স্কুল পরিচালন সমিতির এক তৃণমূল সমর্থিত অভিভাবক প্রতিনিধিকে খুনের অভিযোগ উঠল রানিগঞ্জে। জামুড়িয়ার বীজপুর শিক্ষা নিকেতন নামে ওই স্কুলের দুই শিক্ষককে পুলিশ আটক করেছে। দু’জনেই সিপিএম সমর্থক বলে এলাকায় পরিচিত।
পুলিশ জানায়, নিহতের নাম উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় (৪৫)। বাড়ি রানিগঞ্জের নিমচা গ্রামে। তিনি পরিচালন সমিতির সদস্য ছিলেন তিনি। শনিবার সকালে তাঁর ভাই সঞ্জয় বন্দ্যোপাধ্যায় রানিগঞ্জ থানায় অভিযোগ করেন, শুক্রবার রাত দেড়টা নাগাদ কিছু লোকজন উজ্জ্বলবাবুর বাড়ির দরজা ধাক্কায়। তিনি দরজা খোলা মাত্রই তাঁকে গুলি করে তারা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ দিন সকালে স্থানীয় তৃণমূল নেতা জয়দেব মণ্ডল ও প্রকাশ মাহাতোর নেতৃত্বে এলাকার বেশ কিছু লোকজন স্কুলে বিক্ষোভ দেখান। স্কুলের প্রধান শিক্ষক তপন গড়াই ও সহ-শিক্ষক স্বপন গড়াইকে আটক করা হয়। স্থানীয় সূত্রের খবর, ১৩ সেপ্টেম্বর পরিচালন সমিতির বৈঠক ছিল। ছয় অভিভাবক প্রতিনিধির মধ্যে এক মাত্র উজ্জ্বলবাবুই তৃণমূলের লোক, বাকিরা সিপিএমের। তৃণমূলের দাবি, বৈঠকে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা তছরুপের অভিযোগ এনেছিলেন উজ্জ্বলবাবু। তা নিয়ে তপনবাবু ও স্বপনবাবুর সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। তিনি পুলিশে অভিযোগ করবেন বলে উজ্জ্বলবাবু হুমকিও দিয়েছিলেন। তার জেরেই তিনি খুন হয়ে থাকতে পারেন বলে স্থানীয় বাসিন্দাদের একাংশের অনুমান।
তৃণমূল বিধায়ক সোহরাব আলির অভিযোগ, “সিপিএম রানিগঞ্জ থেকে এলাকা দখলের লড়াই শুরু করেছে। দিন কয়েক আগে রানিগঞ্জের তিন জায়গায় তৃণমূল কর্মীদের উপরে হামলা করা হয়। এর পরে এই খুন।” সিপিএমের রানিগঞ্জ জোনাল সম্পাদক রুনু দত্ত অবশ্য দাবি করেন, “তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন।”
|
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
গরু, মোষ পার করাতে গিয়ে শনিবার দামোদরে তলিয়ে গেলেন বছর সাতাশের এক যুবক। তাঁর নাম অভিজিৎ ঘোষ। বাড়ি বর্ধমানের খণ্ডঘোষ থানার নারিচা ঘোষপাড়ায়। স্থানীয় সূত্রে খবর, এ দিন বেলা ২টো নাগাদ গরু মোষ পার করাতে দামোদরে নেমেছিলেন তিনি। আচমকা নদীতে তলিয়ে যান। নৌকা নামিয়ে তাঁর খোঁজ করা হচ্ছে। |
বর্ধমানের জামুড়িয়ায় বীজপুর শিক্ষা নিকেতনের পরিচালন সমিতির এক তৃণমূল সমর্থিত অভিভাবক প্রতিনিধিকে গুলি করে খুন করা হল। আটক সিপিএম সমর্থক দুই শিক্ষক। |