গাঁধী-মূর্তির সামনে অবস্থান বামেদের |
কংগ্রেস ও তৃণমূলের পথেই এ বার হাঁটছে বামেরা। এতদিন এই দু’দল ময়দানে গাঁধী মূর্তির পাদদেশে অবস্থান করত। প্রতিবাদ জানাত। রাজ্যপালের কাছে বিচার চাইতে যেত। আজ, বৃহস্পতিবার বামফ্রন্টের নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিরা মেয়ো রোডে গাঁধী মূর্তির সামনে অবস্থান করবেন। রাজ্যপালের কাছে স্মারকলিপি দেবেন। বস্তুত, এই অবস্থান থেকেই বামফ্রন্ট পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু দিতে চায়। বামেদের অভিযোগ পঞ্চায়েতের অধিকার খর্ব করা হচ্ছে। কাজ করতে দেওয়া হচ্ছে না। ভয় দেখানো হচ্ছে। পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা দুপুর ১২টা থেকে ৪ টে পর্যন্ত এই অবস্থানে অংশ নেবেন। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র-সহ বামফ্রন্টের রাজ্য নেতৃত্ব এই অবস্থানে উপস্থিত থাকার কথা।
|
আবার হাঙ্গামার অভিযোগ কলকাতা পুলিশের কনস্টেবল তারক দাসের বিরুদ্ধে। সিপিএমের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগে বুধবার রাতে পাটুলি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, কয়েক দিন আগে বাঘা যতীন স্টেশন রোড এলাকায় সিটুর একটি কার্যালয় দখল নিয়ে গোলমাল হয়। অভিযোগ, সেই ঘটনার পরে তারক এবং তাঁর দলবল এলাকার সিপিএম-সমর্থকদের বাড়িতে রাতভর হামলা চালান। বাড়ির ভিতরে ঢুকে ভাঙচুরের সঙ্গে সঙ্গে কয়েক জনকে মারধরও করা হয়। সেই ঘটনাতেই তারক এবং তাঁর দুই সঙ্গীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। গত ২৮ ফেব্রুয়ারি, বন্ধের দিন পাটুলি এলাকায় সিটুর অফিস ভাঙচুর এবং সাংবাদিকদের মারধরের ঘটনায় অভিযুক্ত ছিলেন তারক। তার পরে তাঁকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়। কাজে ফেরার পরেও এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তার পরে বাঘা যতীনে ফের হাঙ্গামা।
|
অটোচালকের হাতে কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত ইনস্পেক্টর প্রবীরবরণ সরকারের নিগ্রহে গ্রেফতার হলেন অভিযুক্ত কৃষ্ণ সাহা। বুধবার, বালিগঞ্জ স্টেশন থেকে। রবিবার চেতলা সেতুতে বেপরোয়া অটো চালানোর প্রতিবাদ করায় প্রবীরবরণবাবু নিগৃহীত হন বলে অভিযোগ।
|
নিমতায় পরপর তিনটি ডাকাতিতে গ্রেফতার হল ছয় দুষ্কৃতী। বুধবার নিমতারই বিভিন্ন এলাকা থেকে। ধৃতদের কাছে তালা ভাঙার সরঞ্জাম মিললেও লুঠ হওয়া মালপত্র মেলেনি। পুলিশ জানায়, দুষ্কৃতীরা স্থানীয়। ধৃতদের কয়েক জনের বিরুদ্ধে আগেও পুলিশের কাছে অভিযোগ ছিল।
|
চারু মার্কেটের এক বাড়িতে একটি পচাগলা দেহ মিলল। মৃত অমিত রায়চৌধুরী (৫০) একাই থাকতেন। পুলিশ দেহটি উদ্ধার করে। অমিতবাবুর শরীরে ক্ষতচিহ্ন মেলেনি।
|
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী বছর খানেকের এক শিশুকন্যাকে মঙ্গলবার ধর্ষণের অভিযোগ উঠল। পুলিশ জানায়, মাঝরাতে নিখোঁজ হয় সে। রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পরে সে হাসপাতালে।
|
বাইপাসের এক শপিং মলে বুধবার ভোরে আগুন লাগে। দশটি ইঞ্জিন যায়। তবে বড় ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই ঘটনা।
|
অ্যাথলিট পিঙ্কি প্রামাণিকের জামিন নাকচ করার আবেদন জানিয়েছিলেন অনামিকা আচার্য নামে এক মহিলা। কলকাতা হাইকোর্ট সেই আর্জি খারিজ করে দিয়েছে। |