টুকরো খবর |
নিখোঁজের জামা মিলল অন্ডালে
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
|
পরিত্যক্ত এই খনি থেকেই মেলে বিকাশ মণ্ডলের জিনিসপত্র। |
শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন এক যুবক। তাঁর জামা, ভোটার কার্ড, প্যান কার্ড, মানিব্যাগ এবং এটিএম কার্ড
|
বিকাশ মণ্ডল |
মিলল তাঁর বাড়িরই অদূরে পরিত্যক্ত ভূগর্ভস্থ খনির পাশে। সোমবার অন্ডালের কাজোড়ায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, নিখোঁজ ওই যুবকের নাম বিকাশ মণ্ডল। তাঁর বাবা স্বপন মণ্ডল এ দিন কাজোড়া থানায় একটি খুনের অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, শুক্রবার তাঁর ছেলে সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। তারপর সে আর বাড়ি ফেরেনি। বিস্তর খোঁজাখুঁজির পর রবিবার অন্ডাল থানায় তিনি নিখোঁজ ডায়েরি করেন। সোমবার প্রতিবেশীদের কাছে ছেলের ব্যবহৃত সামগ্রী মেলার খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। তার পরেই ছেলেকে খুন করা হয়েছে বলে অন্ডাল থানায় অভিযোগ করেন তিনি। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।
|
গ্যাস সিলিন্ডার ফেটে জখম ৪
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
রান্না করার সময় গ্যাস সিলিন্ডার ফেটে আহত হলেন একটি পরিবারের দুই মহিলা-সহ চার জন সদস্য। সোমবার সন্ধ্যায় কুলটি থানার মিঠানী কোলিয়ারি আবাসন সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। আহত সন্তোষ বার্নোয়াল জানান, তাঁর স্ত্রী স্টোভ জ্বালিয়ে রান্না করছিলেন। স্টোভের পাশেই রাখা ছিল একটি গ্যাসের সিলিন্ডারটি। কোনওভাবে স্টোভের আগুনে গ্যাস সিলিন্ডারটিতে আগুন লাগে। সেটি ফেটে যায়। ঘরের একাংশ ভেঙে পড়ে। আহত হন পরিবারের চারজন সদস্য। বিস্ফোরণের শব্দ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। আহতদের উদ্ধার করে আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। ঘরের আসবাবপত্রেও আগুন লেগে গেলে প্রতিবেশীরা নিজেদের চেষ্টাতেই আগুন আয়ত্তে আনেন।
|
ডাকাতিতে ধৃত
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
সিটি সেন্টারের মৌলানা আজাদ রোডের একটি খাদ্য ও পানীয় সংস্থার কার্যালয়ে ডাকাতির ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম সোহেল খান ও গৌর হালদার। ২৯ জুলাই সকাল ৭টা নাগাদ দুষ্কৃতীদের একটি দল আচমকা ওই সংস্থায় হানা দিয়ে প্রায় ৪ লক্ষ ৮০ হাজার টাকা নগদ লুঠ করে নিয়ে পালায় তারা। পুলিশ জানায়, ধৃতদেরক জেরা করে দলের বাকিদের খোঁজ করার চেষ্টা চলছে। ১৫ জুলাই গভীর রাতে কোকওভেন থানা এলাকার একটি কারখানা থেকে ইস্পাতের বার বোঝাই লরি ‘হাইজ্যাকে’র ঘটনাতেও জড়িত থাকার কথা ধৃতেরা স্বীকার করেছে বলে পুলিশের দাবি।
|
স্কুলে ‘অনিয়ম’
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
অনিয়মের অভিযোগ উঠল রানীসায়র আদিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। তৃণমূলের রানীসায়র আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ মাহাতো সোমবার রানিগঞ্জের বিডিও এবং বিদ্যালয় অবর পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, প্রায় ৯ মাস আগে সর্বশিক্ষা অভিযানের টাকায় একটি শ্রেণিকক্ষ এবং দুইটি শৌচাগার করার পরিকল্পনা নেওয়া হয়। দরপত্র না ডেকে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মলয় মণ্ডল (বর্তমানে শিক্ষক) একটি শ্রেণিকক্ষ এবং একটি শৌচাগার নির্মাণ করান। সেগুলিও নিম্ন মানের হওয়ায় ফাটল দেখা দিয়েছে। প্রকাশবাবুর অভিযোগ, “আমাকে কমিটিতে রাখা হলেও কোনও মতামত নেওয়া হয়নি। পুরো কাজটি ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজের তদারকিতে করিয়েছেন।” মলয়বাবু বলেন, “কোনও অনিয়ম হয়নি। তদন্ত হলেই তা বোঝা যাবে।”
|
বামপন্থী কৃষক সংগঠনের সভা
নিজস্ব সংবাদদাতা • আসানসোল ও দুর্গাপুর |
|
নানা দাবিতে দুর্গাপুরে মহকুমাশাসকের দফতরের সামনে সমাবেশ করল কয়েকটি বামপন্থী সংগঠন। |
বামপন্থী কৃষক সংগঠনগুলির ডাকে আসানসোলে একটি প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হল সোমবার। খুচরো বাজারে বিদেশি বিনিয়োগ বন্ধ করার দাবিতে ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই সভা হয়। বক্তৃতা করেন বর্ধমান জেলার সভাধিপতি উদয়শঙ্কর সরকার ও আসানসোলের সাংসদ বংশগোপাল চৌধুরী। এদিন সংগঠনগুলির পক্ষ থেকে একটি ডেপুটেশন দেওয়া হয় আসানসোলের মহকুমাশাসক প্রতুল ভুঁইয়ার কাছে। দুর্গাপুরের মহকুমাশাসকের কার্যালয়ের পাশেও একই দাবিতে একটি সমাবেশ করে কৃষক সংগঠনগুলি। খুচরো বাজারে বিদেশি অনুপ্রবেশ রোধ করা, মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন সমাবেশের আয়োজন করা হয়। সংগঠনগুলির পক্ষ থেকে একটি স্মারকলিপিও দেওয়া হয় মহকুমাশাসক আয়েষারানি এ’র কাছে।
|
কয়লা বোঝাই লরি আটক
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
অবৈধ কয়লা বোঝাই একটি ছোট লরি আটক করল আসানসোল উত্তর থানার অন্তর্গত কল্যাণপুর ফাঁড়ির পুলিশ। ওই থানা এলাকার লালগঞ্জ হাটতলা অঞ্চল থেকে লরিটি আটক করা হয়। অবৈধ কয়লা পাচারের অভিযোগে শেখ ইমতিয়াজ আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। আটক হয় তার মোটরবাইকটিও। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বারবনির লালগঞ্জ এলাকায় রমরমিয়ে অবৈধ কয়লার কারবার চলছে বলে দীর্ঘদিন ধরে বাসিন্দারা অভিযোগ জানাচ্ছিলেন। এরপরেই অভিযানে নামে পুলিশ।
|
দরজা ভেঙে চুরি
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার দরজার তালা ভেঙে বেশকিছু সামগ্রী চুরি করে নিয়ে পালাল দুষ্কৃতীরা। রবিবার উখড়ার সারদাপল্লির ঘটনা। বাড়ির মালিক চঞ্চল দাস ও ভাড়াটিয়া নিরঞ্জন ঘোষরা জানান, রবিবার তাঁরা কেউ বাড়িতে ছিলেন না। সোমবার সকালে ফিরে এসে দেখেন দু’জনেরই দরজার তালা ভাঙা এবং বাড়ির ভিতরে সব লণ্ডভণ্ড হয়ে রয়েছে। এলাকাবাসীর ক্ষোভ, যেখানে সেখানে লোহা চোরদের অবৈধ ডিপো চলছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। পুলিশ অবশ্য জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।
|
বধূ ‘নির্যাতন’, ধৃত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বধূ নির্যাতনের অভিযোগে আসানসোলের মহিলা থানার পুলিশ গ্রেফতার করল কলকাতার ঠাকুরপুকুর এলাকার বাসিন্দা অভিষেক চট্টোপাধ্যায় এবং তাঁর বাবা অভিরূপ চট্টোপাধ্যায়কে। আসানসোলের চেলিডাঙা এলাকার বাসিন্দা গৃহবধূ পিয়াসী চট্টোপাধ্যায় পুলিশের কাছে অভিযোগ করেন, ২০১১ সালের ৩ ফেব্রুয়ারি তাঁর সঙ্গে অভিষেকের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন শ্বশুরবাড়ির লোকেরা।
|
|