ব্রিটেনের ভবিষ্যৎ-রানির ‘টপলেস’ ছবি ক্যামেরাবন্দি করেছিলেন তাঁর দেশেরই এক চিত্রগ্রাহক। সম্প্রতি এই দাবি করলেন ফ্রান্সের এক ছবি-শিকারি। পাস্কাল রোস্তিন নামে ওই পাপারাৎজি জানিয়েছেন, ফরাসি পত্রিকার নির্দেশেই কেট মিডল্টনের ছবি তুলেছিলেন ব্রিটিশ চিত্রগ্রাহক। তাঁর নাম অবশ্য জানা যায়নি। ওই ব্রিটিশ ব্যক্তি দক্ষিণ ফ্রান্সের বাসিন্দা। পাস্কালের বক্তব্য, পত্রিকার নির্দেশে বেশ কয়েক দিন কেট-উইলিয়ামকে নজরে রাখছিলেন ওই চিত্রগ্রাহক। ছবি তোলার পরে ফরাসি পত্রিকাকেই সব ছবি দিয়ে দেন তিনি। আর তাই পাস্কাল মনে করেন, “ও যত পরিশ্রম করেছে, তার যথেষ্ট দাম পেল না।”
|
বোমার ভয় দেখিয়ে আমেরিকার পিটসবার্গ শহরের বহুতলে এক মহিলাকে পণবন্দি করে রাখল ক্লেন মাইকেল থ্যাক্সটন নামে এক দুষ্কৃতী। ক্লেনের মা’র সাহায্যে তার সঙ্গে দর কষাকষি চালায় পুলিশ। পরে আত্মসমর্পণ করে সে। ফেসবুকে এই ঘটনার ধারাবিবরণী পোস্ট করেছে ক্লেন। এফবিআইয়ের মুখপাত্র কেলি কোচাম্বা জানিয়েছেন, ওই মহিলা ছাড়া “থ্রি গেটওয়ে সেন্টার” নামে ওই বহুতলে অন্য কেউ ছিলেন না তা এখনও জানা যায়নি। তবে পিটসবার্গ পুলিশের প্রধান নেট হার্পারের দাবি, দু’জনকে পণবন্দি করা হয়েছিল। ক্লেনের বিরুদ্ধে পুলিশের খাতায় বহু অভিযোগ রয়েছে। তবে সে কেন দু’জনকে পণবন্দি করেছিল তা এখনও জানতে পারেনি পুলিশ।
|
ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের লন্ডনের বাড়ি না দেখেই ১২ লক্ষ পাউন্ডে কিনে নিল এক সিঙ্গাপুরের ব্যবসায়ী। তিনি নাকি ওই রক ব্যান্ডের ভক্তও নন।
|
সেনকাকু দ্বীপ নিয়ে দু’দেশের ঠান্ডা লড়াইয়ের জেরে জাপান থেকে প্রকাশিত বা জাপানের লেখকদের লেখা সব বই বিক্রি নিষিদ্ধ করে দিল বেজিং।
|
মাঝ আকাশে এমন ঝগড়া শুরু হল যে বাধ্য হয়ে একই পরিবারের ৫ জনকে বিমান থেকে নামিয়ে দিলেন চালক। পর্তুগালে বিমানের জরুরি অবতরণ করাতে হয়।
|
দক্ষ নাবিক হিসেবে খ্যাত হলেও প্রথম বার নাকি দিগ্নির্ণয়ের পরীক্ষায় ফেল করেন টাইটনিকের ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ। সার্টিফিকেট পেতে ফের পরীক্ষা দিতে হয় তাঁকে। |