টুকরো খবর |
‘শহিদ নগর’ হল ঢেকিয়াজুলি |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ভারত ছাড়ো আন্দোলনে শহিদ হওয়া ১২ জন স্বাধীনতা সংগ্রামীর স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে অসমের ঢেকিয়াজুলি শহরকে ‘শহিদ নগর’ হিসেবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। ১৯৪২ সালের ২০ সেপ্টেম্বর পুলিশের গুলিতে এই শহরে ১২ জন স্বাধীনতা যোদ্ধার মৃত্যু হয়। সেই স্মৃতিতে গত কাল শহিদ দিবসের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে গগৈ ছাড়াও হাজির ছিলেন পূর্তমন্ত্রী অজন্তা নেওগ, পরিকল্পনা ও বিকাশমন্ত্রী টংকবাহাদুর রয়, ডেপুটি স্পিকার ভীমানন্দ তাঁতি। গগৈ বলেন, “যদি আমরা অশিক্ষা, দারিদ্র ও বৈষম্য না ঘোচাতে পারি, তবে রাজ্যের প্রকৃত বিকাশ সম্ভব নয়। রাজ্যের বড়োভূমি ও নামনি অসমে যে হিংসা চলছে তা থেকে কেউ লাভবান হবেন না। স্বাধীনতা সংগ্রামীদের আদর্শ, গাঁধীজির আদর্শ অনুসরণ করে রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে হবে।” ঢেকিয়াজুলি উন্নয়নের জন্য ৫০ লক্ষ টাকা অনুদানের কথাও ঘোষণা করেন তিনি। পাশাপাশি জানান, ঐতিহাসিক ঢেকিয়াজুলি থানাকে ‘ঐতিহ্যস্থল’ হিসেবে গড়ে তোলা হবে।
|
অস্ত্র কারখানা কোকরাঝাড়ে |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
সেনা-পুলিশ যৌথ অভিযানে কোকরাঝাড়ে অস্ত্র তৈরির কারখানার হদিশ মিলল। সেনা সূত্রে খবর, পার্বতীঝোরা এলাকার বেলাকুবা সংরক্ষিত অরণ্যের ভিতরে অস্ত্র তৈরি হচ্ছে, এমন খবর ছিল। আজ ভোরে যৌথবাহিনী সেখানে হানা দেয়। কিন্তু জওয়ানরা আসার আগেই ঘাঁটি থেকে অস্ত্র নির্মাণকারী ও পাচারকারীরা পালিয়ে যায়। ঘন অরণ্যের ভিতরে একটি বাড়ি থেকে ২টি .৩০৩ রাইফেল, ২টি রাইফেল বোল্ট ক্যারিয়ার, ৮টি ফায়ারিং মেক্যানিজম, ৪ টি .৩০৩ রাইফেলের ব্যারেল, ২টি পিস্তল, ১২ বোরের একটি ব্যারেল, ৫টি গ্রেনেড তৈরির খোল ও যন্ত্র, ১২টি বোল্ট-সহ অস্ত্র তৈরির বহু সরঞ্জাম মেলে। জানা যায়, অমর ব্রহ্ম নামে এক ব্যক্তি কারখানাটি চালায়। তার বাড়িতে তল্লাশি চালিয়েও অমরকে ধরা যায়নি। তার সন্ধানে অভিযান শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নামনি অসমে নতুন করে কোনও উত্তেজনা ছড়ায়নি। তবে নৈশ কার্ফু বলবৎ রয়েছে।
|
পরিবারের তিন জনের দেহ উদ্ধার |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
|
মেয়ে কুসুম, মা রেখা। ছবি: পিটিআই |
উত্তর পশ্চিম দিল্লির একটি বাড়ি থেকে এক দম্পতি ও তাঁদের মেয়ের মৃতদেহ আজ উদ্ধার করেছে পুলিশ। তিন জনের গলার নলি কাটা। পুলিশ জানিয়েছে মৃতরা হলেন যোগেন্দ্র প্রতাপ সিংহ চহ্বাণ, তাঁর স্ত্রী রেখা এবং মেয়ে কুসুম। পুলিশের প্রাথমিক অনুমান, কোনও ধারালো অস্ত্র দিয়ে তিন জনের গলার নলি একই ভাবে কাটা হয়েছে। যোগেন্দ্রর রাসায়নিক দ্রব্যের ব্যবসা ছিল। হত্যাকারীদের সম্পর্কে কোনও সূত্র মেলেনি।
|
মোবাইল ফোন বন্ধ কাশ্মীরেও |
সংবাদসংস্থা • শ্রীনগর |
মোবাইল ফোন বা ই-মেল মারফত বিতর্কিত ছবি যাতে ছড়িয়ে না পড়ে, তাই সতর্কতা হিসাবে আজ কাশ্মীরে বন্ধ করে দেওয়া হয় মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ ব্যবস্থা। গত কাল রাতে এ সংক্রান্ত এক নির্দেশিকা জারি করে জম্মু-কাশ্মীর সরকার। আজ, শুক্রবারের নমাজ শুরুর এক ঘণ্টা আগেই বন্ধ করে দেওয়া হয় এই পরিষেবা। এ দিকে আজও সিনেমা-বিতর্কের জেরে কাশ্মীরের বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে বিক্ষোভকারীরা।
|
দম্পতিকে খুন |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ঝাড়খণ্ডের খুঁটি জেলায় ফের ডাইনি অপবাদে এক বৃদ্ধ দম্পতিকে হত্যা করা হয়েছে। এসপি জানিয়েছেন, আরকি থানার তাইবা গ্রামের কিছু বাসিন্দা জোট বেঁধে ডাইনি অপবাদ দিয়ে ওই দম্পতির ঘরে ঢুকে তাঁদের কোপায়। করে। এখনও ওই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
|
এয়ার ইন্ডিয়া |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বিমানে উপস্থিত কর্মীরা জোরে কথাবার্তা বা হাসিঠাট্টা করতে পারবেন না। এয়ার ইন্ডিয়া তার নতুন ভাবমূর্তি গড়তে সম্প্রতি এই নির্দেশিকা জারি করেছে।
|
জেলে চিকিৎসা |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
তিহাড় জেলে এক এইচআইভি পজেটিভ কয়েদির উপযুক্ত চিকিৎসার নির্দেশ দিল দিল্লি কোর্ট। কিছু দিন আগে ওই কয়েদিকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ।
|
পণের দায়ে |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
পণের টাকা না পেয়ে স্ত্রীকে আত্মঘাতী হতে বাধ্য করার অপরাধে সাত বছরের জেল হল এক ব্যক্তির। নাম মোমিন ইকবাল। শুক্রবার দিল্লি কোর্ট এই রায় দিয়েছে।
|
গীতিকা মামলা |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
গীতিকা হত্যা মামলার অভিযুক্ত অরুণা চাড্ডা তাঁর জামিনের আবেদন তুলে নিলেন দিল্লি হাইকোর্ট থেকে। তিনি নিম্ন আদালতে নতুন করে জামিনের আবেদন করতে চান।
|
ঘরে মেয়ে |
সংবাদসংস্থা • অমৃতসর |
অবশেষে মায়ের সঙ্গে দেখা হল ১৮ বছরের সোমা সরকারের। পশ্চিমবঙ্গের বাসিন্দা স্কিৎজোফ্রেনিয়ার রোগী সোমা ভুল করে পঞ্জাব পৌঁছে যায়। এক মাস পর সে বাড়ি ফিরছে।
|
সতর্ক দিল্লিও |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
শুক্রবার বন্ধ রাখা হল নয়াদিল্লির মার্কিন দূতাবাস। ইসলাম-বিরোধী সিনেমা নিয়ে বিক্ষোভের আশঙ্কায় এই সিদ্ধান্ত। |
|