টুকরো খবর
ফের অর্থসঙ্কটের মুখে পেট্রোকেম
ফের চূড়ান্ত অর্থসঙ্কটের মুখে হলদিয়া পেট্রোকেমিক্যালস। চলতি মাসের মধ্যে পাওনাদারকে ১৩৩ কোটি টাকা দিতে হবে। তবে রাজ্যের শিল্পমন্ত্রী তথা সংস্থার চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, ব্যাঙ্কের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। তাঁর আশা, শীঘ্রই ব্যাঙ্কগুলির কাছ থেকে আর এক প্রস্ত ঋণ মিলবে। বুধবার সংস্থার বার্ষিক সাধারণ সভা শেষে পার্থবাবু জানান, গত ২০ সেপ্টেম্বর আইডিবিআই ও স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন শিল্প সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, চ্যাটার্জি গোষ্ঠীর পূর্ণেন্দু চট্টোপাধ্যায় ও সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সুমন্ত্র চৌধুরী। তাঁর দাবি বৈঠক ফলপ্রসূ হয়েছে। মিলতে পারে ঋণ। সংস্থার সাম্প্রতিক বেহাল আর্থিক অবস্থার অন্যতম কারণ মন্দা। সুমন্ত্রবাবু জানান, ১৩৩ কোটি টাকা এ মাসেই মেটাতে হবে। এর মধ্যে রয়েছে ৩০ কোটি বৈদেশিক বাণিজ্যিক ঋণের সুদ, ৩৫ কোটির বিমা প্রিমিয়াম এবং ৬০ কোটি টাকার ঋণ। অন্য দিকে ২৫০ কোটি টাকার পণ্য জমে রয়েছে। মন্দার বাজারে তা বিক্রি করা যাচ্ছে না। এর কিছুটা বিক্রি করতে পারলেও সুরাহা হয়। মাল বিক্রির টাকা ও ঋণের টাকা মিলিয়ে অর্থসঙ্কট কাটিয়ে ওঠা যাবে বলে মনে করছেন কর্তৃপক্ষ।

কাল থেকে শুরু তাঁতমেলা
কাল, শুক্রবার থেকে শুরু হচ্ছে জেলা তাঁতবস্ত্র প্রদর্শনী ও মেলা। চলবে ১০ অক্টোবর পর্যন্ত। এ বার পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ চত্বরেই মেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেলে মেলার উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত, জেলা সভাধিপতি অন্তরা ভট্টাচার্য, বিধায়ক মৃগেন মাইতি প্রমুখ। এ বার মেলার ৩০ তম বর্ষ। রাজ্য সরকারের ক্ষুদ্র ও ছোট উদ্যোগ এবং বস্ত্র দফতরের উদ্যোগে, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহযোগিতায় মেলা। প্রতি বছর পুজোর আগে এই মেলার আয়োজন করা হয়। নতুন পোষাক কিনতে ভীড় করেন অনেকেই। জেলার বিভিন্ন প্রান্ত থেকে উৎসাহী মানুষ প্রদর্শনীতে আসেন। গত বছর শহরের কলেজ মাঠে মেলার আয়োজন করা হয়েছিল। তবে এ ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেয়। মেলায় পসরা সাজিয়ে যাঁরা বসেছেন, তাঁদের একাংশকে সমস্যায় পড়তে হয়। পরিস্থিতি দেখে এ বার জেলা পরিষদ চত্বরেই মেলার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে স্টল তৈরির কাজ সম্পূর্ণ। জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীরা এখানে তাঁদের হাতে তৈরি পসরা নিয়ে আসবেন। অনেকে তাঁতের কাপড় পড়তে পছন্দ করেন। তাঁরাও এই মেলায় আসেন। জেলা প্রশাসনের এক আধিকারিকের বক্তব্য, “ সরকার ক্ষুদ্র কুটির শিল্পের বাজার বাড়ানোর উদ্যোগ নিয়েছে। মেলার মাধ্যমে বিপননের ব্যবস্থা করা যায়। বাজার বাড়লে শিল্পীরাই উপকৃত হন। প্রতি বছরের মতো এ বারও জেলা তাঁতবস্ত্র প্রদর্শনী ও মেলা ঘিরে সাধারন মানুষের মধ্যে উৎসাহ দেখা দেবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

হস্তশিল্প মেলা
পসরা সাজিয়ে। তমলুকে রাজ্য হস্তশিল্প মেলায় ছবিটি তুলেছেন পার্থপ্রতিম দাস।
রাজ্য সরকারের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের উদ্যোগে রাজ্য হস্তশিল্প মেলা শুরু হল তমলুকে। বুধবার শহরের রাখাল মেমোরিয়াল ফুটবল ময়দানে এই মেলার উদ্বোধন হয়। উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি গান্ধী হাজরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন, জেলাশাসক পারভেজ আহমেদ সিদ্দিকি, ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের ডিরেক্টর অশ্বিনী যাদব ও টেক্সটাইল কমিশনার বরুণ রায়। রাজ্যের বিভিন্ন জেলার কয়েক’শ হস্তশিল্পী এসেছেন মেলায়। সঙ্গে নিয়ে হাতে তৈরি এসেছেন কাঠ, বাঁশ, পাট ও আরও নান জিনিসের তৈরি নানা জিনিস। মেলা চলবে ১১ অক্টোবর পর্যন্ত।

এলটনের বাড়ি
হলিউডে তাঁদের বাড়ি বিক্রি করে দিলেন গায়ক এলটন জন ও ডেভিড ফার্নিশ। দাম উঠেছে ৪৬.৫ লক্ষ ডলার। ছেলের ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত।

কার্ডের বদলে
এটিএম কার্ড হারিয়ে গেলেও চিন্তা নেই। হাতের তালু স্ক্যান করলেই বেরোবে টাকা। তবে এর জন্য আগে স্ক্যান করিয়ে রাখতে হবে হাত। মিলে গেলেই মুশকিল আসান।

সহারা-সেবি দ্বৈরথ
সহারা-র বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সেবি। গোষ্ঠীর ২ সংস্থাকে ২৪ হাজার কোটি লগ্নিকারীদের ফেরতের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তার শর্ত মেনে নথিপত্র দাখিল করেনি তারা।

নয়া নিয়ম
বিদেশি লগ্নির ক্ষেত্রে দ্বৈত কর এড়ানোর নয়া নিয়ম চালু হচ্ছে এপ্রিল থেকে। সব লগ্নিকারীকেই নিজস্ব রাষ্ট্রে কর জমার সার্টিফিকেট ভারতে দাখিল করতে হবে।

মিউচুয়াল ফান্ডের জন্য
ছোট শহরে মিউচুয়াল ফান্ড সংস্থা পা রাখলে বাড়তি উৎসাহ দেবে সেবি। তবে প্রকল্প নিয়ে পরামর্শদান ও লগ্নির ক্ষেত্রে ফি দাবি করতে পারবে সংস্থা। অক্টোবরে এগুলি চালু হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.