টুকরো খবর
উদ্ধার ক্যামেলিয়ন
ছবি: নির্মল বসু
বসিরহাটের ঘোজাডাঙায় পাওয়া গেল এই ক্যামেলিয়নটি। লেজ-সহ প্রায় হাত দেড়েক লম্বা। গায়ের রং বদল করে মাঝে মাঝে। মূলত মাদাগাস্কার, পূর্ব আফ্রিকা, স্পেন, পতুর্গাল এবং দক্ষিণ এশিয়ার দেশগুলিতে এর দেখা মেলে। পৃথিবীতে প্রায় ১৬০ প্রজাতির ক্যামেলিয়নের সন্ধান মিলেছে এখনও পর্যন্ত। দক্ষিণ ভারতেও ক্যামেলিয়ন দেখা যায়। ২০১০ সালে পশ্চিমবঙ্গের তমলুকে একটির সন্ধান মেলে। পোকামাকড় খেয়ে প্রায় ১০ বছর পর্যন্ত বেঁচে থাকে সরীসৃপটি। রবিবার ঘোজাডাঙার বাসিন্দা প্রসেনজিৎ সরকারের দোকানের পাশে একটি গাছে এটির দেখা পাওয়া যায়। গাছের সঙ্গেই বেঁধে রাখা হয় তাকে। সোমবার বনকর্মীরা ক্যামেলিয়নটিকে নিয়ে যান। শান্তশিষ্ট স্বভাবের এই সরীসৃপকে অনেকে বাড়িতে পোষেন। এই ক্যামেলিয়নটি কারও বাড়ি থেকে পালিয়ে এসেছে কি না, তা খোঁজ করছে বন দফতর।

হনুমান আতঙ্ক
রাস্তার পাশে একটি খাবারের দোকানে জলযোগ সেরে সটান দুবরাজপুরের শীতাতপ নিয়ন্ত্রিত রাস্ট্রায়াত্ত ব্যাঙ্কের একটি শাখায় ঢুকে পড়েছিল। ব্যাঙ্কে ঢুকেই সে কখনও কর্মীদের টেবিলের নীচে বসছিল। পরক্ষণেই দেখা গিয়েছে লেনদেন লেখা কাউন্টারের কাছে। এমনকী কাগজপত্রেও হাত দিতে শুরু করেছিল হনুমানটি। সোমবার সকালে এক হনুমানের অবাঞ্ছিত উপস্থিতিতে শোরগোল পড়ে যায় ব্যাঙ্ক কর্মী ও গ্রাহকদের মধ্যে। খবর দেওয়া হয় পুলিশ ও বনবিভাগকে। তার মধ্যেই নিজে থেকেই ব্যাঙ্ক ছেড়ে বাইরে চলে যায় হনুমানটি। হাঁফছেড়ে বাঁচেন সকলেই। ব্যাঙ্ক ম্যানেজার বৃন্দাবন দাস বলেন, “এমনিতে বন্ধই থাকে মূল গেট। হঠাৎ হনুমাটি কোনও ভাবে ব্যাঙ্কে ঢুকে পড়ায় সমস্যা তৈরি হয়েছিল।”

মৌমাছির কামড়ে সাংবাদিকের মৃত্যু
মৌমাছির কামড়ে মৃত্যু হল সাংবাদিকের। ঘটনাটি ঘটেছে নাগাল্যান্ডে। ৩৭ বছরের সুলি ডাইহো মাও মেঘালয়ের শিলং টাইম্সএ কর্মজীবন শুরু করেন। পরে তিনি নাগাল্যান্ডের এশিয়ান এজ ও নাগাল্যান্ড পোস্টে কর্মরত ছিলেন। গত কাল কোহিমার জঙ্গলে মৌমাছির ঝাঁক তাঁকে আক্রমণ করে। তাঁর শরীরে শতাধিক ক্ষত হয়। কোহিমার ওকিং হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় তাঁকে। সেখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নেফিয়ু রিও।

হরিণের হৃদরোগ
বিরল প্রজাতির একটি কৃষ্ণসার হরিণের মৃতদেহ পাওয়া গিয়েছে কাটারনিয়াঘাট অভয়ারণ্যে। কোনও আঘাত চিহ্ন পাওয়া যায়নি। হৃদরোগেই মৃত্যু বলে জানা গিয়েছে।

চিতাবাঘের মৃত্যু
রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় চিতাবাঘের মৃত্যু হল। রবিবার রাতে ডুয়ার্সের খুনিয়া রেঞ্জ এলাকায় চিতাবাঘটি আহত হয়। সোমবার সেটি মারা যায়।

বৌবাজার স্ট্রিটে সোমবার ট্রামের তারে তড়িদাহত হওয়া একটি বাজপাখিকে উদ্ধার করলেন
দুই পুলিশকর্মী। পরে সেটিকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেওয়া হয়। —নিজস্ব চিত্র।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.