কিউরিওসিটির চোখে ‘আধখাওয়া’ সূর্য |
মঙ্গলের মাটিতে সূর্যগ্রহণ। ‘আধখাওয়া’ সূর্যের ছবি ধরা পড়ল কিউরিওসিটি-র ক্যামেরায়। লাল গ্রহকে কেন্দ্র করে পাক খাচ্ছে দু’টি উপগ্রহ, ফোবোস ও ডেইমোস। এর মধ্যে ফোবোস চলে আসে সূর্য ও মঙ্গলের মাঝে প্রায় এক সরলরেখায়। লাল গ্রহ থেকেও সূর্যের দিকে সরাসরি তাকানো বেশ বিপজ্জনক। নাসার বিজ্ঞানীরা জানান, কিউরিউসিটি যদি তার সাধারণ লেন্সে গ্রহণের ছবি তুলত, সে ক্ষেত্রে ক্যামেরার লেন্স নষ্ট হয়ে যেতে পারত। তাই সে বিশেষ ‘নিউট্রাল ডেনসিটি ফিল্টার’ ব্যবহার করে। প্রায় কয়েকশো ছবি নাসার গবেষণাগারে পাঠিয়েছে কিউরিওসিটি। তারই একটি ছবি নাসার সৌজন্যে।
|
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নাসার ৩৩ নম্বর অভিযানের দায়িত্ব নিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। সুনীতাদের আগে মহাকাশে গিয়েছিল যে দলটি, ৩২ নম্বর অভিযান শেষে আজ সকালে তারা পৃথিবীতে ফিরে এসেছে। ওই অভিযানের কম্যান্ডার ছিলেন রাশিয়ার গেনাডি পাডালকা। তাঁদের নিয়ে গত কাল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে রওনা দেয় মহাকাশযান সোয়ুজ। তখন থেকেই পরবর্তী অভিযানের দায়িত্বভার নেন সুনীতা। নেতৃত্ব হস্তান্তরের সময় এক বার্তায় সুনীতা বলেন, “অভিযান ৩২-এর সহকর্মীদের ধন্যবাদ। এখানে এসে মানিয়ে নিতে ওরা আমাদের প্রচুর সাহায্য করেছে।”
|
জুতোই নিয়ে যাবে বাড়ির পথে। সফটওয়্যার আর জিপিআরএস প্রযুক্তিতে তৈরি ওই জুতোয় থাকবে বাড়ির ঠিকানা। খালি বাড়ির বোতাম টিপলেই হল, এর পর জুতোর দায়িত্ব।
|
চায়ের কাপে চিনি গুলে যাবে আপনা থেকেই। বা মেঝেতে পড়ে থাকা জল মুছে নেবে ‘আশ্চর্য’ চটি। তস্য কুঁড়েদের জন্য এ রকমই যন্ত্র ছেয়ে গিয়েছে মার্কিন বাজারে। |