টুকরো খবর
পেট্রোল পাম্পে ঝলসানো দেহ
পেট্রোল পাম্পের পিছন থেকে মালিকের ঝলসানো দেহ উদ্ধার হল। শুক্রবার বিকালে ডুয়ার্সের বানারহাট থানার চামূর্চি মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মানসিক অবসাদের ফলে ওই পাম্প মালিক গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন বলেই মনে হচ্ছে। জলপাইগুড়ির পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “পুরো ঘটনাটির তদন্ত চলছে। বেশ কয়েক দিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। তবে দেহের ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি পরিস্কার হবে।” পুলিশ সূত্রের খবর, সন্ধ্যা পর্যন্ত মৃতের পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিশ জানায়, মৃত ওই পেট্রোল পাম্প মালিকের নাম অশোক সোম (৪৮)। পাশেই তাঁর বাড়ি। তাঁর স্ত্রী ও এক ছেলে রয়েছে। ছেলে শিলিগুড়ির একটি বেসরকারি সংস্থায় কর্মরত। এদিন বিকালে পাম্পের পিছনে জেনারেটার ঘরের পাশে ফাঁকা জায়গাতে তাঁর ঝলসানো দেহটি দেখতে পান পাম্পের এক কর্মী। স্থানীয় বাসিন্দারা এসে দেহটি বানারহাট প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অশোকবাবু ছাড়া পাম্পে এক কর্মী থাকতেন। ওই কর্মী সাগর বরাইক পুলিশকে জানিয়েছেন, গত কয়েকদিন ধরে অশোকবাবুর অন্যরকম ব্যবহার করছিলেন। বাড়ি থেকে দুপুরে খেয়ে ফিরে দেহটি লক্ষ করেন। মৃতের স্ত্রী পুলিশের কাছে স্বামীর মানসিক অবসাদের বিষয়টি জানিয়েছেন। ছেলে তন্ময় মন্তব্য করতে চাননি।

পুর কমিশনারকে স্মারকলিপি
অন্যায় ভাবে উচ্ছেদ করা এবং পার্কিং ফি আদায়কারীরা তাঁদের কাছ থেকে টাকা তুলছে অভিযোগ তুলে পুর কমিশনারকে স্মারকলিপি দিল হকার এবং ঘুমটি ব্যবসায়ীরা। শুক্রবার তাঁদের নিয়ে মিছিল করে শিলিগুড়ি পুরসভায় স্মারকলিপি দিতে হাজির ছিলেন বিরোধী দলনেতা মুন্সি নুরুল ইসলাম, দিলীপ সিংহ-সহ অন্যান্য বাম কাউন্সিলরদের অনেকেই। তাঁদের অভিযোগ, সম্প্রতি সেবক রোডে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে বসে থাকা ঘুমটি ব্যবসায়ী, হকারদের উচ্ছেদ করা হয়েছে। পার্কিংয়ের জায়গা বরাত দেওয়া হয়েছে পুরসভার তরফে। অথচ হকারদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে। পুর কমিশনার প্রভুদত্ত ডেভিড প্রধান বলেন, “দাবির বিষয়টি মেয়রকে জানানো হবে।” বিরোধী দলনেতা মুন্সি নুরুল ইসলাম জানান, বলেন, “এ ভাবে টাকা তোলা বন্ধ করতে হবে। যারা এ কাজ করছেন পুর কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন বুঝতে পারছি না।”

নির্বাচন প্রক্রিয়া শুরু করার দাবি
নতুন করে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের কুকুরজান হাই স্কুলের পরিচালন সমিতির নির্বাচন প্রক্রিয়া শুরু করার দাবি জানাল সিপিএম। শুক্রবার সিপিএমের তরফে জলপাইগুড়ির জেলাশাসক, জেলা পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়ে এই দাবি জানানো হয়। সিপিএমের অভিযোগ, স্কুলের পরিচালন সমিতির নির্বাচনে দলের প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা দেয় তৃণমূলের কর্মী সমর্থকরা। গত বৃহস্পতিবার দলের কর্মীরা মনোনয়ন জমা দিতে গেলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ করেছে সিপিএম। দলের জেলা সম্পাদক কৃষ্ণ বন্দোপাধ্যায় জানান, শিক্ষা ক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশকে দূষিত করছে তৃণমূল। আর প্রশাসন নীরব দর্শক হয়ে রয়েছে। যদিও তৃণমূলের তরফে পাল্টা অভিযোগ করে বলা হয়, সিপিএমের সাংগঠনিক শক্তি তলানিতে ঠেকায় তাঁরা নির্বাচনে প্রার্থীই খুঁজে পায়নি। সে কারণেই অবাস্তব অভিযোগ করেছে। তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি চন্দন ভৌমিক জানান, সিপিএমের যখন কিছু করার থাকে না তখনই অবান্তর সব অভিযোগ করে।

প্রচারে প্রশাসন
দুর্গাপুজোর ভিড়ে অভিভাবকদের থেকে শিশুরা আলাদা হয়ে গেলে কী করা উচিত তা নিয়ে প্রচার চালাবে পুলিশ প্রশাসন। শুক্রবার দুপুরে আলিপুরদুয়ারে পুলিশ সুপার অমিত জাভালগি মহকুমার বিভিন্ন থানার পুলিশ অফিসারদের সঙ্গে পুজো নিয়ে বৈঠক করেন। পুলিশ সুপার জানান, পুজোর আগে বিভিন্ন এলাকায় প্রচার চালানো হবে। অভিভাবকেরা যাতে শিশুদের পকেটে নাম ঠিকানা, ফোন নম্বর রাখেন তা বলা হবে। কোনও শিশু হারিয়ে গেলে দ্রুত অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা যাবে।

প্রচারে কমিটি
ডেঙ্গি, এনসেফেলাইটিস ও চিকুনগুনিয়া রুখতে ট্যাবলো নিয়ে মালবাজার মহকুমায় প্রচার চালালেন জলপাইগুড়ির সমাজ ও নদী বাঁচাও কমিটি। শুক্রবার সংগঠনের পক্ষ থেকে লাটাগুড়ি চালসা হয়ে মালবাজার পুর এলাকা অবধি প্রচার চালানো হয়। লিফলেট এবং মাইকেও প্রচার চালানো হয়।

গাড়ি ভস্মীভূত
বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে ভস্মীভূত হয়ে গেল ছোট গাড়ি। বৃহস্পতিবার গভীর রাতে মালবাজার থানার ক্রান্তি ফাঁড়ির কৈলাশপুর ও কাঠামবাড়ি বাজারের মাঝখানে দুর্ঘটনাটি ঘটে। তবে কেউ হতাহত হয়ননি। পুলিশ জানিয়েছে, গাড়ি মালিকের খোঁজে তল্লাশি চলছে। এর পর বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়।

আসছে কেন্দ্রের দল
রাজীব আবাস যোজনার প্রস্তুতি পর্বের কাজে শিলিগুড়িতে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। শনিবার তারা শহরে পৌঁছবেন। ওই প্রকল্পের বরাদ্দ পেতে কাজের নমুনা তুলে ধরতে পুরসভার ৫ টি বরোর প্রতিটিতে ১টি করে বস্তি উন্নয়ন হবে। বরাদ্দ মিললে অন্য বস্তিগুলিতে উন্নয়ন কাজ হবে বলে জানান মেয়র গঙ্গোত্রী দত্ত।

নয়া যুব সভাপতি
তৃণমূল যুব কংগ্রেসের জলপাইগুড়ি সাংগঠনিক জেলার দায়িত্ব পেলেন বুবাই কর। শুক্রবার তৃণমূলের যুব সংগঠনের রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী বুবাইবাবুকে জলপাইগুড়ি সাংগঠনিক জেলার নতুন সভাপতি নিয়োগ করেছেন বলে খবর। জেলা সংগঠনের সভাপতিকেও এ কথা জানিয়ে দেওয়া হয়েছে।

পৌঁছল জওয়ানের দেহ
ছত্তিশগড়ের বস্তার জেলার ভেজি থানা এলাকায় মাওবাদী হামলায় নিহত সিআরপিএফ জওয়ান মহদেব মিনজের দেহ শুক্রবার বিকালে নাগরাকাটার এসে পৌঁছাল। গত বুধবার সকালে মাওবাদী হানায় মহাদেববাবু মারা যান। আরও ২ জওয়ান গুরুতর আহত হন। নিহতের নাগরাকাটার সুখানিবস্তির বাড়িতে দেহ আসার পর এলাকাবাসী তাঁর শেষযাত্রায় শরিক হন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.