বিদ্যাসাগর স্মরণ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এলআইসি মোড়ে বিদ্যাসাগর স্মরণ। |
নানা অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৯৩ তম জন্মজয়ন্তী পালন করা হল বুধবার। মেদিনীপুর শহরের এলআইসি মোড়ে বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ কল্যাণ কেন্দ্র। উপস্থিত ছিলেন সিপিএম নেতা দীপক সরকার, প্রাক্তন বিধায়ক সন্তোষ রাণা, সংগঠনের সম্পাদক অনিল জানা প্রমুখ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সকালে বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে ছোট একটি অনুষ্ঠান হয়। ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক রণজিৎ ধর। সকালেই বিদ্যাসাগর শিশু নিকেতনে এক স্মরণানুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমাশাসক সুরজিৎ রায়, প্রাক্তন অধ্যক্ষ প্রভাকর সেনগুপ্ত প্রমুখ। জেলা পরিষদের কর্মী সংঠনের পক্ষ থেকেও বিদ্যাসাগরের জীবন ও কর্ম নিয়ে আলোচনার আয়োজন করা হয়েছিল। বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন তীর্থ রায়, প্রণব ব্যানার্জী, প্রবীর সাহু, হিমাংশু দত্ত প্রমুখ।
|
সিআরপি’র পুরস্কার বিতরণ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বুধবার সিআরপি’র এক অনুষ্ঠান হল খড়্গপুরের সালুয়ার টাঙাশোলে, সিআরপি’র ১৬৫ নম্বর ব্যাটেলিয়নের সদর দফতরে।
অনুষ্ঠানে জওয়ান ও পুলিশ আধিকারিক মিলিয়ে ২২ জনকে পদক দেওয়া হয়। কিষেণজির সঙ্গে যৌথ বাহিনীর লড়াইয়ে ছিলেন, কোবরা বাহিনীর এমন ৫ জওয়ানকে পুরস্কৃত করা হয়। ছিলেন সিআরপি’র আইজি বিবেক সহায়, পশ্চিম মেদিনীপুরের এসপি সুনীল চৌধুরী, পুরুলিয়ার এসপি সি এস সুধাকর। পুলিশ আধিকারিকদের মধ্যে মাওবদী প্রধানদুই জেলার পুলিশ সুপার ছাড়াও পুরস্কৃত হন অলোক রাজোরিয়া, কার্তিকচন্দ্র মণ্ডল। |