জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের জলের ট্যাপকল কার বাড়ির কাছে হবে তা নিয়ে বিবাদে খুন হলেন এক যুবক। শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানা এলাকার বৃন্দারামপুর গ্রামে ওই ঘটনায় নিহতের নাম নবকুমার হালদার (৩০)। নিহতের দাদার অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী শম্ভু হালদারকে শনিবার বিকালে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃন্দাবনপুর গ্রামে জনস্বাস্থ্য ও কারিগরি দফতর থেকে জলের পাইপ বসানোর কাজ চলছে। কিন্তু ট্যাপকল কার বাড়ির সামনে হবে তা নিয়ে দু’দিন আগে নবকুমার হালদারের সঙ্গে প্রতিবেশী শম্ভু হালদারের বিবাদ শুরু হয়। শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ বিজয়গঞ্জ বাজারে দোকান বন্ধ করে নবকুমারবাবু বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় তাঁকে একা পেয়ে শম্ভু হালদার শাবল দিয়ে আঘাত করে। স্থানীয় বাসিন্দারা নবকুমারবাবুকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়না তদন্তের জন্য ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, পুরনো আক্রোশের জেরেই এই খুন হয়েছে।
|
বসিরহাট থেকে নিখোঁজ একাদশ শ্রেণির দুই ছাত্রীকে শনিবার মুম্বই থেকে উদ্ধার করল পুলিশ। এক জনের বাড়ি বসিরহাটে। অপর জন বাদুড়িয়ার বাসিন্দা। পুলিশ জানায়, গত মঙ্গলবার তারা বসিরহাটের পুরাতন বাজারে গিয়েছিল বই কিনতে। সেখান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। বসিরহাটের মেয়েটির বাবা মেয়েকে অপহরণের অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় পুলিশ তারিকুল মণ্ডল নামে একজনকে খুঁজছে পুলিশ।
|
পার্টি অফিসে ঢুকে আরএসপি কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর সরবেড়িয়া পুরাতন বাজারে এই ঘটনায় আরএসপির তিন কর্মী জখম হয়েছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
|
হাসপাতাল চত্বরে মাদক মেশানো পানীয় খাইয়ে টাকাপয়সা নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বারাসত জেলা হাসপাতালে। |