তৃণমূলের ফুটবল ম্যাচ, বাতিল পরীক্ষা
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
স্কুলের সামনে রমরমিয়ে চলছে তৃণমূল আয়োজিত ফুটবল প্রতিযোগিতা। ছবি: সুদীপ ভট্টাচার্য। |
স্কুলের পাশেই মাঠ। শনিবার সকাল থেকে সেখানেই ফুটবল প্রতিযোগিতা। আয়োজক যুব তৃণমূল। স্কুল কর্তৃপক্ষের কাছে ফুটবলারদের ড্রেসিংরুম হিসেবে ব্যবহারের জন্য খান কয়েক ক্লাসরুম চেয়ে আবেদন করেছিল তণমূল। আর তাতেই প্রমাদ গুনেছিলেন কৃষ্ণনগরের দোগাছি হাইস্কুলের প্রধান শিক্ষক জহর বিশ্বাস, স্কুলে যে ইউনিট টেস্ট চলছে! প্রতিযোগিতা হলে মাইকের দাপট, দর্শকদের সোল্লাশে পরীক্ষা দেবে কী করে ছাত্রছাত্রীরা? রাজ্যে ক্ষমতাসীন রাজনৈতিক দলকে, প্রতিযোগিতা পিছিয়ে দেওয়ার অনুরোধ করার সাহস হয়নি স্কুল কর্তৃপক্ষের। বাধ্য হয়ে শনিবারের ওই পরীক্ষাই পিছিয়ে দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। এ দিন সকালে স্কুলের বারান্দায় দাঁড়িয়ে জহরবাবু বলেন, “দেখতেই পাচ্ছেন, কেমন মাইক বাজছে, চেঁচামেচি হচ্ছে। এই অবস্থায়আর যাই হোক পরীক্ষা দেওয়া যায় না।” কিন্তু প্রতিযোগিতা ক’দিন পিছিয়ে দেওয়া যেত না? নদিয়া জেলা যুব তৃণমূল সভাপতি দেবব্রত মিত্র বলেন, “যারাই এ প্রতিযোগিতার উদ্যোক্তা হোক কাজটা ঠিক করেনি। আয়োজকদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে।” |
দফতরে ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
ট্রান্সফর্মার সারানোর দাবিতে সুতির সৈয়দপুর গ্রামের বাসিন্দাদের একাংশ শনিবার বিদ্যুৎ দফতরের রঘুনাথগঞ্জ ডিভিশনাল অফিসে ভাঙচুর চালায়। প্রহৃত দফতরের দুই কর্মী জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। |