|
|
|
|
টুকরো খবর |
এসপি-র আবেদন
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
শারদোৎসবের দিনগুলিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে শহরবাসীর সহযোগিতা চাইলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার সুনীলকুমার চৌধুরী। শুক্রবার খড়্গপুর গোলবাজার দুর্গামন্দিরে টাউন থানার উদ্যোগে হয় আলোচনাসভা। ছিলেন পুজো কমিটির উদ্যোক্তা, রাজনৈতিক দল ও পুলিশ-প্রশাসনের প্রতিনিধিরা। পুজোর সময় যানজট, দশর্নার্থীদের ভোগান্তি-সহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন পুজো উদ্যোক্তারা। সুনীলবাবু জানান, এ বছর নতুন কোনও পুজো কমিটিকে পুজোর অনুমতি দেওয়া হবে না। পুজো কমিটিগুলিকে নিজস্ব ভলেন্টিয়ার রাখতে হবে। মাইক বাজাতে হবে আইন মোতাবেক। পুজো কমিটিগুলির কাছে তিনি সিসিটিভি লাগানোর জন্য অনুরোধ জানান। পাশাপাশি এ বছরও পুলিশ প্রশাসনের উদ্যোগে শারদ সম্মান প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানান পুলিশ সুপার।
|
কোথায় কী |
সোমবার
স্কুলের সবুর্ণজয়ন্তী। জয়পুর এসটি এসসি অ্যান্ড বিসি হাইস্কুলের সুবর্ণজয়ন্তী বর্ষ পালন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কার্তিকচন্দ্র মাহাতো’র আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন।
সুবর্ণজয়ন্তী স্মারক তোরণেরও উদ্বোধন হবে।
বৃহস্পতিবার
সাংস্কৃতিক সন্ধ্যা। ‘সৃজন-ভূমি’ আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা। পরিবেশিত হবে
নৃত্যানুষ্ঠান ‘অন্য রবি’। মেদিনীপুরে শহিদ প্রদ্যোত স্মৃতি সদনে সন্ধ্যা ৬-৪৫।
রবিবার
বার্ষিক অনুষ্ঠান। খড়্গপুরের ‘রূপায়ণ’ সঙ্গীত সংস্থার ষোড়শ বার্ষিক অনুষ্ঠান।
শ্রুতি নাটক চিত্রাঙ্গদা ছাড়াও একক সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি।
কৌশল্যার সিলভার জুবিলি স্কুলমঞ্চে, অনুষ্ঠান শুরু সন্ধ্যা ৬.০৫ মিনিটে। |
|
|
|
|
|