বাইপাসে একটাই গর্তে টাল হারিয়ে একই দিনে দু’টি বাইক দুর্ঘটনা ঘটল। মানুষ মারা গেলেন। আরও অসংখ্য সম্ভাব্য-ঘাতক গর্ত শুধু বাইপাস নয়, গোটা কলকাতা জুড়ে হাঁ করে আছে। অনেকে নিন্দে করছেন, কেন এত গর্ত? উত্তর দুটো। যদি ভাঁড়ের বা বোতামের প্যান্ডেল হতে পারে, গর্তের রাস্তা হবে না কেন? আর, এক খ্যাত শিশুসাহিত্যিক বলেছিলেন, পাউরুটি আসলে ফুটো জুড়ে জুড়ে তৈরি। বোকারা কি জানেন না, রাস্তাও আসলে গর্ত জুড়ে জুড়ে তৈরি? |