বহু বিতর্ক, অনিশ্চয়তার বাধা কাটিয়ে অবশেষে মুক্তি পেল ছবিটা। বিদ্যুৎ কটকি-র অসমিয়া ছবি ‘অ্যাজ দ্য রিভার ফ্লোজ’ তথা ‘এখন নেদেখা নদীর হিপারে’, যে ছবির গল্পে একটা গুরুত্বপূর্ণ উপাদান সঞ্জয় ঘোষ হত্যাকাণ্ড। মূল চরিত্রে রয়েছেন সঞ্জয় সুরি, বিদিতা বাগ, প্রীতি জাঙ্ঘিয়ানি, রাজ জুৎসি এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায়।
এ বছর জাতীয় পুরস্কারের দৌড়ে অন্যতম দাবিদার ছিল এই ছবি। পরিচালক জানান, দু’টি ভাষায় ছবিটির শু্যটিং হয়েছিল অসমিয়া এবং হিন্দি। অসমিয়া সংস্করণটি পুরস্কারের জন্য পাঠানো হয়। কিন্তু জুরিদের দাবি ছিল, ছবিটি অসমিয়া নয়। কারণ ছবিতে বহু হিন্দি সংলাপ ব্যবহৃত হয়েছে। বিদ্যুৎবাবুর বক্তব্য, “আজকাল বলিউডের ছবি হামেশাই বিদেশে শু্যটিং হচ্ছে। ইংরেজি সংলাপ থাকছে। তা বলে কি সেগুলো ইংরেজি ছবি হিসাবে গণ্য হবে?”
জুরি বোর্ড শুধু নয়, জটিলতা তৈরি হয়েছিল এনএফডিসি-র সঙ্গেও। সেই কারণেই ২০০৯ সালে ছবির কাজ শেষ হলেও মুক্তি পিছোতে থাকে। পুলিশ-সেনা-প্রশাসন বনাম জঙ্গিদের লড়াইয়ের মাঝে পড়ে অসমের মানুষ কী অবস্থায় দিন কাটাচ্ছেন, সেটাই এ ছবির বিষয়। সেই সুবাদেই মাজুলিতে আলফার হাতে অপহৃত ও নিহত সমাজকর্মী সঞ্জয় ঘোষের কথা এ ছবির সূত্রধর হয়ে উঠেছে। সঞ্জয়বাবুর স্ত্রীর সঙ্গেও কথা বলে নিয়েছেন পরিচালক।
এই ছবিতে অভিনয় করেছেন বাঙালি অভিনেত্রী বিদিতা বাগ। হাওড়ার মেয়ে বিদিতা এখন মুম্বইয়ের নামী মডেল, অভিনেত্রী। এই ছবির জন্য তিন মাসের মধ্যে অসমিয়া ভাষা ও বিহু নাচ শিখে ফেলেছিলেন তিনি। বললেন, “এত দিন পরে অসমের মানুষ আমাদের কাজ দেখতে পাবেন জেনে ভাল লাগছে।” বিদিতার ঠাকুরদার ভূমিকায় ছবিতে অনেকটা জায়গা জুড়ে আছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “অসম আমার দ্বিতীয় ঘরবাড়ি। আশা করি ছবিটি একটি মিলনের বার্তা দিতে পারবে।” |
|
চলচ্চিত্র অধিকর্তা দিলীপ চট্টোপাধ্যায়কে নিয়ে শনিবার কাওয়াখালিতে
‘ফিল্ম সিটি’র জমি দেখতে যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব এবং এসজেডিএ-র
চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। ছবি: কার্তিক দাস। |
|
|
মার্জার সরণিতে বিপাশা বসু। শনিবার মুম্বইয়ে। ছবি: পিটিআই |
|