কলেজ সার্ভিস কমিশন বা সিএসসি সংক্রান্ত বিল পেশকে কেন্দ্র করে সোমবার বিধানসভায় ‘ভর্ৎসিত’ হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এ দিন অধিবেশনের দ্বিতীয়ার্ধে ‘কলেজ সার্ভিস কমিশন বিল’ উত্থাপন করার কথা ছিল তাঁর। বেলা দেড়টায় অধিবেশন শুরু হওয়ার পরে ব্রাত্যবাবুর নাম ঘোষণা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেখা যায়, মন্ত্রীর আসন ফাঁকা। ট্রেজারি বেঞ্চে অনুপস্থিত পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নেই অন্য কোনও মন্ত্রী। বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র তখন স্পিকারকে বলেন, “ট্রেজারি বেঞ্চ তো ফাঁকা। কী হচ্ছে এ-সব?” কিছু পরে ব্রাত্যবাবু কক্ষে ঢুকতেই স্পিকার তাঁকে বলেন, “আমি শুরু করে দিয়েছি। আপনার তো বিল উপস্থাপন করার কথা, অথচ আপনি নেই! এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।” ব্রাত্যবাবু কিছু বোঝানোর চেষ্টা করায় স্পিকার বলেন, “আপনি এক জন দায়িত্বশীল মন্ত্রী। সময়ে যে আসতে হয়, তা আপনার জানা উচিত। এর পর থেকে সতর্ক থাকবেন।” বিধানসভার বিগত অধিবেশনেও এক দিন প্রশ্নোত্তর পর্বে শিক্ষা সংক্রান্ত প্রশ্ন শুরুই করা যায়নি শিক্ষামন্ত্রী দেরিতে আসায়। নির্ধারিত সময়ের পরে মন্ত্রী হাজির হওয়ায় স্পিকার তখনও তাঁকে সতর্ক করে দিয়েছিলেন।
|
বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে কাল, বুধবার মধ্যশিক্ষা পর্ষদের অধীন স্কুলে ছুটি থাকবে। প্রাথমিক স্কুলগুলিতে অবশ্য সোমবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়নি।
|
কলকাতা ও সংলগ্ন এলাকায় নতুন ছ’টি দমকলকেন্দ্র হবে বলে সোমবার জানান দমকলমন্ত্রী জাভেদ খান। দমকলবিধি মানা হচ্ছে না নার্সিংহোম ও হাসপাতালে, অভিযোগ তাঁর।
|
বেসরকারি বিএড কলেজে ফি-এর হার বেঁধে দিতে চাইছে রাজ্য। শিক্ষামন্ত্রী সোমবার জানান, লাগামছাড়া ফি নেওয়ার অভিযোগ ওঠায় এই পরিকল্পনা। |