টুকরো খবর
স্কুলের সুবর্ণজয়ন্তী
বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে সোমবার এক অনুষ্ঠান হল শালবনি ব্লকের জয়পুর এসটি, এসসি এন্ড বিসি হাইস্কুলে। উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা, সাংসদ শুভেন্দু অধিকারী, বিধায়ক শ্রীকান্ত মাহাতো প্রমুখ। স্কুলের প্রতিষ্ঠাতা প্রয়াত কার্তিকচন্দ্র মাহাতোর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন সাংসদ শুভেন্দু অধিকারী। আর সুবর্ণজয়ন্তী স্মারক তোরণের উদ্বোধন করেন সুকুমার হাঁসদা। বিদ্যালয়ে মিড ডে মিল খাওয়ার ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো। স্কুলের প্রধান শিক্ষক প্রদীপকুমার মিশ্র ও পরিচালন সমিতির সম্পাদক উত্তম মাহাতো জানান, বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীবর্ষকে স্মরণীয় করে রাখতেই এই আয়োজন।

স্কুলে অনুষ্ঠান
সোম ও মঙ্গলবার দু’দিন ব্যাপী বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মোহনপুর ব্লকের সানসারা পাটপাড়া হাইস্কুলে। সর্ব শিক্ষা দফতরের আর্থিক সহযোগিতায় এই আয়োজন। থাকছে বিজ্ঞান মডেল প্রদর্শনী, স্লাইড শো, সেমিনার ও বিজ্ঞান সচেতনতা বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান। কুসংস্কার দূর করে ছাত্রছাত্রীদের বিজ্ঞানমনস্ক করে তোলা ও তাদের উদ্ভাবনী ক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ বলে স্কুলের তরফ থেকে জানানো হয়েছে।

রেলশহরে ফুটবল
রবিবার খড়্গপুর শহরের তালবাগিচা মাঠে আয়োজন করা হয়েছিল এক দিনের দিবা-রাত্রি ফুটবল প্রতিযোগিতার। মানস-গৌতম-নারায়ণ চৌবে মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা। ফাইনালে ঝাড়গ্রামের তরুণ সঙ্ঘ ক্লাব, খড়্গপুরের চিত্তরঞ্জন স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়, মিহির বসু প্রমুখ।

আলোচনাসভা
রবিবার খড়্গপুরের ডিভিসিতে আয়োজিত হল এক আলোচনাসভা। ‘গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘে’র খড়্গপুর শাখা আয়োজিত এই সভায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনাসভায় উপস্থিত ছিলেন স্থানীয় কবি ও সাহিত্যিকরা।

খড়্গপুরে ধৃত ৫
খড়্গপুরের নিমপুরা থেকে ৫ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে এদের গ্রেফতার করে পুলিশ। ধৃত যুবকেরা ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছিল বলে খবর ছিল পুলিশের কাছে। পুলিশের একটি দল রাতে ওই এলাকায় এসে যুবকদের গতিবিধির উপর নজর রাখছিল। ৫ যুবক রাস্তার এক পাশে দাঁড়িয়ে নিজেদের মধ্যে শলা-পরামর্শ করার সময় পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের সঙ্গে কার কার যোগসাজশ রয়েছে, এদের পিছনে কোনও দুষ্টচক্র রয়েছে কি না, তদন্তে সেই সবই খতিয়ে দেখা হচ্ছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.