টুকরো খবর
বিস্ফোরণে আহত পাঁচ
গোয়েন্দাদের সতর্কবার্তার ২৪ ঘণ্টার মধ্যে ডিগবয়ে বিস্ফোরণ ঘটাল আলফা। কাল ডিগবয়ের চারি আলি বাজারের গ্রেনেড বিস্ফোরণে এক জঙ্গি-সহ পাঁচ জন জখম হয়েছেন। আলফা রাজ্য জুড়ে স্টেশন ও তেল শোধনাগারে বিস্ফোরণ ঘটাতে পারে বলে জানিয়েছিলেন গোয়েন্দারা। এর পরে রেল লাইন, শোধনাগার, পাইপ লাইনে নিরাপত্তা বাড়ানো হয়। তার মধ্যেই কাল রাতে বিস্ফোরণ ঘটে ডিগবয়ে। গ্রেনেড ছোড়ার আগেই সেটি আলফা জঙ্গির পকেটে ফেটে যায়। ছিন্নভিন্ন হয়ে যায় তাঁর শরীরের নিম্নাংশ। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মণিপুরের হেইরকে কাল সন্ধ্যায় এক বিস্ফোরণে জখম হন বিএসএফের ১১৬ নং কোম্পানির হেড কনস্টেবল রোহতাশ কুমার। তাঁর ঘাড়ে স্প্লিন্টার ঢুকেছে। কারা বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি।

সিএজি কর্মীদের প্রতিবাদ
টুজি হোক বা কয়লা কেলেঙ্কারি, কেন্দ্র কিংবা রাজ্য, কারও বিরুদ্ধে রিপোর্ট পেশ হলেই রাজনীতিকদের আক্রমণের শিকার হতে হচ্ছে সিএজি-কে। এ বার তার বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন প্রতিষ্ঠানটির কর্মীরাই। কয়লা খনির ব্লক বণ্টন সংক্রান্ত রিপোর্ট পেশ হওয়ার পরে সিএজি-র ভূমিকার বিরুদ্ধে সরব হন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। কয়লা কেলেঙ্কারির ক্ষেত্রে প্রায় ১ লক্ষ ৮৬ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে হলে অভিযোগ করায় সিএজি-র অধিকার নিয়েই প্রশ্ন তোলা হয়। সিএজি-র মতো সংবিধান স্বীকৃত সংস্থার প্রতি এ জাতীয় আক্রমণের প্রতিবাদে আজ প্রথম রাজধানীর বুকে সরব হলেন তার কর্মীরা। সিএজি-র কর্মী সংগঠন জাতীয় অডিট ফেডারেশনের পক্ষ থেকে অতিরিক্ত সাধারণ সম্পাদক অমলকুমার দাস আজ বলেন, “আমরা সংবিধানের নির্দেশ মেনেই দেশবাসীর অর্থ নয়ছয় হয়েছে কি না তার হিসেবনিকেশ রাখি। আমাদের রিপোর্ট শাসক দলের পছন্দ না-ও হতে পারে। তার মানে এই নয় যে সিএজি-র কর্মপদ্ধতির সমালোচনা করবে সরকার। এটা গণতন্ত্রের বিরুদ্ধে আঘাত।”

কাফলিং ভেঙে দুর্ঘটনা গাইসালে
ট্রেনের কামরার মাঝে ‘কাফলিং’ খুলে যাওয়ায় দুর্ভোগে পড়লেন যাত্রীরা। প্রশ্ন উঠল রেলের কামরার রক্ষণাবেক্ষন নিয়ে। শনিবার সন্ধ্যা সওয়া ছ’টা নাগাদ এই বিভ্রাটে থমকে যায় ডিব্রুগড় থেকে যশোবন্তপুরগামী দূরপাল্লার ট্রেন। বিহারে কাটিহার ডিভিশনের গুঞ্জরিয়া ও গাইসাল স্টেশনের মাঝে ঘটনাটি ঘটে। এর ফলে সাড়ে তিন ঘণ্টা ওই জায়গায় আটকে ছিলেন যাত্রীরা। দুর্ঘটনা না-ঘটলেও ভুগতে হয় তাঁদের। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক হাজং অবশ্য জানিয়েছেন, যাত্রীরা অক্ষতই আছেন। রেল সূত্রের খবর, বর্তমান প্রযুক্তি অনুযায়ী, কাফলিং খুললেও সচরাচর দুর্ঘটনা ঘটে না। ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন কোচগুলি কিছু দূর এগিয়ে এমনিই থেমে যায়। এ ক্ষেত্রেও সেটা হয়েছে। কিন্তু বিচ্ছিন্ন অংশ দু’টি জুড়ে ফের ট্রেন চলাচল শুরু করতে দেরি হয়ে যায়। ডিব্রুগড়-যশোবন্তপুর এক্সপ্রেসের ইঞ্জিন থেকে ১২ নম্বর কোচটি এ দিন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

মন্ত্রীর ছেলে
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ধরা পড়লেন অন্ধ্রপ্রদেশের মন্ত্রী পি বিশ্বরূপের ছেলে কৃষ্ণ রেড্ডি। গত কাল তাঁকে আটক করেছিল হায়দরাবাদ পুলিশ।

বাড়ল বরাদ্দ
পরমাণু শক্তি দফতরের ব্যয় বরাদ্দ দ্বিগুণের বেশি বাড়াল কেন্দ্র। দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বরাদ্দের পরিমাণ ৬৬,৫৯০ কোটি টাকা।

শ্রেষ্ঠ দিল্লি-মুম্বই
গোটা বিশ্বের প্রায় ৭২টি শহরকে নিয়ে চালানো সুইস ব্যাঙ্কের বার্ষিক এক সমীক্ষায় জানা গেল বসবাস করার ক্ষেত্রে সবচেয়ে কম ব্যয়বহুল শহর হল দিল্লি ও মুম্বই।

স্কেচ প্রকাশ
নবরাজ কোয়াত্রা হত্যাকাণ্ডে দু’জন সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করল পুলিশ। মূলত প্রতিবেশীদের বিবরণের ভিত্তিতেই এই স্কেচ দুটি বানিয়েছে পুলিশ।

মদের কারখানা
ভোজপুরে দু’টি বেআইনি মদের কারখানার খোঁজ পেল পুলিশ। একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি আজ সকালে জগদীশপুর এবং মুফসিল এলাকার।

ছাত্র-ভোটে জয়
দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিজেপি-র ছাত্র শাখা এবিভিপি-কে হারিয়ে বিপুল ভোটে জয়ী হল কংগ্রেসের ছাত্র শাখা এনএসইউআই।

দাউদ-সঙ্গী
কন্দহর বিমান ছিনতাই কাণ্ডের মূল চক্রী মেহরাজুদ্দিন দান্দের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে দাউদ ইব্রাহিমের। শুক্রবার এই দাবি করল দিল্লি পুলিশ।

ট্রেনে ডাকাতি
গয়া স্টেশনের কাছে হাওড়া-নয়াদিল্লি এক্সপ্রেসে শুক্রবার রাতে অবাধ লুঠতরাজ চালাল ১০ জনের ডাকাত দল। ঘটনায় আহত ২ মহিলা-সহ ১০ জন যাত্রী।

জরুরি অবতরণ
যান্ত্রিক গোলযোগের কারণে কুয়ালা লামপুর থেকে চেন্নাইগামী বিমান জরুরি অবতরণ করল পেনাঙ্গে। ঘটনায় বিঘ্নিত হয় বিমান চলাচল।

স্বপ্ন সত্যি
প্রবেশিকা পরীক্ষায় পাশ করেও বধিরতার কারণে ডাক্তারি পড়ার সুযোগ পায়নি রাজশ্রী। হাইকোর্টের হস্তক্ষেপে জোরহাট মেডিক্যাল কলেজে ভর্তি হল সে।

মৃত্যু বাড়ল
মেঘভাঙা বৃষ্টিপাতে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হল ৬ জনের। গত কয়েক দিনে এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৫ হল। গুরুতর আহত ১১ জন। নিখোঁজ আরও ২৬।

মা-ছেলে: দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোটে কংগ্রেসের ছাত্র
শাখা এনএসইউআই জেতার পর সনিয়া এবং রাহুল গাঁধী। ছবি: পিটিআই
কুড়ানকুলামে অভিনব
প্রতিবাদ। ছবি: পি টি আই


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.