টুকরো খবর
পুত্র বদল, অভিযোগ
এক প্রসূতিকে পুত্র সন্তান বদল করে কন্যা দেওয়ার অভিযোগ উঠল রায়গঞ্জ জেলা হাসপাতালে। রবিবার বিকালে এই নিয়ে উত্তেজনা ছড়ায়। প্রসূতির পরিবারের লোকজন পুত্র সন্তান ফিরিয়ে দেওয়ার দাবিতে নার্স ও চিকিৎসকদের ঘেরাও করে বিক্ষোভ দেখান। আয়াদের সঙ্গে তাঁদের হাতাহাতি ও ধাক্কাধাক্কিও হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। চিকিৎসক মলয় সাহা এবং কর্তব্যরত নার্সের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রসূতির ভাই। সুপারের কাছেও তিনি অভিযোগ জানান। এ দিন ভারপ্রাপ্ত সুপার সোমনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘‘প্রয়োজনে ওই শিশু, প্রসূতি ও তাঁর স্বামীর ডিএনএ টেস্ট করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আর শিশু বদলের ঘটনা ঘটে থাকলে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” অভিযুক্ত চিকিৎসক মলয়বাবু জানান, এদিন বেলা ১১টা থেকে কয়েক ঘণ্টার মধ্যে ৩ প্রসূতির প্রসব হয়। প্রথম প্রসূতির পুত্র হয়। নার্সরা তাঁর পুত্র সন্তান ভুল করে গীতা যাদবের পরিবারকে দেখিয়েছিলেন মাত্র। ডিএনএ টেস্ট করলেই সবকিছু পরিস্কার হয়ে যাবে।” হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের মিলনপাড়ার বাসিন্দা গীতা যাদবকে শনিবার হাসপাতালে ভর্তি করানো হয়। এ দিন চিকিৎসক মলয়বাবু অস্ত্রোপচার করে প্রসূতির প্রসব করান। প্রসূতির ভাই রামশরফ যাদব বলেন, “রবিবার বেলা সাড়ে ১২টা নাগাদ অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে কর্তব্যরত কয়েক জন নার্স একটি পুত্র সন্তানকে দেখিয়ে বলেন যে দিদির ছেলে হয়েছে। এর পরে দুপুরে দিদিকে বেডে দেওয়ার পর দিদির পাশে একটি কন্যা সন্তান এনে রাখা হয়। তখন পুত্র সন্তানের কথা বললে নার্স ও আয়ারা জানান যে দিদির মেয়ে হয়েছে। প্রতিবাদ করলে আমাদের হাসপাতাল থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়।”

ভুল প্রতিষেধক শিশুকে, নালিশ
যে ওষুধ দেওয়ার কথা তা না দিয়ে এক শিশুকে ভুল প্রতিষেধক দেওয়ার অভিযোগ উঠেছে এক স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে। রবিবার সকালে ঘটনাটি ঘটে শিলিগুড়ির পুরসভার অধীন বাঘাযতীন পার্ক লাগোয়া একটি স্বাস্থ্য কেন্দ্রে। আশ্রম পাড়ার বাসিন্দা সমীর দাসের অভিযোগ, তিনি সাত বছরের মেয়েকে ওই কেন্দ্রে নিয়ে যান। মেয়েকে হেপাটাইটিস (এ) প্রতিষেধক দেওয়ার জন্য ৯০০ টাকা জমা দেন। তার রসিদও রয়েছে। কিন্তু তাকে ওই প্রতিষেধক দেওয়া হয়নি। তিনি বলেন, “স্বাস্থ্য কর্মীদের কাছ থেকে জানতে পেরেছি হেপাটাইটিস-এ’র বদলে হামের মতো রোগের প্রতিষেধক দেওয়া হয়েছে। ওই প্রতিষেধক মেয়েকে পাঁচ বছরে বয়সেই দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছি।” শিলিগুড়ির মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।”

নয়া অস্ত্রোপচার
কম্পিউটারের সাহায্য নিয়ে অস্ত্রোপচার করে মুখ ও চোয়ালের বিকৃতি সম্পূর্ণ নিরাময় সম্ভব বলে জানালেন অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক এন নির্ভিকল্পা। রবিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে ওই কথা জানান তিনি। তিনি জানান, মুখের টিউমার, মুখের ক্যানসার, দাঁতের অংশ মুখ থেকে বাইরে বেরিয়ে থাকা বা চোয়ালের বিকৃতি সম্পূর্ণ নিরাময় সম্ভব। তিনি বলেন, “ইতিমধ্যে ওই অস্ত্রোপচার সাফল্য পেয়েছে। শিলিগুড়ির বাসিন্দারাও যাতে ওই সুযোগ নিতে পারেন সে জন্যই সবাইকে জানানো হচ্ছে।”

স্বাস্থ্য পরীক্ষা শিবির
স্টেট গভর্ণমেন্ট পেনশনার্স ফেডারেশনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে স্বাস্থ্য শিবির হয়েছে রবিবার। কালেক্টরেটে অবস্থিত সংগঠনের অফিসের সামনেই শিবিরটি হয়। শিবিরে প্রায় ৩০০ অবসরপ্রাপ্ত কর্মচারীর স্বাস্থ্য পরীক্ষা হয়। শিবিরের উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) রজতকুমার সাইনি। ছিলেন মহকুমাশাসক সুরজিৎ রায়, মেদিনীপুর পুরসভার পুরপ্রধান প্রণব বসু।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.