টুকরো খবর
রাস্তা সংস্কারের দাবি, অবরোধ
রাস্তা সংস্কারের দাবিতে প্রায় ঘন্টা খানেক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল সমাজবাদী পার্টি। কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে কৃষ্ণনগরের হালদারপাড়া থেকে গোডাউন মোড় পর্যন্ত রাস্তা প্রায় অগম্য। যান চলাচল ক্রমে অসম্ভব হয়ে উঠছে। সোমবার সে রাস্তা সারানোর দাবিতেই সকাল ৯টা থেকে শুরু হয় অবরোধ। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় তীব্র যানজট। দলের জেলা সভানেত্রী নূপুর সাহা বলেন, “কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়ক খুবই গুরুত্বপূর্ণ। প্রতি দিনই শয়ে-শয়ে বাস-লরি যাতায়াত করে। অথচ হালদারপাড়া থেকে গোডাউন মোড় পর্যন্ত রাস্তা বেহাল। প্রশাসনকে বারবার জানিয়েও কোনও ফল হয়নি।” একই ভাবে এ দিন রাস্তা সংস্কারের দাবিতে ফুলিয়াতেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ফুলিয়া নার্সারি কমিটি। সকাল ১১টা থেকে ঘণ্টাখানেক অবরোধ হয়। নাগরিক কমিটির সদস্য অশোক কর্মকার বলেন, “বাম আমলে রাস্তা সংস্কারের জন্য অর্থ অনুমোদন হয়। আজও রাস্তা সংস্কার হল না।”

দেহ মিলল নিখোঁজ যুবকের
সাগরদিঘির মথুরাপুরে নিখোঁজ যুবক মেহের আলির (২৩) মৃতদেহ মিলল সোমবার সকালে বাড়ি থেকে প্রায় ৭০০ মিটার দূরে ডুগরি নালায়। নালার জলের সঙ্গে ইট বেধে ডুবিয়ে রাখা হয়েছিল দেহটি। যাতে কারও নজরে না পড়ে তার জন্য দেহের উপর জলে পচানোর জন্য পাটের আঁটি চাপিয়ে দেওয়া হয়। পুলিশ জানায়, শনিবার বিকেলে মেহের আলিকে বাড়ি থেকে ডেকে আনে গ্রামেরই ৩ যুবক। রাতভর বাড়ি না ফেরায় রবিবার খোঁজখবর শুরু হয়। বিকেলে ডুগরি নালার পাশে এক ইটভাটার পরিত্যক্ত ঘর থেকে তাঁর রক্তমাখা পোশাক মেলে। সোমবার সকালে পুলিশ ওই নালা থেকে দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, গ্রামের এক যুবক মেহের আলির কাছ থেকে ১২ হাজার টাকা পেত। বার কয়েক চেয়েও টাকা না পেয়ে তাদের ঝগড়া বাধে। তা থেকেই এই খুন। ৩ জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। তারা সকলে পলাতক। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক খুনের মামলা চলছে আদালতে। অতিরিক্ত পুলিশ সুপার মৃণাল মজুমদার বলেন, “পা বাঁধা অবস্থায় নালার জলে মৃতদেহটি পাওয়া গিয়েছে। তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। মূল অভিযুক্তরা পলাতক। তবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে ।

মা আসছেন। কৃষ্ণনগরে সুদীপ ভট্টাচার্যের তোলা ছবি।

পড়তে গিয়ে ছাত্রী নিখোঁজ
প্রতিবেশী যুবকের নজর থেকে মেয়েকে রক্ষা করতে নিজের বাড়ির বদলে মামার বাড়িতে পাঠিয়েছিলেন বাবা-মা। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। গত শনিবার বিকেলে গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি নবম শ্রেণীর ওই পড়ুয়া। রবিবার ওই ছাত্রীর বাবা রামকৃষ্ণ গুই নবদ্বীপ থানায় তাঁর প্রতিবেশী পিন্টু মণ্ডলের বিরুদ্ধে মেয়েকে অপহরনের অভিযোগ করেছেন। ধুবুলিয়া থানার বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের রাজাপুর গ্রামের বাসিন্দা রামকৃষ্ণবাবু বলেন, “পাড়ারই এক যুবক পিন্টু মণ্ডল বেশ কিছুদিন ধরে আমার মেয়েকে উত্ত্যক্ত করছিল। বাধ্য হয়ে মেয়েকে নবদ্বীপের কপালীপাড়ায় রেখে আসি। ওখানেই চলতে থাকে তার পড়াশুনা। কিন্তু শনিবার বিকেলে টিউশন পড়তে গিয়ে মেয়ে আর বাড়ি ফিরে আসেনি।” তিনি পিন্টু মণ্ডলের বাড়িতে মেয়ের খোঁজ করতে গেলে তাঁকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়। তারপর রামকৃষ্ণবাবু ওই যুবকের বিরুদ্ধে নবদ্বীপ থানায় অপহরনের মামলা দায়ের করেন। নবদ্বীপের আইসি শংকরকুমার রায়চৌধুরি বলেন, “নিখোঁজ ওই ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে একটি অপহরনের মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তের হদিস পেতে তল্লাশি চলছে।”

‘অপশাসন’, নালিশ উমার
‘নির্মল গঙ্গা’ অভিযানে সোমবার জঙ্গিপুরে এসে মধ্যপ্রদেশের প্রাক্তণ মুখ্যমন্ত্রী উমা ভারতীর অভিযোগ, ‘‘রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি ঘটেছে। অপশাসন চলছে। জঙ্গিপুর উপনির্বাচনের মুখে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হচ্ছে। রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় দিল্লিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইব।” উমার দাবি অবিলম্বে ধৃত বিজেপি কর্মীদের ছেড়ে না দিলে তিনি গঙ্গা অভিযান শেষে পশ্চিমবঙ্গে এসে আন্দোলনে নামবেন। এদিন ধৃত দলীয় কর্মীদের সঙ্গে তাঁকে দেখা করতে দেওয়া হয়নি। গঙ্গা নির্মল কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, ‘‘কেন্দ্র ও রাজ্য উভয়কেই গঙ্গাকে রক্ষা করার দায় নিতে হবে। ২০ অক্টোবর দিল্লিতে একটি সেমিনারে নদী বিশেষজ্ঞরা যোগ দেবেন। তারপর গঙ্গার দূষণ নিয়ে একটি রিপোর্ট কেন্দ্রীয় সরকার ও গঙ্গা নদীর বহমান রাজ্যগুলির কাছে ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হবে।”

সাজাব যতনে। —নিজস্ব চিত্র

ধৃত ৭ বাংলাদেশি
ভারতে প্রবেশের বৈধ নথিপত্র না থাকায় হরিণঘাটা থানার পুলিশ সাত বাংলাদেশিকে গ্রেফতার করেছে। ধৃতদের বাড়ি বাংলাদেশের যশোহর জেলায়। পুলিশ জানিয়েছে, রবিবার ভোরে ধৃতেরা ৩৪ নম্বর জাতীয় সড়ক বরাবর হরিণঘাটার কল্যাণী মোড়ে একটি গাড়িতে চড়ে যাচ্ছিল। সন্দেহবশত পুলিশ গাড়িটিকে আটক করে। জেরায় ধৃতেরা পুলিশকে জানায়, কাজের সন্ধানে তারা বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে এদেশে এসেছে। গাড়িতে ব্যান্ডেল যাচ্ছিল। সেখান থেকে মুম্বই যাওয়ার কথা ছিল। পুলিশ ঘটনার তদন্ত করছে।

স্কুল নির্বাচন
নদিয়ার গাংনাপুরের বৈদ্যপুর হাইস্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে কংগ্রেস ৪টি এবং তৃণমূল ২টি আসনে জয়ী হয়েছে। বাদফুল্লার খামার শিমুলিয়া হাইস্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। রবিবার ওই বিদ্যালয় দুটিতে নির্বাচন হয়েছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.