বিদেশি নিয়ে ভোগান্তি মহমেডানের
প্র্যাক্টিস না পেয়ে বিরক্ত মর্গ্যান
হোটেলে দেরিতে পৌঁছোনোয় বুধবার শিলিগুড়িতে এসে অনুশীলনই করতে পারল না ইস্টবেঙ্গল। বিরক্ত ট্রেভর জেমস মর্গ্যান শেষপর্যন্ত ওপারা-পেন-মেহতাবদের পাঠিয়ে দিলেন জিমে, সাঁতারের পুলে। বলে দিলেন, “সবাই ট্রফি জিততে এসেছে। আমিও এসেছি। তবে এ জন্য বাড়তি চাপ নিতে চাই না। সকালের বিমানে আসলে অনুশীলনটা করা যেত।”
কলকাতা থেকে দুপুরে রওনা হয়ে মিনিট দশেক দেরিতে বাগডোগরা পৌঁছলেও, রাস্তায় জ্যাম-জটের জন্য বিকেল সোয়া চারটের সময় মর্গ্যান বাহিনী পৌঁছোয় হোটেলে। তাদের অনুশীলন করার কথা ছিল বিকেল সাড়ে চারটেয়। সীমান্ত সুরক্ষা বাহিনীর মাঠে ওডাফা-টোলগেদের অনুশীলনের শেষ হওয়ার পর। কিন্তু হোটেল থেকে মাঠে পৌঁছতে যত সময় লাগত ততক্ষণে আলো কমে আসত। সে জন্য ইচ্ছে থাকলেও শেষমুহূর্তে মত বদলান লাল-হলুদ কোচ।
শিলিগুড়ি বরাবরই ইস্টবেঙ্গলের শহর। বিমানবন্দরে টিম আনতে গিয়েছিলেন কিছু সমর্থক। দলের পতাকা হাতে। এখানে এসে প্রথম দিন অনুশীলন না করতে পারলেও সেটা খুব সমস্যা হবে না। কারণ এ বারের ফেড কাপের চারটে গ্রুপের মধ্যে সবথেকে সহজ-গ্রুপে পড়েছেন চিডি-মেহতাবরা। শুক্রবার তাদের প্রতিপক্ষ স্পোর্টিং ক্লুব দ্য গোয়া। গ্রুপে তাদের আর খেলতে হবে ওএনজিসি এবং কালীঘাট মিলন সংঘের সঙ্গে। কয়েকদিন আগেই কালীঘাটকে কলকাতা লিগেই বড় ব্যবধানে হারিয়েছে মর্গ্যানের দল।
ইস্টবেঙ্গল শেষ চারে যাওয়ার ব্যাপারে সুবিধা পেলেও কলকাতার অন্য দল মহমেডান কিন্তু পড়েছে বেশ শক্ত গ্রুপে। আজ বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে অলোক মুখোপাধ্যায়ের লড়াই এয়ার ইন্ডিয়ার সঙ্গে। যাঁরা সদ্য ডুরান্ড কাপ জিতে এসেছে। মহমেডান কোচ অবশ্য মনে করছেন, তাঁর দল প্রাথমিক পর্বে যা খেলে এসেছে তাতে জেতা উচিত। “টিকে থাকতে গেলে ম্যাচটা জিততেই হবে। আমরা প্রাথমিক পর্বে প্রচুর গোল করেছি। এখানেও সেটা করতে হবে। গোল মিস করলে কিন্তু ম্যাচ মিস।”
এয়ার ইন্ডিয়ার কোচ গডফ্রে পেরিরার সঙ্গে একসময় জাতীয় দলে খেলতেন অলোক। বলছিলেন, “ও খুব বুদ্ধিমান ছেলে। অঙ্ক করে খেলবে।” মহমেডান কোচও মূলপর্বে এসে অন্য স্ট্র্যাটেজি তৈরি করছেন। ঠিক করেছেন, অ্যালফ্রেডকে পিছন দিক থেকে ব্যবহার করবেন। সামনে রাখবেন অসীম বিশ্বাস এবং সানডেকে। তিন বিদেশিকেই শুরু থেকে নামাচ্ছে মহমেডান। স্টপারে কিংশুক দেবনাথের সঙ্গে ড্যানিয়েল।
মহমেডানের বিরুদ্ধে অবশ্য মাত্র দু’জন বিদেশিকে পাচ্ছেন গডফ্রে। দু’জনেই পরিচিত কলকাতায় খেলে গিয়েছেনজুনিয়র এবং হেনরি। এ দিন সকালে স্টেডিয়ামে অনুশীলন করলেও মূল মাঠে নামতে পারেনি বিমানকর্মীরা। তবে মাঠের ঘাষ দেখে চিন্তিত মনে হল জন ডায়াস-শৌভিক চক্রবর্তীদের।
মহমেডান-এয়ার ইন্ডিয়া ম্যাচ শুরু হওয়ার আগে ফেড কাপের উদ্বোধন হবে। স্কুলের দেড়শো মেয়ে অংশ নেবেন। সংগঠকরা দাবি করছেন, বাংলা বনধের আওতা থেকে বাদ রাখা হয়েছে ফেড কাপকে। খেলা নয় হল, গাড়ি-ঘোড়া না চললে কত দর্শক আসবেন তা নিয়ে অবশ্য চিন্তিত আয়োজকরা।
ডেম্পোকে আটকে দিল পৈলান: ফেডকাপের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল ডেম্পো। পৈলান অ্যারোজের সঙ্গে ১-১ ড্র করল কোলাসোর দল। হলিচরণ নার্জারির গোলে এগিয়ে যায় অ্যারোজ। ডেম্পোর হয়ে গোল শোধ করেন ক্লিফোর্ড মিরান্ডা। গোলের সুযোগ নষ্ট না করলে হয়তো ফেডকাপের প্রথম ম্যাচ পকেটে পুরে ফেলত পৈলান। মুম্বই এফ সি’কে ১-২ গোলে হারাল শিলং লাজং।

বৃহস্পতিবারে ফেড কাপ
(শিলিগুড়ি পর্ব)

মহমেডান: এয়ার ইন্ডিয়া (৩-০০)
মোহনবাগান: চার্চিল ব্রাদার্স (৭-০০)




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.