ব্রিটেনের রাজপরিবার আদালতে |
ডাচেস অফ ক্যাথরিনের ‘টপলেস’ ছবি আর যাতে না ছড়ায়, তার জন্য ফ্রান্সে আইনি লড়াইয়ে নামল রাজপরিবার। একটি ফরাসি পত্রিকায় ওই ছবি প্রথম ছাপা হলেও ইতিমধ্যেই তা ছড়িয়ে পড়েছে বিদেশি কিছু ওয়েবসাইটে। একটি আইরিশ এবং ইতালীয় পত্রিকাও ছেপেছে সেই ছবি। আর সেই সূত্রেই প্যারিসের কোর্টে ফৌজদারি নালিশ জানিয়েছেন রাজকুমার উইলিয়াম এবং কেটের আইনজীবী। পৃথক একটি মামলায় ফরাসি ওই পত্রিকার যে সংস্করণে বিতর্কিত ছবিগুলো ছাপা হয়েছে, সেই সংস্করণ তুলে নিতে আবেদন জানাবেন রাজ-দম্পতি। আইনজীবীদের বক্তব্য, ফরাসি আইন অনুযায়ী, ওই ছবিগুলি ব্যক্তিগত অধিকার ভঙ্গ করেছে। ফলে এতে জটিলতার কোনও ব্যাপার নেই। যদি ওই পত্রিকার বিরুদ্ধে কোনও নিষেধাজ্ঞা জারি করে, তা হলে পত্রিকাটির সংস্করণ ফ্রান্স থেকে উধাও হয়ে যাবে ঠিকই। কিন্তু তাতে বাইরে এই ছবি ছড়িয়ে পড়া কত দূর আটকানো যাবে, সন্দেহ রয়েছে। রাজ-দম্পতি অবশ্য এখন এ সব বিতর্ক থেকে বহু দূরে রানির সিংহাসনে ৬০ বছরের সফরে সলোমন দ্বীপে কাটাচ্ছেন। সেখানে সাদর অভ্যর্থনাও পেয়েছেন তাঁরা।
|
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ‘বাবুর’ ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক ভাবে উৎক্ষেপণ করল পাকিস্তান। ৭০০ কিলোমিটার দূরের কোনও জায়গায় আঘাত হানতে পারবে এটি।
|
স্বামী মাইকেল ডগলাসকে চুম্বন শেখাচ্ছেন ক্যাথরিন জিটা জোন্স। পরের ছবিতেই ডগলাসকে চুমু খেতে হবে। তবে নায়িকা নয়, ডগলাসের বিপরীতে থাকছেন পুরুষই।
|
উর্দুতে ভাষান্তরিত না হলে টিভিতে দেখানো যাবে না কোনও ভারতীয় ছবি। লাহৌর হাইকোর্টে এই কথা জানিয়েছে পাক মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা।
|
ষাট বছরের পুরু ধুলো সরিয়ে নিলামে দর উঠল তিরিশ লক্ষ পাউন্ড। ১৯২৮ সালে তৈরি হয় এই মার্সিডিজ বেঞ্জটি। এখনও সেটি দিব্যি দৌড়চ্ছে।
|
১৯০৩ সালের এক নম্বর প্লেট নিয়ে কাড়াকাড়ি পড়ে গিয়েছিল নিলামে। ‘এক্স ১’ নম্বর প্লেটটি শেষ পর্যন্ত বিক্রি হল ১০ লক্ষ পাউন্ডে। |