কর্মী বৈঠকে মারধরে জড়িয়ে বিতর্কের মুখে ইস্তফা দিলেন তৃণমূল কংগ্রেসের দখলে থাকা তুফানগঞ্জ-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ও পূর্ত কর্মাধ্যক্ষ। রবিবার তুফানগঞ্জ-১ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপালি রায় ও পূর্ত কর্মাধ্যক্ষ রতন দাস দলের নেতাদের মাধ্যমে তাঁদের লিখিত পদত্যাগ পত্র মহকুমাশাসকের কাছে পাঠিয়ে দেন। গত রবিবার তুফানগঞ্জ নিউ টাউন এলাকায় একটি কর্মী বৈঠকে যোগ দিতে গিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন ওই সভাপতি ও কর্মাধ্যক্ষ। ঘটনার জেরে উত্তেজিত দীপালি দেবী কর্মাধ্যক্ষ রতন দাসের হাত থেকে ছাতা কেড়ে তাঁর ওপর হামলা চালান বলেও অভিযোগ ওঠে। তার পরেই ঘটনার তদন্তে নামেন ব্লক নেতৃত্ব। দীপালি দেবীর বিরুদ্ধে অনাস্থা আনার পাশাপাশি কর্মাধ্যক্ষ রতনবাবুকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত হয়। জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “দীপালি অসুস্থতার জন্য ইস্তফার অনুমতি চেয়ে ব্লক নেতৃত্বের কাছে আর্জি জানিয়েছিল। রতনবাবুও একই কারণে অব্যাহতি চেয়েছিলেন। দল তাঁদের দু’জনের আবেদনই মঞ্জুর করেছে।”
|
আন্তঃরাজ্য জাল টাকা পাচার চক্রের ৩ পান্ডাকে পুলিশ গ্রেফতার করল। শনিবার রাতে হরিশ্চন্দ্রপুরের কুমেদপুর থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে দু’লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। জাল টাকা নিয়ে কুমেদপুর স্টেশন থেকে ট্রেনে চেপে চেন্নাই যাওয়ার ছক কষে ওই দুষ্কৃতীরা। পুলিশ জানায়, ধৃতদের একজন হল তারিকুল ইসলাম। সে সোনাকুল এলাকার বাসিন্দা। বাকি দু’জনের নাম নুরুল ইসলাম। কালিয়াচক থেকে জাল টাকা নিয়ে ওই দুষ্কৃতীরা চেন্নাইতে পাচার করত। শনিবার দু’লক্ষ জাল টাকা নিয়ে তারা রওনা দেয়। কিন্তু ট্রেনে ওঠার আগে ধরা পড়ে। ধৃতদের কাছ থেকে ১০০টি হাজার ও ৫০০ টাকার ২০০টি জাল নোট উদ্ধার হয়।
|
রায়গঞ্জে হাসপাতাল নিয়ে তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সি মিথ্যা অভিযোগ তুলেছেন বলে দাবি করলেন মন্ত্রী আব্দুল করিম চৌধুরী। রবিবার তিনি বলেন, “দীপাদেবী প্রচার করছেন রায়গঞ্জের পানিশালায় নাকি হাসপাতাল তৈরির জন্য চাষিরা জমি দিতে রাজি। দীপাদেবী চাষিদের থেকে অঙ্গীকারপত্র নিয়ে মুখ্যমন্ত্রীকে দিন। মুখ্যমন্ত্রী জোর করে জমি নেবেন না।” কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ বলেন, “তৃণমূল চায় না হাসপাতাল হোক। তাই জমি অধিগ্রহণ করছে না।”
|
পুজোর আগে চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের স্থায়ীকরণের দাবি তুলল এনবিএসটিসি ড্রাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়ন। রবিবার নিগমের রিক্রিয়েশন হলে কনভেনশনে ওই দাবি তোলেন ইউনিয়ন নেতৃত্ব। এ ছাড়াও নিগমের কর্মীদের বকেয়া বেতন মেটানো এবং একশো নতুন বাস কেনার দাবিও করেন তারা। ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান বলেন, “দাবি বাস্তবায়নের জন্য আমরা কলকাতা গিয়ে পরিবহণ মন্ত্রীর কাছে আর্জি জানাব।”
|
ভুয়ো ভোটদাতা সেজে ভোট দেওয়ার চেষ্টা করার অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ঘটনাটি ঘটে মাথাভাঙার শিকারপুর হাইস্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে। ধৃতদের নাম নিতাই দাম ও ললিত বর্মা। ওই দু’জনের মধ্যে প্রথম জনের বাড়ি শিকারপুরে। অপরজনের বাড়ি বৈরাগীরহাটে। মাথাভাঙার এসডিপিও সীতারাম সিংহ বলেন, “স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে নাম ভাঁড়িয়ে ভোট দেওয়ার চেষ্টায় দু’জনকে ধরা হয়।”
|
পঞ্চায়েত নির্বাচনে কারও সঙ্গে জোট নয়। যে সব এলাকাতে লড়াই করার মতো ক্ষমতা থাকবে, সেখানে প্রার্থী দেবে সমাজবাদী পার্টি। রবিবার গোয়ালপোখরের নন্দঝাড়ে একথা জানান সমাজবাদী পার্টির অন্যতম সদস্য তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কিরণময় নন্দ। কেন্দ্রের ইউপিএ সরকারের উপর থেকে তৃণমূলের সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত সমর্থন করলেও পঞ্চায়েতে কারও সঙ্গে জোটে যেতে চান না বলে কিরণময়বাবু জানান। |