|
|
|
|
|
|
|
এসো জুড়ি, ধড়-মুড়ি |
টাস্ক ছিল কোনও জন্তু বা পাখি বেছে, মাথা এক জনের লেজ আর এক জনের মিশিয়ে আঁকা।
জিনিয়াসদের রং-তুলির আঁচড়ে তারই কয়েকটি। |
|
|
উট+টিয়া= উটিয়া
দেবার্য্য মুখোপাধ্যায়,
অষ্টম শ্রেণি,
উলুবেড়িয়া হাইস্কুল |
জিরাফ+উট= জিরাট
অহনা ঘোষ,
পঞ্চম শ্রেণি,
কৃষ্ণনগর রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয় |
|
|
ব্যাঙ+কুকুর= ব্যাকুর
রূপসা সেন,
পঞ্চম শ্রেণি, শিবপুর ভবানী বালিকা বিদ্যালয় |
|
সিংহ+হাতি= সিংহাতি
দেবাদৃতা পোদ্দার,
প্রথম শ্রেণি,
সবুজ-অবুঝ শিশু অঙ্গন |
উট+হাতি= উটতি
অর্ঘ্যদীপ ওঝা,
ষষ্ঠ শ্রেণি,
বিবেকানন্দ মিশন স্কুল |
|
|
সিংহ+কুমির= সিংমির
নভোনীল কর্মকার,
চতুর্থ শ্রেণি, সেন্ট ক্লরেন্ট স্কুল |
|
হাঁস+উট= হাঁসুট
অরিষা পাল,
চতুর্থ শ্রেণি,
উলুবেড়িয়া টাউন মিশন স্কুল |
বাঘ+ঘোড়া= বাঘোড়া
দেবপ্রতিম পাল,
ষষ্ঠ শ্রেণি,
জেনকিন্স স্কুল, কোচবিহার |
|
|
হাতি+খরগোশ= হাতিগোশ
দেবস্মিতা বণিক,
পঞ্চম শ্রেণি, বিনোদিনী বালিকা উচ্চ বিদ্যালয়, হুগলি |
|
জিনিয়াস জিন্দাবাদ
সপ্তমীর সকাল। পুজো প্যান্ডেলে তখনও বেশ ফাঁকা। মা দুর্গার কানে মোবাইল। কথা বলছেন
শিবঠাকুরের সঙ্গে।‘মিসিং ইউ’ কিংবা ‘সকালে ব্লাড প্রেসারের ওষুধ’টা খেতে ভুলো না, কিংবা
আরও কত কী। ২০০ শব্দের মধ্যে দুর্গা আর শিবের একটা টেলিফোন-ডায়ালগ লিখে
পাঠিয়ে দাও ১৩ অক্টোবরের মধ্যে। খামের উপর লেখো
অক্টোবরের জিনিয়াস জিন্দাবাদ,
রবিবারের আনন্দমেলা,
আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০০০১ |
|
|
|
|
|
|