টুকরো খবর
আঙুলে গুরুতর চোট রামনের
হাসপাতালে রামন। শনিবার। ছবি: উৎপল সরকার
বাংলার প্র্যাক্টিসে বড় চোট পেলেন কোচ ডব্লিউ ভি রামন। শনিবার সিএবি-র ইন্ডোরে প্র্যাক্টিস চলার সময় নেটের পাশের স্ট্যান্ড ফ্যানে আচমকা আঙুল ঢুকে যায় রামনের। ডানহাতের তর্জনীর নখ উড়ে যায়, আঙুলে সামান্য চিড়ও ধরেছে। অস্ত্রোপচার হয়েছে আঙুলে। বাইপাসের ধারের হাসপাতালে ভর্তি বাংলা কোচকে রবিবার ছাড়া হবে। সিএবি-র পক্ষ থেকে বলা হচ্ছে, রামনের চোট নিছক দুর্ঘটনা। নেটের পাশেই যে স্ট্যান্ড ফ্যান চলছিল, অন্যমনস্ক থাকায় তা খেয়াল করেননি রামন। সিএবি-র যুগ্ম-সচিব সুজন মুখোপাধ্যায় বলছেন, “স্ট্যান্ড ফ্যান নেটের পাশে সব সময়ই থাকে।” যদিও উপস্থিত ক্রিকেটারদের কারও কারও অভিযোগ, ইন্ডোরের হাল অত্যন্ত খারাপ। ভেন্টিলেটর বন্ধ বলেই ফ্যান চালাতে হয়। রামনের অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত। এমনকী আঙুলের অবস্থা দেখে রামন ঠিকও করে ফেলেছিলেন চেন্নাই ফিরে যাবেন। প্রথমে যে হাসপাতালে সিএবি-র লোকজন তাঁকে নিয়ে যায়, সেই হাসপাতালও তাঁর পছন্দ হয়নি। পরে নিজের ডাক্তারের সঙ্গে কথা বলে অন্য হাসপাতালে যান রামন। সেখানেই অস্ত্রোপচার হয়। ডাক্তাররা জানিয়েছেন, আঙুল সেরে উঠতে বেশ কয়েক সপ্তাহ লাগবে। এ দিকে, ২৭ সেপ্টেম্বর চ্যালেঞ্জার ট্রফি খেলতে রওনা হচ্ছে বাংলা। আপাতত যা খবর, রামন যাবেন টিমের সঙ্গে। কিন্তু পুরোদমে প্র্যাক্টিস করানো তাঁর পক্ষে সম্ভব হবে না।

ভূপতিদের নির্বাসনের উপর আদালতের স্থগিতাদেশ
তাঁদের বিরুদ্ধে এআইটিএ-র নির্বাসনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে চলেই গেলেন ভূপতি-বোপান্না। এবং শনিবারই দুই বেঙ্গালুরিয়ান টেনিস তারকা কর্নাটক হাইকোর্ট থেকে স্থগিতাদেশ পেয়ে গেলেন। আদালতের রায়ের কপি এআইটিএ-র পাশাপাশি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছেও পাঠানো হয়েছে। ভূপতিদের প্রশ্ন ছিল, ভারতীয় অলিম্পিক সংস্থাকে না জানিয়ে এআইটিএ নিজেরা প্লেয়ারদের এ ভাবে নির্বাসিত করতে পারে কি না? শৃঙ্খলাভঙ্গের দায়ে ফেডারেশন ভূপতি-বোপান্নাকে ২০১৪-র ৩০ জুন পর্যন্ত ভারতীয় দলে নির্বাচিত না করার যে সিদ্ধান্ত নিয়েছে, আদালত তার ওপর স্থগিতাদেশ দেওয়ায় ওই দুই খেলোয়াড়কে কি তা হলে ভারতীয় দলে ফেরানো হবে? প্রশ্ন করলে এআইটিএ মুখপাত্র হিরন্ময় চট্টোপাধ্যায় বললেন, “আমরা ওদের নির্বাসিত করিনি। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভারতীয় দলের জন্য ওদের দু’জনের নাম বিবেচনা না করার সিদ্ধান্ত নিয়েছি। এবং সেটা সম্পূর্ণ এআইটিএ-র গঠনতন্ত্র মেনেই। আদালত স্থগিতাদেশ দিয়েছে। আমাদের সিদ্ধান্তকে খারিজ করেনি। এখন মামলা চলবে। মামলায় ভূপতিরা জিতলে তবেই তো ভারতীয় দলে ওদের ফেরানোর কথা উঠবে।”

ফার্গির চিঠি সমর্থকদের, আপসে মানচিনি
জোড়া মহালড়াইয়ের আগেই শিরোনামে ফার্গি-মানচিনি। রবিবার লিভারপুলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সমর্থকদের সংযত আচরণ করতে যখন প্রত্যেক ভক্তকে অভিনব চিঠি দিচ্ছেন ম্যান ইউ বস স্যর অ্যালেক্স ফার্গুসন, তখন ঘরের মাঠে আর্সেনালের মুখোমুখি হওয়ার আগের দিন দলের তারকা স্ট্রাইকার বালোতেল্লিকে নিয়ে বিতর্কের খবরকে উড়িয়ে দিলেন ম্যাঞ্চেস্টার সিটি-র কোচ রবের্তো মানচিনি। দু’দলের সমর্থকদের ‘যুদ্ধং দেহি’ মনোভাবের ঐতিহ্যের মধ্যেই রবিবার অ্যানফিল্ড স্টেডিয়ামে ‘গোলাপের যুদ্ধ’ ম্যান ইউ আর লিভারপুলের। উত্তেজনার পারদ এতটাই চড়া যে, তাঁর দলের সমর্থকদের উদ্দেশ্যে চিঠিতে ফার্গির আহ্বান, “অতীত ভুলে ম্যাচ উপভোগ করুন। মাঠের ৯০ মিনিটের লড়াইকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাবেন না। রবিবারই আর এক ম্যাঞ্চেস্টার নিজেদের মাঠে আর্সেনালের বিরুদ্ধে নামছে। থিও ওয়ালকট-আর্শাভিনদের হারাতে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে দলে না রাখা বালোতেল্লিকে খেলানোর আভাস দিয়েছেন ম্যান সিটি কোচ মানচিনি। বলা হচ্ছিল, শৃঙ্খলাজনিত কারণে ইতালীয় স্ট্রাইকারকে রিয়াল ম্যাচে মানিচিনি দলে রাখেননি। মানচিনি অবশ্য বলেছেন, “ওই ম্যাচে আক্রমণে তেভেজকে একা রাখতে চেয়েছিলাম বলেই দলে ছিল না বালোতেল্লি। বাকিটা মিডিয়ার জল্পনা।”

বিস্তকে পাল্টা জবাব মুরলীর
রাজস্থানের রবিন বিস্তের ১১৭ রানের পাল্টা জবাব দিলেন অবশিষ্ট ভারতের মুরলী বিজয়। তাঁর অপরাজিত ১৫১ রানের দাপটে ব্যাকফুটে গত বছরের রঞ্জি জয়ীরা। রান পেলেন চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানেরাও। রাহানে করলেন ৮১ রান। পূজারার সংগ্রহ ৭৮। প্রথম ইনিংসে রাজস্থানের তোলা ২৫৩ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে অবিশষ্ট ভারত ২ উইকেটে ৩২৮। ক্রিজে মুরলীর সঙ্গে ১ রানে অপরাজিত আছেন বদ্রীনাথ।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.