পাঁচ অস্থায়ী কর্মী আটক
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
বিদ্যুতবাহী তারের সংযোগকারী গাছ কাটতে গিয়ে গ্রামবাসীদের হাতে ‘আটক’ হলেন বিদ্যুৎ বণ্টন কোম্পানীর পাঁচ অস্থায়ী কর্মী। ঘটনাটি ঘটেছে নলহাটি থানার রামপুর গ্রামে। প্রায় চার ঘণ্টা পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। স্থানীয় ও বিদ্যুৎ বণ্টন কোম্পানী সূত্রে জানা গিয়েছে, পুজোর আগে এলাকায় যে গাছগুলির সঙ্গে বিদ্যুতবাহী তারের সঙ্গে সংযোগ আছে সেই গাছগুলি কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতো গাছ কাটতে গিয়েই এই বিপত্তি। গ্রামবাসীদের দাবি, ওই কর্মীরা গাছ কাটার ক্ষেত্রে সতর্কতা নেননি। বিদ্যুৎ বণ্টন কোম্পানীর রামপুরহাটের সহকারি বাস্তুকার (রক্ষণাবেক্ষণ) প্রদীপকুমার মণ্ডল বলেন,“সমস্ত বিভাগকে জানিয়ে কাজ করার পরও এই সমস্যা। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য আরও বেশি প্রশাসনিক সাহায্য দরকার।”পুলিশ উভয় পক্ষকে নিয়েই আলোচনায় বসবে বলে জানিয়েছে।
|
বিডিওকে বিদায় সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
ভাল কাজের জন্য বিডিওকে বিদায় সংবর্ধনা দিল ময়ূরেশ্বর ২ ব্লকের নেতাজি সংস্কৃতি মঞ্চ। শনিবার ময়ূরেশ্বর ২ পঞ্চায়েত সমিতির সভাকক্ষে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অন্নপূর্ণা মুখোপাধ্যায়, রামপুরহাটের মহকুমাশাসক রত্নেশ্বর রায়। সম্প্রতি বাঁকুড়ার খাতরায় বদলির নির্দেশ এসেছে ময়ূরেশ্বর ২ ব্লকে বিডিও মাহাতো-র। ওই মঞ্চের সভাপতি তথা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অপূর্ব মণ্ডল বলেন, “শুধু প্রশাসনিক কাজই নয়, বিডিও নিজে উদ্যোগ নিয়ে এলাকায় বইমেলা-সহ নানা সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করেছেন।” সংবর্ধনায় আপ্লুত বিডিও বলেন, “এলাকাবাসীর সহযোগিতাতেই সমস্ত কর্মসূচি সফল হয়েছে।” ২০০৯ থেকে ময়ূরেশ্বর ২ ব্লকের বিডিও ছিলেন তিনি।
|
ক্লাস বয়কটের ডাক বিশ্বভারতীতে
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
পঠনপাঠনে ফের পুরনো সময়সূচি চালুর দাবিতে আজ, সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য ক্লাস বয়কটের ডাক দিল বিশ্বভারতীর বিদ্যা ও ভাষা ভবনের পড়ুয়াদের একাংশ। তাঁদের অভিযোগ, আগেই কর্তৃপক্ষকে অসুবিধার কথা জানিয়ে চিঠি দেওয়া হলেও কোনও আমল দেওয়া হচ্ছে না। তাই এই সিদ্ধান্ত। সম্প্রতি পুরনো ব্যবস্থা বাতিল করে নতুন সময়সারণী অনুযায়ী পঠনপাঠন চালু করেছে বিশ্বভারতী।
|
গ্রেফতারের দাবিতে মিছিল
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
অন্তঃসত্ত্বা বধূর ‘শ্লীলতাহানি’তে অভিযুক্ত পঞ্চায়েত প্রধান ও তাঁর সঙ্গীদের গ্রেফতারের দাবিতে রবিবার ষাটপলশায় মিছিল করল তৃণমূল। কয়েক দিন আগেই ময়ূরেশ্বরের ছোটডিবুর গ্রামে ১০০ দিনের কাজকে ঘিরে বচসায় এক বধূর শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছিল ষাটপলসা পঞ্চায়েতের সিপিএম প্রধান সঞ্জয় ধল্লা ও তাঁর তিনসঙ্গীর বিরুদ্ধে। অভিযুক্তদের খুঁজছে পুলিশ।
|
মামলার নিষ্পত্তি
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
বিভিন্ন ব্যাঙ্কের ঋণ সংক্রান্ত ১১টি ‘পিএলএ’ (প্রি লিটিগেশন অ্যাপ্লিকেশন)-সহ মোট ১৩৮টি মামলার নিষ্পত্তি হল বোলপুর লোক আদালতে। সরকার পক্ষের আইনজীবী ফিরোজকুমার পাল বলেন, “বোলপুর ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক সোমেশপ্রসাদ সিংহের তদারকিতে এসিজেএম পীযূষ ঘোষ ও সহকারী দায়রা বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে মামলাগুলির নিষ্পত্তি হয়েছে।” আইনজীবী ছিলেন তপনকুমার দে ও সঞ্জয় জয়সওয়াল।
|
তিন মাস ধরে মাড়গ্রাম থানার শিলগ্রাম এলাকায় একটি ট্রান্সফর্মার বিকল হয়ে আছে এই অভিযোগে শুক্রবার গ্রামবাসীদের একাংশ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানীর রামপুরহাট মহকুমার বিভাগীয় আধিকারিককে স্মারকলিপি দেন। বিদ্যুৎ বণ্টন কোম্পানীর মাড়গ্রাম গ্রাহক পরিষেবা কেন্দ্রের সহকারি বাস্তুকার শুভাশিস সরকার অভিযোগের ‘সত্যতা’ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। যদিও গ্রামবাসীদের দাবি, মে মাসে ২৫ কেভির একটি ট্রান্সফর্মার খারাপ হয়ে যাবার পর জুন মাসে একটি ট্রান্সফর্মার দেওয়া হলেও মাত্র ৩ ঘণ্টা চলার পর সেটিও খারাপ হয়ে যায়।
|
বন্ধের দিনে সমিতির কার্যালয়ে যাবার পথে মুরারই-২ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কংগ্রেস নেত্রী রুহিনা বিবির গাড়ি ভাঙচুরের প্রতিবাদে শনিবার মুরারইয়ের ১৬টি পঞ্চায়েতে পথ অবরোধ করে কংগ্রেস। |