘটে। পুলিশ অবশ্য মনে করছে, যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে বিমানটি থামাতে চেয়েছিলেন পাইলট। তবে শেষরক্ষা হয়নি। তার আগেই ভেঙে পড়ে বিমানটি। |
দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ধ্বংসস্তূপের সামনে উদ্ধারকারীরা। শুক্রবার নেপালে। ছবি: এএফপি |
আরোহী ১৯ জনের মধ্যে তিন জন ছিলেন বিমানকর্মী, আর বাকি ১৬ জনই যাত্রী। দুর্ঘটনাটিতে প্রাণ হারিয়েছেন প্রত্যেকেই। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, মৃত যাত্রীদের মধ্যে সাত জন ব্রিটিশ, পাঁচ জন চিনা এবং চার জন নেপালের নাগরিক ছিলেন।
এমন বিমান দুর্ঘটনা অবশ্য নেপালে প্রথম নয়। গত দু’বছরের মধ্যে ছ’বার এমন দুর্ঘটনায় পড়ে প্রাণ হারিয়েছেন এভারেস্টের উদ্দেশে রওনা দেওয়া বহু যাত্রী। চলতি বছরেরই মে মাসে অগ্নি বিমান সংস্থার এমনই এক ডরনিয়ার বিমান দুর্ঘটনায় মারা যান ১৩ জন ভারতীয়-সহ মোট ১৫ জন যাত্রী। সেই দুর্ঘটনায় প্রাণ হারায় বলিউডের শিশুশিল্পী ১৪ বছরের তরুণী সচদেব এবং তাঁর মা। অমিতাভ বচ্চন অভিনীত ‘পা’ ছবিতে অভিনয় করেছিল তরুণী। গত বছর সেপ্টেম্বরে বুদ্ধ বিমান সংস্থার একটি ছোট বিমান ভেঙে পড়ে এভারেস্টের
নিকটবর্তী একটি গ্রামে। সেই দুর্ঘটনাতেও ১০ ভারতীয়-সহ প্রাণ হারান ১৯ জন।
শুক্রবারের এই দুর্ঘটনার পর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার রতীশচন্দ্রলাল জানান, বিমানটি রানওয়ে ছেড়ে ওড়ার কিছু ক্ষণ পরই এয়ার ট্রাফিক কন্ট্রোলার লক্ষ করেন যে বিমানটি অস্বাভাবিক ভাবে দুলছে। পাইলটকে প্রশ্ন করা হলে তিনি জানান, একটি শকুনের সঙ্গে ধাক্কা লেগেছে বিমানটির। কিছু ক্ষণ পরেই একটি নদীর তীরে ভেঙে পড়ে বিমানটি। আগুনও লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, সেনা ও বিমানবন্দরের কর্মীরা।
নেপালে সদ্য শুরু হয়েছে ট্রেকিংয়ের মরসুম। এই সময়ে নানা দেশ থেকে, বিশেষ করে ইউরোপীয় দেশগুলির পবর্তারোহীরা হিমালয়ের উঁচু চূড়াগুলি জয় করতে নেপালে ভিড় জমান। এভারেস্ট পৌঁছতে তাঁরা প্রথমে লুকলার বেস ক্যাম্প পর্যন্ত বিমানে যান। সেখান থেকে বাকি পথ যান ট্রেকিং করে।
স্থানীয় একটি ভ্রমণ সংস্থা ‘শেরপা অ্যাডভেঞ্চার্স’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবারই ব্রিটিশ পর্যটকদের ওই দলটি নেপালে পৌঁছয়। শুক্রবার তাঁরা যাত্রা শুরু করেন। পরিকল্পনা করেছিলেন, অক্টোবরের মাঝামাঝি সময়ে এভারেস্ট ঘুরে ফিরে আসবেন।
কিন্তু সেই যাত্রার যে এমন পরিণতি হবে, তা ভাবেননি কেউই। |