বিচার ব্যবস্থা নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে আদালত অবমাননা হয়েছে কি না, কলকাতা হাইকোর্ট আজ, বৃহস্পতিবার তা জানিয়ে দেবে। বুধবার আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের দায়ের করা আদালত অবমাননার মামলাটির শুনানি হয়। এই ব্যাপারে দু’টি সংবাদপত্রে প্রকাশিত এবং দু’টি টিভি চ্যানেলে সম্প্রচারিত সংবাদের প্রতিলিপি ও সিডি হলফনামা দিয়ে হাইকোর্টে পেশ করার জন্য আগেই নির্দেশ দিয়েছিল বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত ও বিচারপতি প্রসেনজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চ। সেই সব প্রতিলিপি ও সিডি যথাসময়ে জমা পড়ে। বিচারপতিরা সেগুলি পরীক্ষাও করেছেন।
মুখ্যমন্ত্রী গত ১৪ অগস্ট বিধানসভায় বলেছিলেন, টাকা দিয়ে বিচার কেনা যায়। তাঁর এই মন্তব্যে আদালত অবমাননা হয়েছে বলে অভিযোগ আনেন আইনজীবী বিকাশবাবু। এই ব্যাপারে ফৌজদারি আদালত অবমাননার রুল জারি করার জন্য হাইকোর্টে আবেদন জানান তিনি।
বিকাশবাবু এ দিন সংবাদপত্রে প্রকাশিত সংবাদ পাঠ করে বলেন, এর পরে আদালত অবমাননা হয়নি, এ কথা বলার আর কোনও অবকাশ নেই। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অবিলম্বে ফৌজদারি আদালত অবমাননার রুল জারি করার জন্য ফের আবেদন জানান তিনি। আইনজীবী হীরক মিত্র ও আইনজীবী রঞ্জন দেবকে ‘আদালত-বান্ধব’ হিসেবে হাইকোর্টের সঙ্গে সহযোগিতা করতে বলেছে ডিভিশন বেঞ্চ। বিচারপতিরা বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই হাইকোর্ট আদালত-বান্ধবদের সুচিন্তিত সহযোগিতা চায়। সংবাদমাধ্যমের জমা দেওয়া হলফনামা, প্রকাশিত ও সম্প্রচারিত প্রতিবেদনের প্রতিলিপি দেওয়া হয় দুই আদালত-বান্ধবকে। হীরকবাবু ও রঞ্জনবাবু আজ, বৃহস্পতিবার সকালেই তাঁদের বক্তব্য হাইকোর্টে জানিয়ে দেবেন। তার পরেই রায় দেবে ডিভিশন বেঞ্চ।
|
শহরের গরিবদের উন্নয়নে সব পুরসভাকেই পৃথক তহবিল গড়তে হবে। বিধানসভায় তিনটি সংশোধনী বিলে বলা হয়েছে, পুর বাজেটের ২৫% অর্থ যাবে ওই তহবিলে। |