টুকরো খবর |
জোশী চান রেল, সড়কে সমন্বয় |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
সড়ক পরিবহণ মন্ত্রকের পাশাপাশি সদ্য রেল মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন তিনি। তাই রেলমন্ত্রী হিসেবে আজ প্রথম রেল ভবনে এসে দুই মন্ত্রকের মধ্যে সমন্বয় গড়তে তৎপর হলেন সি পি জোশী।
রেলসেতুর নকশা কেমন হবে তা নিয়ে একাধিক বার বিতর্কে জড়িয়েছে সড়ক পরিবহণ ও রেল। সাধারণত লাইনের উপরে সেতুর অংশটুকু নির্মাণের দায়িত্বে থাকে রেল। দু’ধারের অংশ তৈরি করে সড়ক পরিবহণ মন্ত্রক। অনেক সময় দু’পক্ষের নকশায় সামঞ্জস্য না থাকায় কাজ বন্ধ করতে হয়। দু’টি মন্ত্রকেরই দায়িত্ব পেয়ে এর সমাধানে সক্রিয় হয়েছেন জোশী। তাঁর কথায়, “দু’পক্ষের চাপানউতোরে বহু জায়গায় কাজ আটকে রয়েছে। আজ দুই মন্ত্রকের বৈঠকে ঠিক হয়েছে, দ্রুত একটি আদর্শ ওভারব্রিজের নকশা করা হবে। যা দুই মন্ত্রকই মেনে চলবে।” যাত্রিভাড়া বাড়ানোর বিষয় এড়িয়ে জোশী শুধু বলেন, “সম্পূর্ণ ভাবে মন্ত্রকের দায়িত্ব পেলেই তবে বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।”
|
কনভয়ে বিস্ফোরণ |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
পুলিশের কনভয় লক্ষ্য করে বিস্ফোরণ ঘটালো জঙ্গিরা। ঘটনাটি ঘটেছে মণিপুরের পূর্ব ইম্ফলে। পিএলএ ঘটনার দায় নিয়েছে। তবে বিস্ফোরণে কোনও হতাহত হয়নি। পুলিশ জানায়, তিনটি গাড়িতে পুলিশ কম্যান্ডোদের বাহিনী ইয়ারিপোকের দিকে যাচ্ছিল। কালভার্ট পার হওয়ার সময় বিস্ফোরণ ঘটে। স্প্লিন্টারে একটি গাড়ির ক্ষতি হলেও, কম্যান্ডোরা বেঁচে গিয়েছে। তল্লাশি শুরু হয়েছে।
|
খালাসিকে পিটিয়ে খুন |
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
দাবিমত টাকা না দেওয়ায় ট্রাকের এক খালাসিকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে দুই কনস্টেবলের বিরুদ্ধে। সোমবার ধুবুরির চাপড় থানা এলাকায় ঘটনাটি ঘটে। তবে রাত অবধি খালাসির নাম জানা যায়নি। ঘটনার প্রতিবাদে দুপুর থেকে সন্ধ্যা অবধি প্রায় ৪ ঘণ্টা দেহটি নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। পুলিশ লাঠি চালিয়ে অবরোধ তোলে। এতে ৫০ জন জখম হন। বাসিন্দাদের অভিযোগ, কলকাতা থেকে গুয়াহাটিগামী ট্রাকটি এদিন দুপুরের হাসপাতালের পাশে দাঁড়ায়। চালক এটিএম থেকে টাকা তুলছিলেন। দুই কনস্টেবল ট্রাকটি কেন সেখানে দাঁড় করানো হয়েছে বলে ৩০০ টাকা দাবি করেন। খালাসি টাকা দিতে রাজি না হওয়ায় মারধর শুরু হয়।
|
জঙ্গি ঘাঁটির সন্ধান |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
গভীর অরণ্যে জঙ্গি ঘাঁটির সন্ধান পেল যৌথবাহিনী। আজ কোকরাঝাড়ের গোসাইগাঁও এলাকায় গুমার জঙ্গলে যৌথবাহিনী হানা দেয়। বারাবাধা গ্রামের কাছে, জঙ্গলের ভিতরে একটি ঘাঁটি থেকে ১৭টি জিলোটিন স্টিক, ২৮টি ডিটোনেটর, কয়েকটি সার্কিট বোর্ড ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার হয়। তবে ঘাঁটিটি জনশূন্য ছিল। পুলিশের সন্দেহ, ঘাঁটিটি রাভা ভাইপার আর্মির জঙ্গিরা ব্যবহার করছিল।
|
অপহৃত ভারতীয় |
সংবাদসংস্থা • কোট্টায়াম |
কমর্সূত্রে নাইজিরিয়ার বাসিন্দা এক ভারতীয়কে অপহরণ করল সশস্ত্র কিছু দুষ্কৃতী। অপহৃতের পরিবারের কাছ থেকে চাওয়া হয়েছে সাড়ে তিন কোটি টাকার মুক্তিপণ।
|
ধসে মৃত ১২
|
সংবাদসংস্থা • কাঠমান্ডু |
হিমালয়ের মানসলু শৃঙ্গে উঠেছিলেন ১৮ জন পর্বতারোহী। তুষারধসে মৃত্যু হয়েছে ১২ জনের। মৃতদের মধ্যে ৮ জন ফরাসি নাগরিক।
|
’৯৩ থেকেই |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কয়লা কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন নির্দেশ দিল, ১৯৯৩ থেকে যত কয়লা ব্লক বণ্টন করা হয়েছে, সবগুলিরই তদন্ত করতে হবে সিবিআইকে।
|
শিবসাগরে বিস্ফোরণ |
সংবাদসংস্থা • শিবসাগর |
সোমবার রাতে শহরে শক্তিশালী আইইডি বিস্ফোরণে নিহত হয়েছেন এক জন। গুরুতর জখম আরও আট। অনুমান একটি সাইকেলে রাখা ছিল ওই বিস্ফোরক।
|
অপহৃত ভারতীয় |
সংবাদসংস্থা • কোট্টায়াম |
কমর্সূত্রে নাইজিরিয়ার বাসিন্দা এক ভারতীয়কে অপহরণ করল সশস্ত্র কিছু দুষ্কৃতী। অপহৃতের পরিবারের কাছ থেকে চাওয়া হয়েছে সাড়ে তিন কোটি টাকার মুক্তিপণ।
|
কেন্দ্রীয় কর্মীদের ডিএ বাড়ছে |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা সাত শতাংশ বাড়ছে। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।
|
রক্ষা পেল সমঝোতা |
সংবাদসংস্থা • লাহৌর |
অল্পের জন্য রক্ষা পেল ১০০ জন যাত্রিবাহী সমঝোতা এক্সপ্রেস। মুঘলপুরা স্টেশনের কাছে রবিবার সকালে শর্ট সার্কিটের দরুন আগুন লেগে যায় ট্রেনটির ইঞ্জিনে।
|
কমবে উৎপাদন |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
চলতি মরসুমে খরিফ শস্য উৎপাদন কমতে পারে ১০%। ফলে তা দাঁড়াবে ১১ কোটি ৭১ লক্ষ ৮০ হাজার টন। কেন্দ্র আশাবাদী, রবি মরসুমে এই ঘাটতি পূরণ হয়ে যাবে।
|
অপহৃত ভারতীয় |
সংবাদসংস্থা • কোট্টায়াম |
কমর্সূত্রে নাইজিরিয়ার বাসিন্দা এক ভারতীয়কে অপহরণ করল সশস্ত্র কিছু দুষ্কৃতী। অপহৃতের পরিবারের কাছ থেকে চাওয়া হয়েছে সাড়ে তিন কোটি টাকার মুক্তিপণ।
|
বাড়ি ভেঙে মৃত্যু |
সংবাদসংস্থা • পুণে |
তালজাই হিলের নির্মীয়মাণ ৫ তলা বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হল ছ’জনের। ধ্বংসস্তূপে আটকে রয়েছেন আরও পাঁচ-ছ’জন। উদ্ধারের চেষ্টা চালাচ্ছে দমকল।
|
হেফাজতেই জুন্দল |
সংবাদসংস্থা • নাসিক |
আদালতের নির্দেশে অক্টোবরের ৩ তারিখ পর্যন্ত জেল হেফাজতেই থাকবে জুন্দল। জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তইবার সঙ্গে তার যোগাযোগ আছে বলে অভিযোগ।
|
কাসভ-আর্জি খারিজ |
সংবাদসংস্থা • মুম্বই |
আজমল কাসভের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিল মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতর। পুনর্বিবেচনার জন্য আবেদনটি এখন পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর দফতরে।
|
পথ দুর্ঘটনা |
সংবাদসংস্থা • শ্রীনগর |
কুপওয়ারা জেলার এক পথ দুর্ঘটনায় মারা গেলেন আট জন, আহত আরও নয়। রাস্তা থেকে ছিটকে খাদে গিয়ে পড়ে তাঁদের গাড়ি। আহতেরা স্থানীয় হাসপাতালে ভর্তি।
|
বাবাকে খুন |
সংবাদসংস্থা • দেরাদুন |
পারিবারিক বিবাদের জেরে মূক ও বধির ছেলের হাতে খুন হলেন বাবা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
|
ছেলেকে বিক্রি |
সংবাদসংস্থা • জয়পুর |
জগৎসিংহপুরের এক ব্যক্তির কাছে ১৭ মাসের পুত্র-সন্তানকে বিক্রি করল মা। স্বামীকে জেল থেকে ছাড়াতেই এই কাজ স্ত্রীর। |
|