টুকরো খবর
বনভ্রমণের তথ্য-কেন্দ্র
কোথায় বেড়াতে গেলে কী দেখা যাবে এবং থাকার বন্দোবস্ত কী রয়েছে, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য পর্যটকদের কাছে পৌঁছতে চালু হল সেন্ট্রাল ডুয়ার্স ইকো ট্যুরিজম ইনফরমেশন সেন্টার। বক্সা, চিলাপাতা,জলদাপাড়া ভিত্তিক তথ্যকেন্দ্রটি শনিবার উদ্বোধন হল। জলদাপাড়া সংলগ্ন মাদারিহাটের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে ডুয়ার্সের তিন বনাঞ্চল সম্পর্কে বিস্তারিত তথ্য সহ পর্যটকরা কোথায় রাত কাটাতে পারবেন সে তথ্য থাকবে ওই কেন্দ্রে। অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম (অ্যাক্ট)-এর উদ্যোগে মাদারিহাটে এই কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। তিন বনাঞ্চল লাগোয়া বেসরকারি লজ মালিক সহ পর্যটন ব্যবসার সঙ্গে জড়িতরা যুক্ত রয়েছেন। সংস্থার পক্ষে জানানো হয়েছে, কয়েক বছর ধরে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে ডুয়ার্স। ফি বছর এখানে পর্যটকদের ঢল নামে। কোথায় গেলে কী দেখা যাবে বা তার তথ্য অনেক পর্যটকরা জানতে পারতেন না। বিশেষ করে, হাতে গোনা সরকারি বা বেসরকারি লজ ছাড়া থাকার ব্যবস্থা কোথায় কেমন রয়েছে জানতে পারতেন না অনেকে। সেই কারণে বহু মানুষ ডুয়ার্সে এসে ফিরে যেতে বাধ্য হন। অথচ, জঙ্গল লাগোয়া বনবস্তি ও আশেপাশে মনোরম পরিবেশে রাত কাটাবার যে সুব্যবস্থা রয়েছে। উদ্যোক্তা সংস্থার আহ্বায়ক রাজ বসু বলেন, “ভুটান যাবার পথে এ ধরণের তথ্য কেন্দ্রে পর্যটকদের সহায়তার জন্য সমস্ত তথ্য মজুত রাখা হয়েছে। নিশ্চিন্তে ডুয়ার্স বেড়িয়ে যেতে পারবেন।” অনুষ্ঠানে ফালাকাটার বিধায়ক অনিল অধিকারী, কালচিনির বিধায়ক উইলসন চম্পামারি সহ আলিপুরদুয়ারের মহকুমা শাসক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

ক্যাননের বিনিয়োগ
উৎসবের মরসুমে পূর্ব ভারতে বাজার দখল ২৭ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে ক্যানন। এ জন্য বিপণন খাতে ৪০ কোটি টাকা লগ্নির সিদ্ধান্ত নিয়েছে তারা। ২০১২-এ সারা দেশে সংস্থা মোট ১৪২ কোটি টাকা লগ্নি করবে। ১৬টি মডেলের ক্যামেরার দামও ৫০০ থেকে ১১ হাজার টাকা পর্যন্ত কমানোর কথা জানাল জাপানি সংস্থাটি। তাদের দাবি, গত আট মাসে রাজ্যে ছোট ডিজিটাল ক্যামেরার ক্ষেত্রে ১১০% ও ডিজিটাল এসএলআর ক্যামেরায় ২০০% বেড়েছে বিক্রি। তা ধরে রাখতে দু’টি নতুন ক্যামেরাও আনছে ক্যানন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.