টুকরো খবর
আমন্ত্রণপত্র নিয়ে বিতর্ক
চাঁচল মহকুমা আদালতের উদ্বোধন অনুষ্ঠানের আমন্ত্রণপত্র নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ওই এলাকা তথা উত্তর মালদহের কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নূরে অভিযোগ, তাঁকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। সে জন্য মালদহের জেলাশাসক শ্রীমতি অর্চনার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনে সংসদে নালিশ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন মৌসম। তিনি বলেন, “জেলাশাসকের বিরুদ্ধে সংসদে স্বাধীকার ভঙ্গের অভিযোগ জানাব।” পাশাপাশি, আমন্ত্রণপত্রে তাঁর নাম ছাপানো হয়নি বলে অনুষ্ঠানে যোগ দেননি রাজ্যের নারী ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র। সাবিত্রী দেবী বলেন, “জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের শিলান্যাস অনুষ্ঠানে গৌতম দেবের নাম ছাপানো হয়েছিল এখানে আমার নাম কেন ছাপা হবে না। সে জন্য যাইনি।” জেলাশাসক শ্রীমতি অচর্না বলেন, “প্রশাসনের পক্ষে কংগ্রেস সাংসদের বাড়িতে চাঁচল মহকুমা আদালতের উদ্বোধনের কার্ড পাঠানো হয়েছিল।” শনিবার চাঁচলে এসে আইনমন্ত্রী মলয় ঘটক বলেন, “নাম ছাপানোর ব্যাপারে বলতে পারি, আদালতের অনুষ্ঠানে মন্ত্রী কিংবা জনপ্রতিনিধিদের নাম সাধারণত ছাপানো হয় না।”

কন্ট্রোল রুমের নম্বর অকেজো
বন্যা পরিস্থিতির মোকাবিলায় কন্ট্রোল রুমের জন্য একটি অকেজো ফোন নম্বর পুর কর্তৃপক্ষ বিলি করায় ক্ষোভ দেখা দিয়েছে। গত দু’দিন ধরে বৃষ্টিতে মহানন্দার জল বেড়ে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ায় শনিবার দুপুরের মধ্যে শিলিগুড়ি পুরসভার তরফে কন্ট্রোল রুমের ওই নম্বর এসএমএস করে কাউন্সিলরদের জানানো হয়। এরপরই সেখানে দীর্ঘক্ষণ ধরে ফোন করে কোনও সাড়া না মেলায় ক্ষোভ দেখা দিয়েছে। বিপর্যস্ত এলাকার বাসিন্দাদের যোগাযোগের জন্য বিকেল পর্যন্ত কন্ট্রোল রুমের পরিষেবা চালুই করতে পারেননি পুর কমিশনার। যে নম্বর বিলি করা হয়েছিল সেখানে বারবার ফোন করেও অনেকে যোগাযোগ করতে পারেননি বলে অভিযোগ ওঠে। পুর কমিশনারকে তা জানানো হলে তিনি প্রথমে বলেন, “কন্ট্রোল রুমের লোক আমার ঘরে কাজে এসেছে। শীঘ্রই তিনি ‘কনট্রোল রুম’-এ যাবেন।” অথচ দেখা যায় ফোনটি ‘ডেড’ হয়ে পড়ে রয়েছে। পুর কমিশনার প্রভুদত্ত ডেভিড প্রধান দাবি করেন, “প্রথমে ফোন ঠিকই ছিল। পরে ‘ডেড’ হয়ে যায়। সেটি জানার পরই বিএসএনএল কর্তৃপক্ষকে মেরামতের জন্য বলা হয়েছে।” সন্ধ্যায় ফোনটি মেরামত করা হয়।

রাস্তা অবরোধ
সংস্কারের দাবিতে বীরপাড়া-লঙ্কাপাড়া রাস্তা কয়েক ঘণ্টা অবরোধ করলেন আরএসপি-র নেতা-কর্মীরা। শনিবার বেলা ১১ টা থেকে দলের শতাধিক কর্মী পথে নেমে গাড়ি চলাচল বন্ধ করে দেন। ভুটানের গমটুর সঙ্গে যোগাযোগকারী রাস্তা বন্ধ হয়ে যায়। পূর্ত দফতরের এক আধিকারিক জানান, বেহাল ১৮ কিলোমিটার রাস্তার মেরামতির জন্য জুলাইয়ে দরপত্র চাওয়া হয়। একজন ঠিকাদার তা জমা দিলে দেড় মাস আগে স্থানীয় পূর্ত কর্তারা সরকারের কাছে ফাইলটি পাঠায়। কিন্তু আজও তার উত্তর না আসায় কাজ হচ্ছে না বলে পূর্ত-কর্তার অভিযোগ।

অনির্দিষ্টকাল বন্ধ বাস
বেহাল জাতীয় সড়কে দুর্ঘটনা ও লোকসান বেড়ে যাওয়ায় উত্তরবঙ্গ জুড়ে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বাস পরিষেবা বন্ধের ডাক দিল বেসরকারি বাস মালিকদের সংগঠন। শনিবার শিলিগুড়িতে উত্তরবঙ্গের ছয় জেলার বেসরকারি বাস মালিকদের বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিলিগুড়ি ইন্টার ডিস্ট্রিক্ট মিনিবাস ওর্নাস অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রণব মানি বলেন, “উত্তরবঙ্গ জুড়ে জাতীয় সড়কের বেহাল দশার জন্য বাস চালানো সম্ভব হচ্ছে না। কাল, সোমবার থেকে বেসরকারি বাস পরিষেবা বন্ধ থাকবে। রাস্তা ঠিক না হওয়া অবধি বাস চলবে না।”

ভেস্তে গেল বৈঠক
দ্বিতীয় দিনে চা বাগানের বোনাস নিয়ে বৈঠক ভেস্তে গেল। এ বারও বাগানগুলিতে সমহারে ২০ শতাংশের বেশি বোনাসের দাবি করে শ্রমিক ইউনিয়ন। মালিকপক্ষ তা দিতে অস্বীকার করায় শনিবার ভেস্তে যায় বৈঠক। ১৯ সেপ্টেম্বর থেকে তরাই-ডুয়ার্সের সমস্ত বাগানে এক ঘণ্টা করে গেট মিটিংয়ের ডাক দিয়েছে শ্রমিক নেতৃত্ব। শুক্রবার থেকে কলকাতার চেম্বার অব কমার্সে বৈঠক হয়। শ্রমিক সংগঠন এনইউপিডব্লু-র নেতা মনি ডারনাল এবং ডিফেন্স কমিটির আহ্বায়ক সমীর রায় বলেন, “এই প্রস্তাব মানা যায় না। বাগানগুলির অবস্থা যথেষ্ট ভাল।” মালিক সংগঠন ডুয়ার্স ব্রাঞ্চ অব ইন্ডিয়ান টি এসোসিয়েশনের সচিব প্রবীর ভট্টাচার্য বলেন, “এ বছর দুর্যোগে প্রচুর ক্ষতি হয়েছে। তাই আগের মতো বোনাস দেওয়া সম্ভব হচ্ছে না।”

হার ছিনতাই
ফের এক মহিলার গয়না ছিনতাই হল শিলিগুড়িতে। শুক্রবার সকালে শহরের জাজোদিয়া মার্কেটের ঘটনা। মার্কেটের মন্দির থেকে ফেরার পথে এক যুবক ৭২ বছরের ওই মহিলার গলার হার ছিনিয়ে নিয়ে পালায়। বৃদ্ধা বাঁধা দেওয়ার চেষ্টা করলে ওই দুষ্কৃতী তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

প্রতিবাদ-মিছিল
মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল করল এসএফআই ও ডিওয়াইএফআই। শনিবার সন্ধ্যায় শিলিগুড়ি অনিল বিশ্বাস ভবন থেকে মিছিল বের হয়। হিলকার্ট রোড সহ বিভিন্ন জায়গায় ঘুরে মিছিল সেবক মোড়ে শেষ হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.