একটি আন্তঃরাজ্য বাসে হানা দিয়ে ৫১টি কচ্ছপ উদ্ধার করল দিঘা পুলিশ। এর সঙ্গেই বন্যপ্রাণী সংরক্ষণ আইন অমান্য করে কচ্ছপ পাচারের দায়ে গ্রেফতার করা হয়েছে বাসের চালক-সহ তিন বাসকর্মীকে। শুক্রবার কাঁথি-পুরী রুটের দাক্ষায়ণী নামে একটি বাসে ওড়িশা থেকে কাঁথিতে পাচারের জন্য কচ্ছপ নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে দিঘায় বাংলা ওড়িশা বর্ডারে ওঁত পাতে পুলিশ। বাসটি বর্ডার পেরিয়ে রাজ্যে ঢুকতেই হানা দিয়ে কচ্ছপগুলি উদ্ধার করা হয়। দিঘার ওসি অজিত ঝা জানান, চোরা বাজারে বিক্রির জন্যই বাসকর্মীরাই কচ্ছপগুলি বাসে লুকিয়ে ওড়িশা থেকে কাঁথিতে পাচার করছিল। তিন বাসকর্মীকে গ্রেফতার করা ছাড়াও বাসটিকে আটক করা হয়। উদ্ধার হওয়া ৫১টি কচ্ছপকে বন দফতরের হাতে তুলে দিলে তারা দেওয়া কচ্ছপগুলি শঙ্করপুর সমুদ্রে ছেড়ে দিয়েছেন বলে জানা গিয়েছে।
|
রাস্তার পাশ থেকে উদ্ধার হল একটি মৃত ময়াল। শুক্রবার বিষ্ণুপুরের বাঁকাদহ রেঞ্জের মিত্তিশোল গ্রামের কাছে বিষ্ণুপুর-মেদিনীপুর ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে ওই সাপটিকে পড়ে থাকতে দেখে বাসিন্দারা বনদফতরে খবর দেন। পরে বনকর্মীরা এসে প্রায় ৮ ফুট লম্বা মৃত ময়ালটি উদ্ধার করে নিয়ে যায়। বাঁকাদহের রেঞ্জ অফিসার বিজয় চক্রবর্তীর অনুমান, “সাপটি মনে হয় খাবারের সন্ধানে ধানখেতে নেমেছিল। সম্ভবত কীটনাশকের প্রভাবে সাপটির মৃত্যু হয়েছে।”
|
গোপন সূত্রের খবরে ১২টি সাইকেল-সহ প্রায় দুই লক্ষ টাকার সেগুন কাঠ উদ্ধার করল বন্যপ্রাণ ৩ নম্বর বিভাগের কর্মীরা। শুক্রবার ভোর ৩টা নাগাদ ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের শিল তোর্সা সেতুতে। ঘটনায় দুই কাঠ পাচারকারীকে ধরা হয়েছে। ধৃতদের নাম চন্দন বর্মন এবং পিন্টু রায়।
|
বিমানবন্দরে শুক্রবার বিকেলে ও সন্ধ্যায় চারটি বিমান ও একটি এরোব্রিজে মৌমাছিরা হানা দেয়। দমকল জল ছিটিয়ে মৌমাছি তাড়ায়। |