নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফের অপরাধ বারাসতে। শনিবার সকালে স্থানীয় শেঠপুকুর এলাকায় এক বৃদ্ধার কাছ থেকে ৪২ হাজার টাকা ও মোবাইল ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। পুলিশ জানায়, পোস্ট অফিস ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে বাড়ি তৈরির টাকা তুলে দীপালি মুখোপাধ্যায় নামে ওই বৃদ্ধা ফিরছিলেন। শেঠপুকুর এলাকায় মোটরবাইক আরোহী দুই যুবক তাঁর থেকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এ দিন রাত পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। গত দু’মাসে একাধিক দুষ্কর্ম ঘটেছে বারাসতে। কলেজ ছাত্রীর শ্লীলতাহানি, পানশালার গায়িকাকে গণধর্ষণ, পুরসভার সামনে ছিনতাই তার কয়েকটি উদাহরণ। এমনকী, বাড়ির একতলার বারান্দায় বসে কাগজ পড়তে থাকা এক মহিলার গলার সোনার হার ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। অপরাধ বাড়তে থাকায় জেলা পুলিশ কর্তাদের বদলিও করা হয়েছে। কিন্তু তার পরেও অপরাধ না কমায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন বারাসতের অধিকাংশ বাসিন্দা। তাঁদের অভিযোগ, পুলিশের নজরদারি কমায় দুষ্কৃতীরা তার সুযোগ নিচ্ছে।
|
ট্রেন চলাচলে বিঘ্ন শেওড়াফুলিতে |
নিজস্ব সংবাদদাতা • শেওড়াফুলি |
যাত্রীদের সঙ্গে রেল পুলিশের বচসাকে কেন্দ্র করে ট্রেন চলাচল বিঘ্নিত হল। যাত্রীদের অবরোধের জেরে শনিবার হাওড়া মেন শাখার শেওড়াফুলি স্টেশনে ডাউন লাইন দিয়ে মিনিট চল্লিশ ট্রেন চলাচল বন্ধ থাকে। জিআরপি এবং আরপিএফের অফিসাররা এসে পরিস্থিতি সামাল দেন। রেল পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন সকাল ৯টা নাগাদ আপ শেওড়াফুলি লোকাল স্টেশনে ঢোকামাত্র যাত্রীদের অনেকে হুড়োহুড়ি করে ট্রেনে ওঠেন। কেউ কেউ সঙ্গীদের জন্যও জায়গা ‘দখল’ করছিলেন। রেল পুলিশের এক অফিসারকে দেখে কিছু যাত্রী এ নিয়ে অভিযোগ জানালে তিনি হস্তক্ষেপ করেন। তখনই দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। যাত্রী-বিক্ষোভের জেরে ডাউন শেওড়াফুলি লোকাল এবং ডাউন হরিপাল লোকাল দাঁড়িয়ে থাকে। ৯টা ৪০ মিনিট নাগাদ ট্রেন দু’টি ছাড়ে।
|
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ইমারতি ব্যবসায়ীর বাড়ির দরজা ভেঙে রিভলভার ঠেকিয়ে কয়েক ভরি সোনা এবং নগদ পনেরো হাজার টাকা লুঠ করে পালাল দুষ্কৃতীরা। শুক্রবার রাত তিনটে নাগাদ ঘোলা থানার স্বর্ণমাধবপুরের দাসপাড়াতে ঘটনাটি ঘটেছে। |