|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
অনুভবে ঐতিহ্যের অনুরণন |
মৃণাল ঘোষ |
সম্প্রতি অ্যাকাডেমিতে সাত জন শিল্পী সম্মিলিত ভাবে প্রদর্শনী করেছেন। দেবাশিস মল্লিক চৌধুরী ও সুব্রত কর্মকার ভাস্কর। তাঁদের ভাস্কর্যে ঐতিহ্যের অনুরণন অনুভব করা যায়। চিত্রীদের মধ্যে ধীরেন শাসমলের ছবি সবচেয়ে সমৃদ্ধ আঙ্গিক ভাবনার দৃষ্টান্ত। |
|
সুব্রত ঘোষ ও রাজীব সুর রায়ের ছবিও পুরাণকল্পমূলক ঐতিহ্যের ভিত্তি থেকে গড়ে উঠেছে। কাঞ্চনমালা ঘোষ নারী-মুখাবয়বের রূপায়ণে স্বাভাবিকতার মধ্যে এনেছেন শূন্যতাময় অভিব্যক্তির রেশ। দেবদীপ ঘোষও স্বাভাবিকতার ভিত্তিতে সমাজবাস্তবতাকে প্রতিধ্বনিত করতে চেয়েছেন।
|
প্রদর্শনী চলছে
সিমা: আর্ট ইন লাইফ ২০ অক্টোবর পর্যন্ত।
চিত্রকূট: সঞ্জীব, মৃণালকান্তি গায়েন প্রমুখ আজ শেষ।
বিড়লা অ্যাকাডেমি: রাকা মিত্র, সুতপা সেনগুপ্ত প্রমুখ কাল শেষ।
তাজ বেঙ্গল: নীলাদ্রিশেখর মজুমদার কাল শেষ।
অ্যাকাডেমি: শ্রীমন্ত দাস, সোহম মল্লিক প্রমুখ ২৫ পর্যন্ত।
• দেবব্রত ঘোষ, জগন্নাথ সরকার ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। |
|
|
|
|
|