ফের এসি মেট্রোয় যান্ত্রিক ত্রুটি। কবি সুভাষগামী একটি ট্রেন সোমবার রাত আটটা চল্লিশ নাগাদ চাঁদনী চকে মিনিট কুড়ি দাঁড়িয়ে থাকে। প্রায় প্রতিটি স্টেশনেই ডাউন ট্রেনগুলি কিছুক্ষণ দাঁড়ায়। ভিড় বাড়ায় দরজা বন্ধে সমস্যা হয়। মেট্রোর তরফে প্রত্যুষ ঘোষ বলেন, ‘‘এয়ার ব্রেকে সমস্যার কারণে এমন হয়।” |
যাদবপুর থেকে রবিবার গ্রেফতার হল তিন ছিনতাইকারী। আটক হয়েছে একটি মোটরবাইক। ধৃতদের নাম সম্রাট দাস, মৃগাঙ্ক ঘোষ ও শিবনারায়ণ দুবে। ওই সন্ধ্যায় রাসেল স্ট্রিটে মোবাইল ছিনিয়ে পালায় বাইকআরোহী দুই যুবক। |
কাশীপুর লকগেট লাগোয়া রঙের কারখানার আগুন সোমবারও পুরো নেভেনি। এ দিনও দমকলের ছ’টি ইঞ্জিন কাজ করে। ঘটনাস্থলে যান ফরেন্সিক বিশেষজ্ঞেরা। দমকল জানায়, বাড়িটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। |
বধূ নির্যাতনের অভিযোগে আসানসোলের মহিলা থানার পুলিশ গ্রেফতার করল ঠাকুরপুকুরের অভিষেক চট্টোপাধ্যায় ও তাঁর বাবাকে। ওই বধূ, পিয়াসীর অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর উপরে নির্যাতন শুরু হয়। |
মিড-ডে মিলের ১৫ হাজার টাকা চুরি হয়েছে বলে সোমবার থানায় অভিযোগ করলেন শ্রীগোপাল বিদ্যামন্দির ফর গার্লস স্কুল-কর্তৃপক্ষ। নিরাপত্তারক্ষী দেখেন আলমারি খোলা। পুলিশের অনুমান, এটি পরিচিত কারও কাজ। |
পেনশন-সহ চার দফা দাবিতে অনশনে বসেছেন বিমানবন্দরের কর্মীরা। অন্যতম দাবি, বিমানবন্দরে বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগ চলবে না। |
নিরাপত্তা নিশ্চিত করতে মহাকরণে বিদ্যুৎ ব্যবস্থা ঢেলে সাজার উদ্যোগ চলছে। এই বিষয়ে সোমবার পূর্ত দফতরকে একটি রিপোর্ট দিয়েছে দমকল বিভাগ। |