টুকরো খবর
মমতার কাছে ঢাকার ভারতীয় দূত
পড়শি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে পারস্পরিক আদানপ্রদান বাড়ানোর উপরে জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সারন শনিবার মহাকরণে তাঁর সঙ্গে দেখা করেন। দু’দেশের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে তাঁদের আলোচনা হয়। সেই সময়েই মুখ্যমন্ত্রী বলেন, দু’দেশের মানুষ একই ভাষায় কথা বলেন, একই গান করেন। শুধু তাঁদের মধ্যে যোগাযোগ একটু বাড়ালেই ভারত-বাংলাদেশ সম্পর্ক অনেক দূর এগিয়ে যেতে পারে। মমতা ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে জানিয়ে দেন, রাজ্যের কৃষকদের স্বার্থ রক্ষা করেই ঠিক করা হবে বাংলাদেশকে কতটা তিস্তার জল দেওয়া হবে। মার্চে ঢাকায় দায়িত্ব নেওয়ার পরে পঙ্কজ সারন এই প্রথম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখোমুখি হলেন। বিকেল চারটেয় মমতার ঘরে ঢুকে তিনি প্রায় আধ ঘণ্টা কথা বলেন। পরে তিনি জানান, দু’দেশের সম্পর্ক এখন আগের চেয়ে অনেক ঘনিষ্ঠ। এ জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরও অবদান রয়েছে। কেন্দ্র তাঁর সঙ্গে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে যোগাযোগ রেখে চলেছে। এ দিনও দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় নিয়ে তিনি কথা বলেন। সারন বলেন, এ দিনের আলোচনা মূলত সৌজন্যমূলক হলেও খুবই ইতিবাচক হয়েছে। দু’দিন আগে গুয়াহাটিতে অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের সঙ্গেও দেখা করেছিলেন সারন। সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে সে রাজ্যে বেআইনি ভাবে বসবাসকারী বাংলাদেশিদের চিহ্নিতকরণ ও ফেরত পাঠানো নিয়ে কিছু সমস্যার বিষয়ে গগৈ তাঁর দৃষ্টি আকর্ষণ করেছেন।

বিতর্কিত ছবির নির্মাতাকে খুন করলে মিলবে পুরস্কার, ঘোষণা পাক মন্ত্রীর
ইসলাম-বিরোধী সিনেমার পরিচালককে মারতে পারলে এক লক্ষ ডলার পুরস্কার দেওয়া হবে। আজ এ কথা ঘোষণা করেন পাকিস্তানের রেলমন্ত্রী গুলাম আহমেদ বিলৌর। জানিয়েছেন, নিষিদ্ধ তালিবান বা আল কায়দা জঙ্গিরা যদি এই কাজ করে দেখাতে পারে, তা হলে পুরস্কৃত করা হবে তাদেরও। খুনে এ ভাবে মদত দেওয়া অপরাধ। তা জানা সত্ত্বেও ধর্মনিরপেক্ষ আওয়ামি ন্যাশানাল পার্টির সদস্য বিলৌরের এ হেন মন্তব্যে অবশ্য বিস্ময় প্রকাশ করেছেন বহু পাক রাজনীতিকই। এ দিকে গত কালের হিংসায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেইশ। ইসলাম-বিরোধী সিনেমা নিয়ে মানুষ যাতে প্রতিবাদ জানাতে পারেন, তাই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল কাল। কিন্তু শান্তিপূর্ণ প্রতিবাদের বদলে পেশোয়ার, করাচি, রাওয়ালপিন্ডির মতো শহরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুধু করাচিতেই নিহত হন ১৭ জন। এর মধ্যে দু’জন পুলিশও রয়েছেন। পেশোয়ারে মারা যান অন্তত ৬ জন। তবে ইউটিউবে বিতর্কিত ভিডিওটি আর যাতে দেখা না যায়, তাই ইতিমধ্যেই তা ব্লক করে দিয়েছে পাক প্রশাসন। এ দিন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টন সাংবাদিকদের বলেন, পাকিস্তানের সার্বভৌমত্বকে তাঁরা সমর্থন করেন। কিন্তু সার্বভৌমত্বের সঙ্গে কিছু দায়িত্বও জড়িয়ে আছে। বাইরের দুনিয়া তাদের দেখে ভয় পায়, এমন কিছুই পাকিস্তানের করা উচিত নয়।

বেনগাজির ঘাঁটি থেকে উচ্ছেদ জঙ্গিরা
গণ-প্রতিরোধের মুখে পড়ে ঘাঁটি ছেড়ে পালাল লিবিয়ার কট্টরপন্থী জঙ্গি গোষ্ঠী আনসর আল-শরিয়া। জঙ্গিগোষ্ঠীগুলির ক্রমশ বাড়তে থাকা ক্ষমতার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছিল কাল থেকেই। গত কাল প্রায় দশ হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। আজ জনতা চড়াও হয় আনসার আল-শরিয়ার প্রধান ঘাঁটিতে। কিছু দিন আগে ইসলাম-বিরোধী সিনেমাকে ঘিরে উত্তাল হয়ে ওঠে বেনগাজি। নিহত হন লিবিয়ার মার্কিন রাষ্ট্রদূত ক্রিস স্টিভেনস-সহ চার মার্কিন। অভিযোগ, আল-শরিয়ার জঙ্গিরাই এই হত্যাকাণ্ডে জড়িত। যদিও তাদের তরফে এ কথা স্বীকার করা হয়নি। প্রতিরক্ষা মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন আধা সামরিক বাহিনীর ছাউনিতেও এ দিন হামালা চালায় বিক্ষোভকারীরা। নিহত হয়েছেন চার জন। বেনগাজির কাছে হাওয়ারি জেলায় সংঘর্ষে আহত হন প্রায় ৪০ জন।

‘ওম শান্তি’, রাষ্ট্রপুঞ্জে বার্তা বচ্চন-বধূর
বিশ্ব শান্তি দিবস উপলক্ষে রাষ্ট্রপুঞ্জের অনুষ্ঠানে ঐশ্বর্যা রাই বচ্চন। ছবি: পি টি আই
নিস্তব্ধ চার দিক। ধীরে ধীরে মঞ্চে উঠে এলেন ঐশ্বর্যা। দর্শকদের অভিবাদন জানিয়ে বললেন “ওম শান্তি”। আর এ ভাবেই বিশ্বের দরবারে ছড়িয়ে দিলেন শান্তির বার্তা। ‘বিশ্ব শান্তি দিবস’ উপলক্ষে গত কাল রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়ছিল। সেখানে ঐশ্বর্যার পাশাপাশি ছিলেন মহাসচিব বান কি মুন, রাষ্ট্রপুঞ্জের শান্তির দূত মাইকেল ডগলাস-সহ বহু নামীদামি ব্যক্তিত্ব। ছিল বিভিন্ন দেশের ছাত্রছাত্রীরাও। তাদের উদ্দেশে ঐশ্বর্যার বার্তা,“জীবনে অনেক উন্নতি করো। কিন্তু কখনও দাম্ভিক বা অহঙ্কারী হবে না। তবেই নিজে শান্তি পাবে। শান্তি আসবে বিশ্বে।” এ বিষয়ে তিনি তাঁর বাবার দেওয়া শিক্ষা মেনে চলেন বলে জানান। আরও জানান, এই সংস্কৃত শ্লোকটা তাঁর নিজের জীবনের সঙ্গেও ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছে।

পথের পোলা
আফগানিস্তানের পথে পড়ে একটা পুটুলি। প্রথমে বোমা ভেবে পোলিশ সেনারা এগোলেও পরে দেখেন সদ্যোজাত মেয়ে। তার দেখভালেই এখন দারুণ ব্যস্ত তারা। নাম রেখেছেন পোলা।

ভারতীয় আটক
ভিসার নিয়ম ভাঙা ও চুরির মতো অপরাধে কুয়েতে আটক করা হয়েছে প্রায় ২,১০০ জনকে। এঁদের অনেকেই ভারতীয়। তবে সংখ্যাটা স্পষ্ট নয় ভারতীয় দূতাবাসের কাছেও।

চিনে থাবা
দড়িদড়া ছাড়াই শ’খানেক বাড়ি বেয়ে উঠেছেন। বিশ্বের উচ্চতম, ৮২৮ মিটার বুর্জ খলিফাতেও। চিনে মাত্র ৩৮৮ মিটার উঠতেই ‘ভ্যাকুয়াম-থাবা’ নিলেন ফ্রান্সের অ্যালাঁ রোব্যের।

পরীক্ষায় প্যাপিরাস
যে প্যাপিরাসের লেখার জেরে যিশুর বিয়ে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তা ৪র্থ শতকের কিনা, যাচাই করে দেখছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। গবেষণাপত্রটি ছাপার প্রশ্ন তার পরে।

নগ্ন বদলা
পাক পঞ্জাবে এক মৌলবি-কন্যাকে নগ্ন ঘোরাল ৫ যুবক। চেষ্টা করে ধর্ষণেরও। মেয়েটির দাদার বিরুদ্ধে ইভ টিজিংয়ের অভিযোগ খারিজ হওয়াতেই এই ‘বদলা’।

নিমন্ত্রিত ৩০০০
ফেসবুকে নিমন্ত্রণ পেয়ে হাজির প্রায় ৩ হাজার মানুষ। পুলিশ হটাতে গেলে বেধে যায় দাঙ্গা। নিমন্ত্রণকারী অনুষ্ঠানটিকে ‘ব্যক্তিগত’ চিহ্নিত করতে ভুলে গিয়েছিলেন।

বে-লাগাম মদ্যপ
৪ শিশু-সহ ৭ জনকে পিষে মারল এক মদ্যপ। আহত ৪ জন। ঘণ্টায় ২০০ কিমি বেগে গাড়ি চালাতে গিয়েই বাস স্টপে দাঁড়িয়ে থাকা মানুষদের ধাক্কা মারে সে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.