টুকরো খবর
নতুন প্রধান
হাঁসন ২ পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচিত হলেন কংগ্রেসের দীপেন মাল। সোমবার প্রধান নির্বাচনকে ঘিরে যাতে কোনও ঝামেলা না বাধে সে জন্য পুলিশ মোতায়েন ছিল। নির্বাচনের পর্যবেক্ষক ছিলেন রামপুরহাট ২ পঞ্চায়েত সমিতির আধিকারিক (হিসাব ও নিরীক্ষা) সফিকুল আলম। ৯ জন সদস্যই উপস্থিত ছিলেন। ৫-৪ ভোটে পরাজিত হন প্রাক্তন প্রধান আব্দুর রাফে। আব্দুর রাফের দাবি, “আমরা চার জন তৃণমূলে যোগ দিয়েছিল। তাই কংগ্রেস ও সিপিএম হাত মিলিয়ে আমাকে পরাস্ত করেছে।” দীপেনবাবু বলেন, “দুর্নীতির বিরুদ্ধে আমরা অনাস্থা এনেছিলাম।” সিপিএমের চার সদস্য বলেন, “দুর্নীতির বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদ করেছি।” প্রসঙ্গত, ২০০৮ সালে পঞ্চায়েত নির্বাচনের পরে ৯ সদস্যের এই পঞ্চায়েতে দলগত অবস্থানসিপিএম ৪, কংগ্রেস ২, নির্দল ২, ফব ১। ফবকে সঙ্গী করে প্রধান হন মালতি সরকার। দু’বছর পরে দুই নির্দল ও এক ফব সদস্যকে সঙ্গী করে প্রধান হন কংগ্রেসের আব্দুর রাফে। সম্প্রতি অনাস্থা এনে জয়ী হন সিপিএমের ৪ ও কংগ্রেসের ১ সদস্য। এর পরেই আব্দুর রাফে ওই দুই সিপিএম সদস্যের বিরুদ্ধে কর বাকির অভিযোগ আনেন।

আলোচনাসভা
বিশ্বভারতীর অধ্যাপক সভার উদ্যোগে শনিবার শান্তিনিকেতনের লিপিকা অডিটোরিয়ামে একটি আলোচনাসভা হয়েছে। বিষয় ছিল ‘বিশ্বভারতী ও শিক্ষক সমাজ’। প্রধান বক্তা ছিলেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য দিলীপ সিংহ। তিনি বর্তমান সময়ে শিক্ষকদের পেশাদারি জীবনের বাইরে বেরিয়ে আরও বেশি জ্ঞান অর্জনে উদ্যোগী হতে পরামর্শ দেন। তিনি বলেন, “বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা, হানাহানি ও বৃহৎ পুঁজির আগ্রাসনের প্রভাবে শিক্ষাজগতে নেতিবাচক পরিবর্তন এসেছে। এইসময় রবীন্দ্রনাথের শিক্ষাভাবনা খুবই প্রাসঙ্গিক।” আলোচনা চক্রে লোকসংগীত পরিবেশন করেন প্রাক্তন জেলাশাসক তথা কংগ্রেস বিধায়ক সুখবিলাস বর্মণ।

দেহ উদ্ধার
বাড়ির ভিতর থেকে এক বধূর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম সাম্মি নুর-ই-আজাদ-ই খোদা (৩১)। মাড়গ্রামের মোল্লাপাড়ার ঘটনা। তিনি মাড়গ্রাম মথুরাপুর প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন। মৃতার বাবা রামপুরহাটের শ্রীকৃষ্ণপুর পাখুড়িয়া গ্রামের বরকত-এ খোদা বলেন, “মেয়ের মৃত্যু নিয়ে সন্দেহ থাকায় তদন্তের দাবি জানিয়েছি। ময়না-তদন্তের রিপোর্ট পাওয়ার পরে পুলিশে অভিযোগ করব।” অন্য দিকে, গত শুক্রবার রামপুরহাটের নারায়ণপুর গ্রাম সংলগ্ন ব্রাহ্মণী নদীর শিবতলা ঘাট থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ মিলেছে।

স্কুল নির্বাচন
নলহাটি থানার লক্ষ্মীনারায়ণপুর আলেফজান আদিবাসী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী হলেন বামপন্থী প্রগতিশীল মোর্চার প্রার্থীরা। রবিবার নির্বাচন হয়। ত্রিমুখী প্রতিন্দ্বন্দ্বিতা হয়। বামপন্থী প্রগতিশীল মোর্চা ও কংগ্রেস ৬টি আসনে এবং তৃণমূল ২টি আসনে প্রার্থী দিয়েছিল। ফলাফলে দেখা যায়, প্রগতিশীল মোর্চা ৫, কংগ্রেস ১টি আসন পায়। এর আগে এই স্কুলটি জুনিয়র হাইস্কুল ছিল এবং কংগ্রেস পর পর দু’বার ক্ষমতায় ছিল।

ধৃত কলেজ কর্মী
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নাবালিকার সঙ্গে সহবাসের অভিযোগে দুবরাজপুরের হেতমপুর কলেজের এক কর্মীকে গ্রেফতার পুলিশ। অভিযোগের ভিত্তিতে রবিবার রামায়ণ আহির নামে ওই কর্মীকে হেতমপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ওই দিনই দুবরাজপুর আদালতে তাঁকে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। ওই নাবালিকার ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।

বিশ্বভারতীতে রাষ্ট্রদূত
দু’দিনের ঝটিকা সফরে এসে সোমবার শান্তিনিকেতন ঘুরে দেখলেন ভারতে পোল্যান্ডের রাষ্ট্রদূত পিওৎর ক্লদকওস্কি। এ দিন তিনি বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের বৈঠকও করেন। উপাচার্য বলেন, “রবীন্দ্রনাথকে সেতু করে বিশ্বভারতীর পাশাপাশি এ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে পোল্যান্ডের শিক্ষা-সংস্কৃতির আদান প্রদান নিয়ে কথা হয়েছে।”

মোটরবাইক চুরি
বাড়িতে ঢুকে সকলকে মারধর করে শিকল বন্ধ রেখে মোটরবাইক নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। গত শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে সাঁইথিয়ার আমোদপুরে কাগাস রোডে।

সমবায়ে জয়ী তৃণমূল
বিনা প্রতিনিদ্বিতায় লাভপুরের দাঁড়কা সমবায় সমিতির ক্ষমতা দখল করল তৃণমূল। ২৩ সেপ্টেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল ৯ সেপ্টেম্বর। কিন্তু ৯টি আসনে আর কেউ মনোনয়ন জমা দেওয়ায় রবিবার তৃণমূল প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়। ক্ষমতায় ছিল বামফ্রন্ট।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.