টুকরো খবর
পড়শি খুনে যাবজ্জীবন দুই ভাইয়ের
আচমকা সেলুনে ঢুকে যুবককে ছুরি দিয়ে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হল পড়শি দুই ভাইয়ের। বুধবার রামপুরহাট ফাস্ট ট্র্যাক দ্বিতীয় আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক কুমকুম সিংহ মৈনুদ্দিন শেখ ও হালিমউদ্দিন ওরফে কালু শেখকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন। তাদের বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার নয়াগ্রামে। সরকারি আইনজীবী প্রবাল বন্দ্যোপাধ্যায় জানান, ২০০৮ সালের ৫ জুন সকালে সুতি থানার নয়াগ্রামের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি ফজলে রহমান লাগোয়া বীরভূমের মুরারই থানার হরিশপুর গ্রামের একটি সেলুনে দাড়ি কাটতে গিয়েছিলেন। সকাল সাড়ে ৮টা নাগাদ দুই ভাই মৈনুদ্দিন ও হালিমউদ্দিন আচমকা সেলুনে ঢুকে ফজলে রহমানের কাঁধে ছুরি দিয়ে আঘাত করে। পরে হালিমউদ্দিন তাকে জাপটে ধরে এবং মৈনুদ্দিন শরীরের বিভিন্ন জায়গায় চুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। ঘটনার পরে দুই ভাই এলাকা ছেড়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা ফজলে রহমানকে উদ্ধার করে মুরারই গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়ে দেন। ওই দিনই মৃত যুবকের বাবা বসিরউদ্দিন শেখ সাজাপ্রাপ্ত দুই ভাই-সহ ৮ জনের নামে অভিযোগ করেন। ওই তালিকায় সাজাপ্রাপ্তদের আরও তিন ভাই ও বাবার নাম ছিল। উপযুক্ত প্রমাণের অভাবে তিন ভাই, বাবা-সহ ৬ জন বেকসুর খালাস পান। আইনজীবী জানান, ঘটনার পিছনে পূর্ব আক্রোশ কাজ করেছে। এ দিন আদালতে উপস্থিত ছিলেন বসিরউদ্দিন শেখ। তিনি বলেন, “ছেলে বাইরে রাজমিস্ত্রির কাজ করত। ঘটনার কয়েকদিন আগে সে বাড়ি ফিরেছিল। ঘটনার দিন এক নিকট আত্মীয়ের বিয়েতে বরযাত্রী হিসেবে যাওয়ার কথা ছিল ছেলের। আদালতের রায়ে আমি খুশি।”

সমবায় নির্বাচন ঘিরে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের
নয় আসন বিশিষ্ট দুবরাজপুরের পদুমা সমবায় সমিতির নির্বাচনের দিন ছিল বুধবার। সমবায় নির্বাচনে লড়েছিলেন তৃণমূল সমর্থিত দু’টি গোষ্ঠীর প্রার্থীরা। ফলে তৃণমূলের দখলেই ক্ষমতা গেল ওই সমবায় সমিতির। দিন কয়েক আগে দুবরাজপুরের ওই সমবায় সমিতির নির্বাচনের জন্য মনোনয়ন পত্র তোলাকে কেন্দ্র করে তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘাত বেধে গিয়েছিল। এদিন যে গোষ্ঠী জয়ী হয়, সেদিন তাঁদের সমর্থিত দুই সদস্যকে মারধর করার আভিযোগ উঠেছিল তৃণমূলেরই অপর একটি গোষ্ঠীর কয়েকজনের বিরুদ্ধে। সেটা নিয়ে নয় জনের নামে দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ জমা পড়েছিল। প্রশাসন ও স্থানীয় সূত্রের খবর, ৭৫৮ সদস্য বিশিষ্ট পদুমা সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে অশান্তি হতে পারে ধরে নিয়ে এ দিন ঘটনাস্থলে ছিল বিশাল পুলিশ বাহিনী। জারি ছিল ১৪৪ ধারা। তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, “গত ৩ সেপ্টেম্বর আমাদের মনোনয়ন পত্র তুলতেই দেয়নি সিপিএম ছেড়ে আসা কিছু তৃণমূলের লোক। তা না হলে ফল আরও ভালো হত।” যদিও মলয়বাবুর বক্তব্যকে মানতে নারাজ তৃণমূলের আপর গোষ্ঠীর নেতা শৈলেন মাহাতা। তিনি বলেন, “বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় আমাদের চার প্রার্থী আগেই জয়লাভ করেছিলেন। ওরা প্রার্থীই দিতে পারেনি। কিন্তু নির্বাচনের দিন অনেক ভোটারকে ভোট দিতে না দেওয়াতেই ফল আমাদের বিপক্ষে গিয়েছে।” যদিও ভোটারদের বাধা দেওয়ার কথা অস্বীকার করেছেন মলয়বাবু।

ধর্ষণের অভিযোগ
বাড়িতে ডেকে এনে পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। এই মর্মে বুধবার দুপুরে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। লিখিত অভিযোগে ওই পরিচারিকা জানিয়েছেন, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় অভিযুক্ত দুই যুবক রান্না করে দেওয়ার জন্য বাড়িতে ডেকে পাঠায়। বাড়িতে পৌঁছলে তারা মুখে কাপড় বেঁধে দরজা বন্ধ করে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। তবে ঘটনার এতদিন পরে কেন অভিযোগ করলেন? তাঁর দাবি, “ঘটনার কথা কাউকে বললে তারা মেরে ফেলার হুমকি দিয়েছিল। তাই ভয়ে কাউকে বলতে পারিনি। পরে নিকট আত্মীয়দের বলার পরে তাঁরা আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। সেই মতো বুধবার অভিযোগ দায়ের করি।” এলাকার সিপিএম কাউন্সিলর সঞ্জীব মল্লিক বলেন, “জানতে পেরে অভিযুক্ত দুই যুবকের বাড়িতে যাই। সোমবার ওই পরিচারিকাকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে বলে মিথ্যা অভিযোগ করছেন বলে দাবি করেছেন তাদের পরিবার।” পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরে পরিচারিকার ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

‘নবরূপে’ সাতঘরিয়া গ্রামের দুর্গামন্দির
অনেকদিন ধরেই ভগ্নপ্রায় থাকার পর প্রায় ৩ মাস ধরে সংস্কার চালিয়ে ‘নবরূপে’ আত্মপ্রকাশ করল রামপুরহাট থানার সাতঘরিয়া গ্রামের ৬০০ বছরের পুরনো দুর্গামন্দির। সেই উপলক্ষে বুধবার মন্দির প্রাঙ্গণে ছিল উৎসবের পরিবেশ। এ দিন সকালে গ্রামের ১০৮ জন গৃহবধূ কলসি নিয়ে গ্রামেরই ‘সাগর পুকুর’ থেকে জল ভরে গ্রাম প্রদক্ষিণ করেন। সঙ্গে ছিল ঢাকের বাজনা। পরে ওই কলসির জল দিয়েই দুর্গা মন্দিরের বেদী ধোওয়া হয়। এরপরই গ্রামের মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। সারাদিন ধরে চলে হোম, চণ্ডীপাঠ। ছিল অন্নকোট উৎসবও। সন্ধ্যায় বসে কীর্তনের আসর। দুর্গামন্দিরের সেবাইত মহিমাময় ভট্টাচার্য বলেন, “গ্রামের সব মানুষের সহযোগিতায় এই সংস্কার সম্ভব হয়েছে। সংস্কার করতে খরচ হয়েছে প্রায় আড়াই লক্ষ টাকা।”

শিল্প কর্মশালা
শান্তিনিকেতনের ‘স্বাদ’ এবং একটি বাণিজ্যিক সংস্থার উদ্যোগে তিন দিনের একটি শিল্প কর্মশালা হয়ে গেল শান্তিনিকেতনে। শনিবার থেকে এই কর্মশালা শুরু হয়েছিল। চিত্রকর যোগেন চৌধুরীর উপস্থিতে কলকাতা এবং শান্তিনিকেতনের প্রায় ৪০ জন শিল্পী এই কর্মশালায় যোগ দেন। সংস্থার পক্ষে সত্যম রায়চৌধুরী জানান, বাংলার শিল্প ঐতিহ্যকে যুব সম্প্রদায়ের কাছে তুলে ধরতে এই প্রয়াস। কর্মশালা থেকে সংগ্রহিত শিল্পকর্ম কলকাতায় প্রদর্শিত হবে। তা ছাড়া, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হুগলি নদীর ধারে চিত্রকর যোগেন চৌধুরী, বিজন চৌধুরী এবং ওয়াসিম কপূর, প্রকাশ কর্মকার-সহ ১৩ জন শিল্পী ছবি আঁকছেন।

পঞ্চায়েতে বিক্ষোভ
একশো দিনের প্রকল্পে কাজ পাওয়া, গরিব পরিবারগুলির হাতে জবকার্ড তুলে দেওয়া, শৌচাগার নির্মাণ-সহ মোট ১১ দফা দাবিতে বামফ্রন্ট পরিচালিত রাজনগরের গাংমুড়ি-জয়পুর পঞ্চায়েতে বিক্ষোভ দেখায় তৃণমূল। পরে তারা প্রধানের হতে স্মারকলিপি দেয়। পঞ্চায়েতের উপপ্রধান সিপিএমের শান্তি ঘোষ বলেন, “পঞ্চায়েতে এক্তিয়ারভুক্ত তৃণমূলের দাবিগুলিকে যথাযথভাবে দেখা হবে।”

স্মারকলিপি
সময় মতো মিটার পরীক্ষা করা, সঠিক বিদ্যুৎ বিল দেওয়া-সহ নানা দাবিতে মঙ্গলবার রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির শান্তিনিকেতন গ্রাহক পরিষেবাকেন্দ্রে স্মারকলিপি দিলেন তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র মহম্মদ সোহেল হাসান বলেন, “কী কী সমস্যা রয়েছে যাচাই করে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

ছবি তোলা
তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের রামপুরহাটের কার্যালয় থেকে কম্পিউটার চুরির ঘটনার তদন্তে বুধবার ‘ফিঙ্গার প্রিন্টে’র ছবি তোলা হয়। মঙ্গলবার এসেছিলেন সিআইডির ‘ফিঙ্গার প্রিন্ট’ বিশেষজ্ঞ দীপঙ্কর চক্রবর্তী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.