আগে যে রাস্তায় দিনে ৩০-৩৫টি অটো চলত। বেহাল রাস্তা, তাই বহরমপুর-নিমতলা রুটে এখন অটো চলাচল প্রায় থমকে গিয়েছে। নিত্যযাত্রীদের মাথায় হাত। পিচের চাদর উঠে রাস্তা জুড়ে বড় বড় গর্ত। এ দিকে দেড় মাস আগে বহরমপুরের পঞ্চাননতলা মোড় থেকে লালগোলা বাজার মোড় পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটারের মধ্যে ২৪ কিমি পথ সংস্কারের কাজ শুরু হয়েছে। পূর্ত দফতরের অধীনে ওই কাজ শুরু হলেও অত্যন্ত ঢিমেতালে তা চলছে বলে অভিযোগ। পূর্ত দফতরের (বহরমপুর ডিভিশন-২) নির্বাহী বাস্তুকার অর্জুন মণ্ডল বলেন, “ওই কাজ শুরু হওয়ার পরেই রোজার কারণে দিনমজুর পাওয়া দুষ্কর হয়ে উঠছিল। ফলে কাজ এগোয়নি। এরপরেই বৃষ্টি এসে যাওয়ায় কাজ এগোয়নি। তবে আশা করছি আগামী কয়েক দিনের মধ্যেই বাকি রাস্তার কাজ শেষ হয়ে যাবে।” লালবাগ সাব ডিভিশনের পূর্ত দফতরের সহকারী বাস্তুকার শুভরঞ্জন বিশ্বাস বলেন, “লালগোলা থেকে লালবাগ পর্যন্ত ওই রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। বাকি বহরমপুরের পঞ্চাননতলা মোড় পর্যন্ত কাজও অবিলম্বে শুরু হবে।” একই ভাবে বহরমপুর লাগোয়া সারগাছি থেকে নদিয়ার বাহাদুরপুর ৩৪ নম্বর জাতীয় সড়ক জুড়ে ব্যাপক খানা-খন্দে ভোগান্তির শেষ নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নদিয়া-মুর্শিদাবাদ জেলা সফরের আগে তড়িঘড়ি করে জাতীয় সড়কের খানা-খন্দ দূর করতে ‘প্যাচ-ওয়ার্ক’-এর কাজ হলেও সামান্য বৃষ্টিতেই তা উঠে গিয়েছে। ফলে আগের চেহারায় ফিরে গিয়েছে জাতীয় সড়ক। ন্যাশনাল হাইওয়ে অথরিটি নদিয়ার প্রকল্প আধিকারিক দফতর থেকে জানানো হয়েছে৩৪ নম্বর জাতীয় সড়ক সংস্কারের কাজ শুরু হবে।” বহরমপুরে পঞ্চাননতলা থেকে নিমতলা পর্যন্ত রাস্তায় যে গর্ত ছিল, বর্ষায় তা সংস্কার হয়নি। |