টুকরো খবর |
ব্যবসায়ী খুনে গ্রেফতার যুবক
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
ব্যবসায়ী খুনের ঘটনায় গ্রেফতার হল এক ব্যক্তি। আনারুল হক নামে এক ব্যক্তিকে মঙ্গলবার রাতে ওই খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনার মূল অভিযুক্ত খাদেম আলি পলাতক। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত খাদেমের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডোমকলের একটি বেসরকারী নার্সিংহোমের আংশিক মালিক তমাল মণ্ডল। ওই নার্সিংহোমের মালিকানা নিয়ে গত ৬ মাস ধরে তমালবাবুর সঙ্গে খাদিম আলির গণ্ডগোল চলছিল। মঙ্গলবার রাত ৮টা নাগাদ তমাল মণ্ডল গাড়িতে করে ডোমকল থেকে হরিহরপাড়া থানা এলাকার আমতলায় যাচ্ছিলেন। সেই সময় খাদেম ও তার দলবল ডোমকলের ডোবাপাড়া গ্রামে বাড়ির সামনে তাঁর গাড়ি আটকায়। প্রথমে লোহার রড দিয়ে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। চালকসহ তমালকে মারধর করে। পরে চালক পালিয়ে গেলে তমালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে খাদিম। ঘটনাস্থলেই মারা যান তিনি। ডোমকলের এসডিপিও দেবর্ষি দত্ত বলেন, “ওই খুনের ঘটনায় আনারুল হক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।”
|
ধর্ষণ করে খুন, গ্রেফতার যুবক
নিজস্ব সংবাদদাতা • তেহট্ট |
দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। নাম মঙ্গল বিশ্বাস। বাড়ি তেহট্টের রুদ্রনগর এলাকায়। সোমবার ভোররাতে রুদ্রনগর এলাকায় বাড়ির পাশে নির্মীয়মাণ একটি বাড়িতে বীণা বৈদ্যকে (১৬) অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে প্রথমে পলাশিপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার দুপুরে সেখানেই মারা যায় নিমতলা বিদ্যানিকেতনের ওই ছাত্রী। মঙ্গলবার বিকেলে ওই ছাত্রীর বাবা তেহট্ট থানায় অভিযোগ দায়ের করেন। বুধবার দুপুরে অভিযুক্ত মঙ্গলকে গ্রেফতার করে পুলিশ।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
শ্মশান থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে লরি উল্টে গেলে এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দিলীপ মণ্ডল (৩২)। মঙ্গলবার রাতে বেলডাঙা থানার আনন্দনগর গ্রামের বৃদ্ধা রেনুকা হালদার মারা গেলে গ্রামের প্রায় ৫০ জন লোক লরি করে মৃতদেহ বেলডাঙার কুমারপুর শ্মশানঘাটে নিয়ে যায়। সৎকার শেষে বাড়ি ফেরার পথে লরিটি বেলডাঙার বিশুরপুকুর গ্রাম হয়ে যাওয়ার সময় পথের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ১৯ জন জখম হয়। আহতদের প্রথমে বেলডাঙা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে ১১ জনকে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
|
দু’জনের যাবজ্জীবন
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
সিপিআই-(এমএল) নেতা বাহার শেখ খুনে দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন কৃষ্ণনগর জেলা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক অঞ্জলি সিংহ। বুধবার তিনি ওই সাজা ঘোষণা করেন। বাহার শেখ সিপিআই-(এমএল) নদিয়া জেলা সম্পাদক ছিলেন। বাড়ি ছিল নাকাশিপাড়া থানার ধনঞ্জয়পুর গ্রামে। ২০১০ সালের ১০ মে রাত সোয়া ৯টা নাগাদ পাশের চ্যাঙা গ্রামের একটি সালিশি সভা থেকে সাইকেলে বাড়ি ফেরার পথে তাঁকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা।
|
রেশনের চাল গম উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
অবৈধভাবে রেশনের চাল মজুতের অভিযোগ উঠল এক রেশন ডিলেরের বিরুদ্ধে। বুধবার রানিনগর থানা এলাকার সানু চৌধুরী নামের ওই ডিলার প্রায় ৫০০ বস্তা রেশনের চাল ও গম চোরাপথে আড়লপাড়া এলাকার একটি গুদামে মজুত করছিল। খবর পেয়ে রানিনগর থানার পুলিশ হানা দিয়ে ওই মাল উদ্ধার করে। ডোমকলের মহকুমা শাসক প্রশান্ত অধিকারী বলেন, “ওই রেশন ডিলার সেখপাড়া এলাকার নির্দিষ্ট গুদামের বদলে আড়লপাড়ার একটি গুদামে রেশনের চাল-গম মজুত করছিল। পুলিশ খবর পেয়ে ৫০০ বস্তা চাল ও গম উদ্ধার করেছে।”
|
লরির ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক কলেজ ছাত্রের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রমেন বিশ্বাস (২০)। বাড়ি নদিয়ার রানাঘাটের হবিবপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল এগারোটা নাগাদ ওই যুবক কয়েকজন বন্ধুর সঙ্গে আঁইশতলায় বিদ্যুতের বিল জমা দিতে যাচ্ছিলেন। সেই সময় আমবাগান এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে পিছন থেকে এক লরি এসে তাঁর সাইকেলে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ জানিয়েছে, লরির চালক গ্রেফতার হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘাতক লরিটিকেও আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
|
বাস-যাত্রা। করিমপুর হাসপাতালের সামনে।-কল্লোল প্রামাণিক |
|
আত্মঘাতী যুবক
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। নাম অর্জুন ঘোষ (৩৫)। মঙ্গলবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়েছে। বাড়ি খড়গ্রাম থানার বালিয়া অঞ্চলের রায়পুর গ্রামে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, ওই যুবক প্রায় রোজ মদ খেত। তা নিয়ে ওই পরিবারে রোজই অশান্তি লেগে থাকত। ওই দিন সকালে ফের অশান্তি হয়। তারপর ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছে পুলিশ।
|
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। নাম রিনা বেগম (২৫)। বড়ঞা থানার মহিষবাগান এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে পারিবারিক অশান্তির জেরে ওই মহিলা গায়ে আগুন লাগান। জখম ওই মহিলাকে উদ্ধার করে কান্দি মহকুমা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা চলাকালীন সন্ধ্যায় তার মৃত্যু হয়। ওই মহিলার দুই ছেলেমেয়ে রয়েছে। |
আলোচনাচক্র
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
অবর বিদ্যালয় পরিদর্শক রানাঘাট-১ চক্রের উদ্যোগে বুধবার স্থানীয় রথতলা স্কুলে মাতৃ সচেতনতা দিবস পালিত হয়। নারী শিক্ষা, বধূনির্যাতন, বাল্যবিবাহ শীর্ষক এক আলোচনারও আয়োজন করা হয়েছিল। এ দিন ২২ জন প্রতিবন্ধী পড়ুয়াকে ৩ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। |
|