|
|
|
|
|
|
তিনি বলেন
|
যাঁরা বাস না চালিয়ে সাধারণ মানুষকে হয়রান করেছেন,
তাঁদের পারমিট বাতিল করার চিন্তাভাবনা চলছে। |
মদন মিত্র |
প্রসঙ্গ বাস-ধর্মঘটে ভোগান্তি |
|
|
|
|
|
আজ জন্মদিন হলে
অসীম দাস |
আজকের রাশি: কন্যা।
নক্ষত্র: চিত্রা।
শুভ সংখ্যা: ৩, ৫, ৬ ও ৯।
এড়িয়ে চলুন: ১ ও ৭।
শুভ রং: গেরুয়া ও লাল জাতীয়। এড়িয়ে চলুন নীল।
আজ জমি বা বাড়ির ভাগাভাগি নিয়ে ভাই-বোনের সঙ্গে বিবাদ। চাকরিজীবীরা সহকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা এড়িয়ে চলুন। ব্যবসায় অংশীদারদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়লেও উপার্জন ভালই হবে। অবৈধ প্রণয়ে সম্মানহানি। রক্তচাপ নিয়ে সতর্ক হোন। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
|
৫০ বছর আগে
|
মুখ্যমন্ত্রী ‘নিখোঁজ’
মুখ্যমন্ত্রী নিখোঁজ। ‘সিকিউরিটি পুলিস’ নাজেহাল। ৩টায় মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেনের এক অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। ২টোয় সিকিউরিটি হাজির। কিন্তু তিনি আগেই রাজভবন ছেড়েছেন। কোথায়, কেউ জানে না। সওয়া ৩টায় মুখ্যমন্ত্রী হাজির। এক ঘণ্টা কোথায় ছিলেন? তিনি ও ড্রাইভারই জানেন।
— আনন্দবাজার পত্রিকা, ১৮ সেপ্টেম্বর ১৯৬১। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|